টুকরো খবর
পরিবারের খোঁজ মিলল
কাকু-কাকিমার সঙ্গে কেদারনাথ বেড়াতে গিয়েছিল বছর দশেকের ছোট্ট মেয়েটি। সেখানেই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় তাদের। ধসে চাপা পড়ে মৃত্যু হয় কাকু-কাকিমার। এর পর গত ১৭ জুন মেয়েটিকে উদ্ধার করেন গ্বালিয়রবাসী আইনজীবী মৃত্যুঞ্জয় গোস্বামী। মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দিতে শুরু হয় খোঁজ। মেয়েটির যত্নআত্তিতে যাতে কোনও ঘাটতি না হয় তার জন্য এ ক’দিন তাকে নিজের বাড়িতেই রেখেছিলেন মৃত্যুঞ্জয়বাবু। অবশেষে শনিবার খোঁজ মিলল মেয়েটির বাবা-মার। মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দিতে খুব শিগগিরই কানপুরের উদ্দেশে রওনা হবেন তিনি।

নীতীশকে সমর্থন আদর্শ মেনেই, দাবি জোশীর
ধর্মনিরপেক্ষ জোটকে শক্তিশালী করতেই বিধানসভায় নীতীশ কুমারকে সমর্থন করেছে কংগ্রেস—আজ এমনই জানালেন সি পি জোশী। বিহারের দায়িত্বপ্রাপ্ত ওই এআইসিসি নেতার বক্তব্য, “কংগ্রেসের আদর্শ মেনেই নীতীশকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর সঙ্গে রাজনৈতিক জোটের সর্ম্পক নেই।” জোশীর বক্তব্য, “লালু প্রসাদ বা নীতীশ কুমার—কারও সঙ্গে রাজনৈতিক জোট নিয়ে কথা বলার মতো পরিস্থিতি আসেনি। লোকসভা ভোটের আগে এ নিয়ে পদক্ষেপ করা হবে।” সংগঠনকে মজবুত করার রণনীতি নিয়ে এ দিন প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করেন জোশী। তিনি জানান, নীতীশ কুমার যে ধর্মনিরপেক্ষ, তা নিয়ে কোনও সংশয় নেই। তবে বিধানসভায় তাঁকে সমর্থন করলেও, রাজ্য সরকার কোনও জনবিরোধী নীতি নিলে কংগ্রেস তার বিরোধিতা করবে।

থমকে গেল অমরনাথ যাত্রা
শুক্রবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় প্রায় বারো হাজার পুণ্যার্থীর অমরনাথ যাত্রা। মোট ৫৫ দিনের ছিল সেই পুণ্যযাত্রা। কিন্তু শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে থেমে গেল সেই যাত্রা। বালতাল ও পহেলগাম বেস ক্যাম্পে আশ্রয় দেওয়া হয় ওই পুণ্যার্থীদের। জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রের খবর, এ বছর অমরনাথ যাত্রার জন্য প্রায় ৬ লক্ষ পুণ্যার্থী আবেদন করেছিলেন। কিন্তু প্রয়োজনীয় ছাড়পত্র তথা পর্চি না থাকায় প্রায় চার হাজার তীর্থযাত্রীকে শুক্রবারই ফিরিয়ে দেওয়া হয়।

বাবা-মায়ের মৃত্যুতে আত্মঘাতী
বাবা-মায়ের মৃত্যুতে আত্মঘাতী হলেন মেয়ে। মৃতের নাম মমতা ত্রিপাঠী (৩৫)। গত ৫ জুন কেদারনাথের উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁর বাবা নাথুরাম পরাশর ও মা কমলাদেবী। তীর্থযাত্রা শেষে ফেরার পথেই প্রকৃতির রোষের শিকার হন তাঁরা। বাবা-মায়ের খোঁজেই গত ১৮ জুন নিজের স্বামীকে হরিদ্বার পাঠিয়েছিলেন তিনি। স্বামীর মুখ থেকে বাবা-মায়ের মৃত্যু সংবাদ পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন তিনি।

অনাথদের আশ্রয়
উত্তরাখণ্ডের দুর্যোগের জেরে বাবা-মাকে হারিয়েছে যে সব ছোট ছোট ছেলেমেয়ে, এ বার তাদের দায়িত্ব নিতেই এগিয়ে এলেন সমাজসেবী সাধ্বী ঋতম্ভরা। উত্তরাখণ্ডের সরকারের কাছে পাঠানো এক চিঠিতে তিনি আবেদন জানিয়েছেন, ওই সব অনাথ ছেলেমেয়েকে দত্তক নিতে চান তিনি। আশ্রয় দিতে চান বৃন্দাবনের পরম শক্তি পীঠে।

সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি
আলতামাস কবীরের পরে প্রধান বিচারপতি হচ্ছেন পি সদাশিবম। শনিবার তাঁর নাম অনুমোদন করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রধান বিচারপতি হিসেবে কবীরের মেয়াদ শেষ হচ্ছে ১৮ জুলাই। ২০১৪-এর ২৬ এপ্রিল পর্যন্ত প্রধান বিচারপতি থাকবেন সদাশিবম।

ধৃত ২ মাওবাদী
গ্রামপ্রধানের খুন-সহ একাধিক নাশকতার ঘটনায় জড়িত দুই মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, যৌথ অভিযান চালিয়ে মালকানগিরির শিলাকোটা জঙ্গল থেকে কাসা মাঁড়ি এবং তার ছেলে দুললাকে ধরা হয়। ছত্তীসগঢ়ে কংগ্রেস নেতাদের উপরে হামলায় তারা যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তিন কোটির চরস-সহ ধৃত ১
তিন কোটি টাকার চরস-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সাসারাম গ্রাম থেকে মুকেশ শাহ্ নামে ওই ব্যক্তিকে শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। চরস ছাড়াও তার কাছ থেকে একটি পিস্তল এবং পাঁচটি গুলিও উদ্ধার হয়েছে।

পুলিশকে মার
সংশোধনাগারে বন্দিদের বেধড়ক মারধরে জখম হলেন জেল-সুপার। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দেওঘরে। কয়েদিদের মারধরে আহত হন সেখানকার কর্মীরাও। ঘটনায় জড়িত অভিযোগে ৭ জন বন্দির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.