মদ খেয়ে ক্লাস নেওয়ার অভিযোগে এক শিক্ষককে ঘিরে ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও পড়ুয়ারা। শনিবার সাঁইথিয়ার সাওড়া সুরেশচন্দ্র মেমোরিয়াল হাইস্কুলের ঘটনা। অভিভাবক সাধন মণ্ডল, দেবব্রত কর্মকারদের অভিযোগ, “ইতিহাসের শিক্ষক জয়দেব মুখোপাধ্যায় প্রতিদিন মদ্যপ অবস্থায় ক্লাস নেন। বহুবার স্কুল কর্তৃপক্ষকে আমরা অভিযোগ জানিয়েছি। কোনও লাভ হয়নি।” এ দিন পড়ুয়াদের নিয়েই ক্ষুব্ধ অভিভাবকেরা জয়দেববাবুকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্কুল পরিচালন সমিতির সম্পাদক সন্দীপ মুখোপাধ্যায় অভিযোগ মেনে নিয়ে বলেন, “ওই শিক্ষককে বহুবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি নিজেকে পাল্টাননি। বিষয়টি আমরা ডিআইকে জানানোর সিদ্ধান্ত নিয়েছি।” অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
ধারাল অস্ত্রের কোপ মেরে স্বামীকে খুন করার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। পুরুলিয়ার জয়পুর থানার ডামরু গ্রামের ঘটনা। নিহতের নাম নারায়ণ মাহাতো (৪০)। শনিবার তাঁর স্ত্রী শকুন্তলা মাহাতোকে গ্রেফতার করা হয়। নিহতের ভাই সুরেন্দ্র মাহাতোর অভিযোগে, শকুন্তলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা নিয়ে ওঁদের অশান্তি ছিল। ১৯ জুন রাতে নারায়ণ বাড়ি ফিরে গ্রামের এক যুবককে বেরিয়ে যেতে দেখেন। এ নিয়ে ঝগড়া শুরু হলে শকুন্তলা স্বামীর পেটে ধারাল অস্ত্রের কোপ মারে। বোকারোর একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। শুক্রবার রাঁচি নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
|
শনিবার সকালে আমোদপুর-সিউড়ি রাস্তায়, সিউড়ির পুরন্দরপুরের কাছে দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারীর। মৃতের নাম অনিলচন্দ্র পাল (৬০)। বাড়ি বোলপুর থানা এলাকায়। চালক গাড়ি নিয়ে আত্মসমর্পণ করেছেন।
|
শনিবার সকালে মাঠে কাজ করার ধানের বীজতলা তৈরির সময়ে বাজ পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম উত্তম লেট (৩১)। তাঁর বাড়ি রামপুরহাটের কুশুম্বা গ্রামে। |