প্রকোপ কমল দুবরাজপুরে
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
দুবরাজপুরের কান্তোর গ্রামে যে পেটের রোগ দেখা দিয়েছিল সেটা শুক্রবার আনেকটাই নিয়ন্ত্রণে এসে গিয়েছে বলে জানিয়েছেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ কুণাল মুখোপাধ্যায়। তিনি বলেন, “এ দিন মাত্র দু’জন আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের অবস্থাও স্থিতিশীল। গ্রামে রোগের প্রকোপ অনেকটাই কমে গিয়েছে। ভবিষ্যতে যাতে রোগ না ছড়ায় সে ব্যাপারে নজরদারি চলছে।” সম্ভবত গ্রামের পুকুরের জল দূষিত হওয়ার জন্য মঙ্গলবার থেকে পেটের রোগে আক্রান্ত হয়েছেন প্রচুর মানুষ। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন জেলা প্রশাসনের কর্তারা। গ্রামে পৌঁছে গিয়েছিল মেডিক্যাল টিম। অন্য দিকে, হস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল বিশ্বভারতীর পাঠভবনের ১৭ জন পড়ুয়া। বৃহস্পতিবার রাতে অসুস্থদের বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত বমি, পেটে ব্যাথা, জ্বর ও পায়খানার উপসর্গ নিয়ে ওই পড়ুয়ারা ভর্তি হয়েছে। বিশ্বভারতীর মিডিয়া ইন্টারফেস কমিটির চেয়ারপার্সন সুবজকলি সেন বলেন, “চিকিৎসকেরা জানিয়েছেন প্রত্যেকেই এখন বিপদমুক্ত। কী ভাবে এই এমন হল আমরা খতিয়ে দেখব।”
|
ভাতার দাবিতে তালা স্বাস্থ্যকেন্দ্রে
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
বকেয়া ভাতা দেওয়ার দাবিতে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বড়জোড়া ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে। এ দিন সকাল ১০টা থেকে ঘণ্টা খানেক তালা ঝুলিয়ে রেখে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। বিক্ষোভকারী আলো দাস, বনশ্রী সরকার, কল্পনা দাসরা বলেন, “১০ মাস হল আমাদের ভাতা বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে গত এপ্রিল থেকে প্রতি মাসে ১৩০০ টাকা করে পাওয়ার কথা। কিন্তু তাও পাচ্ছি না।” তাঁদের দাবি, “জেলার অন্যান্য কয়েকটি ব্লকেও ভাতা বাকি ছিল। কিন্তু তাঁরা পেয়ে গিয়েছেন। শুধু আমরাই পাইনি। অবিলম্বে আমাদের ভাতা দিতে হবে।” জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী বলেন, “বিষয়টি স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। আশা করছি দ্রুত আশাকর্মীরা ভাতা পেয়ে যাবেন।”
|
নয়া অস্ত্রোপচার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাঁচি-কাশি, শাঁখ বাজানো কিংবা দ্রুত হাঁটাচলাতেও পোশাক ভিজে যায় বহু বয়স্কা মহিলারই। সঙ্কোচে অনেকেই বাড়ি থেকে বেরোতে চান না। প্রস্রাব ধরে রাখতে না পারার এই সমস্যাকে চিকিৎসা পরিভাষায় বলে ‘ইউরিনারি ইনকনটিনেন্স’। বার্ধক্য, অতিরিক্ত ওজন, একাধিক সন্তানের জন্ম দেওয়া, হিস্টেরেকটমি ইত্যাদি নানা কারণেই এই সমস্যা দেখা দিতে পারে। একটি অস্ত্রোপচারেই সমাধান সম্ভব বলে দাবি স্ত্রী-রোগ চিকিৎসকদের। শুক্রবার সাংবাদিক সম্মেলনে স্ত্রী-রোগ চিকিৎসক মল্লিনাথ মুখোপাধ্যায় কয়েক জন রোগিণীর উপস্থিতিতে অস্ত্রোপচারের সুফল ব্যাখ্যা করেন। তাঁর দাবি, এই ধরনের অস্ত্রোপচারে সাফল্য ৯৮ শতাংশ, একবার করালে বাকি জীবন নির্বিঘ্নে কাটে।
|
স্বাস্থ্যকেন্দ্রে তালা
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
বকেয়া ভাতা দেওয়ার দাবিতে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বড়জোড়া ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে। এ দিন সকালে ঘণ্টা খানেক তালা ঝুলিয়ে রেখে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী বলেন, “স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। আশা করছি দ্রুত বড়জোড়া ব্লকের আশাকর্মীরা ভাতা পেয়ে যাবেন।” |