ট্রেনের ধাক্কায় এক গ্যাংম্যানের মৃত্যুতে নিরাপত্তার প্রশ্ন তুলে দেহ আটকে ট্রেন অবরোধ করলেন তাঁর সহকর্মীরা। শনিবার সকালে হাওড়া-বর্ধমান কর্ড শাখায় মির্জাপুর-বাঁকিপুর স্টেশনে ওই ঘটনায় বিভিন্ন স্টেশনে দূরপাল্লা এবং লোকাল ট্রেন দাঁড়িয়ে যায়। মৃতের নাম হরেন্দ্রনাথ গোয়েল (৪২)। তাঁর বাড়ি বিহারের ছাপড়ায়। কর্মসূত্রে বালিতে থাকতেন।
এ দিন সকালে স্টেশনের কাছে ডাউন লাইনে পাথর সরানোর কাজ করছিলেন হরেন্দ্রনাথবাবু। সাড়ে ৯টা নাগাদ আপ পূর্বা এক্সপ্রেসে তিনি কাটা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর পর তাঁর সহকর্মীরা অবরোধ শুরু করেন। গ্যাংম্যানদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই প্রাণের ঝুঁকি নিয়ে তাঁদের লাইনের উপর কাজ করতে হয়। অথচ ট্রেন এলে আগাম জানানোর ব্যবস্থা নেই। নিজেদেরই দেখে সরতে হয়। কাজের মধ্যে সব সময় তা খেয়াল রাখাও যায় না। এ দিন অন্যান্য স্টেশনের গ্যাংম্যানেরা এসে বিক্ষোভে সামিল হন। অবরোধে আপ শিয়ালদহ-হলদিবাড়ি, ডাউন হাওড়া-দানাপুর এক্সপ্রেস-সহ কয়েকটি লোকাল ট্রেন আটকে পড়ে। অবরোধ ওঠে আড়াই ঘণ্টা পরে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুপুর গড়ায়।
এ দিনই সকালে নলহাটিতে রেল লাইনের পাশ থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। পূর্ব রেলের হওড়া ডিভিশনের নলহাটি-আজিমগঞ্জ লাইনে নলহাটির সালিসত্তা গ্রামের কাছে রেল পুলিশ ২৫টি ডিটোনেটর ও ৫টি জিলেটিন স্টিক উদ্ধার করেছে। ঘটনায় মাওবাদী যোগ আছে কিনা, রেল পুলিশ তা-ও খতিয়ে দেখছে।
|
রেজ্জাকের বিরুদ্ধে অভিযোগে নিন্দা সূর্যর |
সুজন চক্রবর্তীর পরে সিপিএম নেতা রেজ্জাক মোল্লাকেও তৃণমূল মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। রেজ্জাকের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ তৃণমূল তুলেছে, তার নিন্দা করে সূর্যবাবু শনিবার আলিমুদ্দিনে বলেন, “রেজ্জাকের কত বয়স ওঁরা (তৃণমূল) জানেন। উনি নাকি শ্লীলতাহানি করেছেন! কাকে যেন বন্দুক নিয়ে তাড়া করেছেন! আসলে সিপিএম নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করা হচ্ছে। এটাই এই সরকারের কাজ।” পঞ্চায়েত ভোট আসন্ন দেখে রাজ্য সরকার একের পর এক সিপিএম নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করে ভয় দেখানোর চেষ্টা করছে বলেও সূর্যবাবুর অভিযোগ। |