ঘুমন্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে এক মহিলাকে গুলি করল আততায়ীরা। চাপড়ার মোজাফ্ফরপুরের মর্জিনা বিবি নামে জখম ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ ও পারিবারিক সূত্রের খবর, এ দিন রাতে মর্জিনা বিবির স্বামী লাল্টু মণ্ডল প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। তখনই আচমকা দুই দুষ্কৃতী স্ত্রীকে গুলি করে বাড়ির পাশের মাঠ দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন লাল্টুবাবু। তিনি বলেন, ‘‘আমার সঙ্গে কারও বিরোধ নেই। বাইরে রাজমিস্ত্রির কাজ করি। দিন কয়েক আগে বাড়ি ফিরেছি। কেন যে আমার স্ত্রীকে গুলি করা হল বুঝতে পারছি না।” জেলা পুলিশের ডিএসপি (সদর) দিব্যজ্যোতি দাস বলেন, “ঘটনায় কোনও অবৈধ সম্পর্ক রয়েছে কিনা তা দেখা হচ্ছে।” পাশাপাশি স্বামী-স্ত্রীর পারস্পারিক সম্পর্কও খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসাররা।
|
এক মহিলাকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগে পুলিশ তার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে। ধৃত ছোটন শেখ ও পুলেজান বিবি নাকাশিপাড়ার খিদিরপুরের বাসিন্দা। বুধবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে মারা যান রহিমা বিবি (১৫)। বৃহস্পতিবার মৃতার বাবা নইমুদ্দিন মণ্ডল নাকাশিপাড়া থানায় মেয়ের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ জানান। পুলিশের অভিযুক্তদের গ্রেফতার করেছে।
|
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন জখম হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজনের চিকিত্সা চলছে কান্দি হাসপাতালে। বাকি দু’জনের মধ্যে একজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও অপরজনকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ শুক্রবার বহরমপুরগামী ট্রাক ও কান্দিগামী বাসের মধ্যে কান্দির মনোহরপুর মোড়ে সংঘর্ষের ফলেই এই বিপত্তি।
|
বোমা বাধতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। নাম মিঠুন শেখ (২৪)। বাড়ি ডোমকলের কামুরদেয়াড় গ্রামের নবাবপাড়ায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বাড়ির পিছনে বোমা বাধছিল মিঠুন। আচমকা একটি বোমা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। |