এক ঝাঁক বিশ্বখ্যাত ফুটবলারকে একই মাঠে দেখার উদ্যোগ স্বয়ং লিওনেল মেসির। গত বছরের পর আবার। কলম্বিয়া, পেরু, শিকাগো আর লস অ্যাঞ্জেলেসে নিজের স্বেচ্ছাসেবী সংস্থার চ্যারিটি ট্যুর আয়োজন করছেন বার্সেলোনার মহাতারকা। মোট চারটি ম্যাচ হবে। মেসি ছাড়াও থাকবেন সের্জিও আগেরো, এডিনসন কাভানি, রবার্ট লেওয়ানডস্কি, থিয়েরি অঁরি, দাভিদ লুইজ, ফ্লোরেন্ট মালুদা, ইয়র্দি আলবা, সের্জিও বুস্কেতস, সেস ফাব্রেগাসের মতো তারকারা। ৬ জুলাই শিকাগোর সোলজার্স ফিল্ডে তৃতীয় চ্যারিটি ম্যাচের এক সপ্তাহ পর লস অ্যাঞ্জেলেসে আবার বুস্কেতস, ফাব্রেগাস আগোরাদের সঙ্গে যোগ দেবেন পিকে, মাসচেরানো, রবিনহো, কেভিন প্রিন্স বোয়েতেং, জেমস রডরিগেজ-রা।
|
ডেভিড ওয়ার্নারের শাস্তির পিছনে তাঁর কোনও হাত থাকার কথা অস্বীকার করলেন শেন ওয়াটসন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের কাছে হারের পরই বার্মিংহ্যামে একটি বারে জো রুটকে ঘুষি মারার জন্য অ্যাসেজ শুরু হওয়া পর্যন্ত নির্বাসন আর ১১ হাজার মার্কিন ডলার জরিমানা হয় ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার মিডিয়ার একটা অংশে রিপোর্ট, ওয়ার্নারের শাস্তির জন্য পিছন থেকে কল-কাঠি নেড়েছেন ওয়াটসনই। অবশ্য সে কথা অস্বীকার করছেন ওয়াটসন। “আমি কিছুই করিনি। কোচ ও বাদবাকি কোচিং স্টাফ ঘটনাস্থলে থাকা অন্যদের মুখে সব জেনেছেন। আমার কোনও যোগাযোগ নেই,” বলেন ওয়াটসন।
|
ভারতীয় দল হলেও সহারা ফোর্স ইন্ডিয়ার আসল ‘বেস’ ইংল্যান্ডের সিলভারস্টোন সার্কিট। আর ঘরের মাঠে শনিবার ব্রিটিশ গ্রাঁ প্রি-র যোগ্যতা পর্বে পল ডি রেস্টা পঞ্চম আর আদ্রিয়ান সুটিল সপ্তম স্থানে কোয়ালিফাই করেন। শুধু তাই নয়, গতির লড়াইয়ে দু’জনে টেক্কা দিলেন ফেরারি, লোটাস এবং ম্যাকলারেনের মতো প্রথম সারির দলকে। ডি রেস্টার গাড়ির ওজন নিয়ে অবশ্য একটা বিতর্ক তৈরি হয়েছে। স্বদেশের রেসে পোল পেলেন ব্রিটিশ তারকা লুইস হ্যামিল্টন। দ্বিতীয় স্থানটাও দখল করল মার্সিডিজ, নিকো রোজবার্গের মাধ্যমে। তৃতীয় আর চতুর্থ স্থান থেকে রবিবার রেসে নামবেন রেড বুলের দুই তারকা সেবাস্তিয়ান ভেটেল এবং মার্ক ওয়েবার।
|
পঞ্চম ডিভিসনের ক্লাব মানিকতলা স্পোর্টিং সম্ভবত গোলের রেকর্ড গড়ল। ছয় ম্যাচে ৫৬ গোল করল তারা। এবং সেমিফাইনালে উঠল। সচিন সিংহ ১৫ গোল করে। হাওড়া ভেটারেন্স ক্লাব এই দলটি চালায়। কোচ করেন মনজিৎ দাস ও হীরালাল দাস। |