টুকরো খবর
প্রচারে পুস্তিকা বিলি তৃণমূলের
পঞ্চায়েত ভোটের প্রচারে জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরতে পুস্তিকা বিলি শুরু করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার থেকে জলপাইগুড়ি জেলায় এই পুস্তিকা বিলি শুরু করেছে তৃণমূল। এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল কার্যালয়ে এই পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। গত দু বছরে রাজ্য সরকার জেলায় যে সব উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে এবং যে প্রকল্পগুলির কাজ শুরু হয়েছে তার বিস্তারিত তথ্য ‘আলোর দিশা’ নামে পুস্তিকায় রয়েছে। পুস্তিকার পাশাপাশি প্রচারের জন্য ভাওয়াইয়া গানের একটি সিডিও এদিন উদ্বোধন করেছেন গৌতমবাবু। ক্রান্তির কোদালকাঠি গ্রামের বাসিন্দা মহম্মদ ইব্রাহিম ও তাঁর সম্প্রদায়ের ৮টি গান সিডিতে রয়েছে। মন্ত্রী গৌতমবাবু বলেন, “বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে এবং জেলার বাসিন্দাদের জানাতে বইটি প্রকাশ করা হয়েছে। কোন দফতরে কোথায় কি উন্নয়নের প্রকল্প নিয়েছে তার সবিস্তার বিবরণ বইটিতে আছে।” অন্য দিকে এদিন শুক্রবার জলপাইগুড়ি শহর লাগোয়া তোড়লপাড়ায় বামফ্রন্টের প্রচার সভায় বক্তব্য রাখেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান তথা সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী শুধুুই মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। আগে উনি গণতন্ত্রের কথা বলতেন এখন আর তা বলেন না।”

কৃতী পড়ুয়াদের সংবর্ধনা
দুটি পৃথক অনুষ্ঠানে চলতি বছর এবং গত বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল আলিপুরদুয়ারে। শুক্রবার পুরসভা ও ভারতী এডুকেশন সোসাইটির উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। ২০১২ সালের প্রায় ৬০ জন কৃতী ছাত্র ছাত্রীকে নগদ টাকা বই ও শংসাপত্র তুলে দেওয়া হয়। ছিলেন বিধায়ক দেবপ্রসাদ রায়, পুর-চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় ও অতিরিক্ত জেলাশাসক জেডি ভুটিয়া। ভারতী এডুকেশন সোসাইটির সম্পাদক সুধীর রঞ্জন ঘোষ বলেন, “২০১২ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতীদের এদিন সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৬ বছর ধরে এই রীতি চলছে।” ওই অনুষ্ঠানের পরেই একই মঞ্চে ২০১৩ সালের মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকারী তুহিন মুখোপাধ্যায়, উচ্চমাধ্যমিকে নবম দেবাশিষ নন্দী ও দ্বাদশ সঞ্চারী চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেয় আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চ। মহকুমার ১৫ জন দুস্থ ছাত্র ছাত্রীর হাতে কিছু অর্থ তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক ল্যারি বসু বলেন, “বক্সা পাহাড়ের নামাদোজি ডুকপা সহ বেশ কয়েক জন দুঃস্থ ছাত্র ছাত্রীকে পড়াশোনার খরচের জন্য কিছু টাকা তুলে দেওয়া হয়েছে।’’

প্রচারে ঢিলে নয়: বিমান
জলপাইগুড়িতে নির্বাচনী সভায় বিমান বসু। শুক্রবার তোলা নিজস্ব চিত্র।
পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে গেলেও প্রচারে ঢিলে দেওয়া যাবে না বলে দলের নেতা-কর্মীদের সতর্ক করলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শুক্রবার বিকালে মেটেলি ব্লকের চালসায় দলীয় জনসভায় যোগ দেন বিমানবাবু। তিনি বলেন, “ভোট পিছিয়ে গিয়েছে ভেবে প্রচারে ঢিলে দিলে চলবে না। জোরকদমে সবাইকে প্রচার চালাতে হবে।” এর পরেই বিমানবাবু গোর্খা জনমুক্তি মোর্চা এবং আদিবাসী বিকাশ পরিষদের কড়া সমালোচনা করেন। এদিন বিকালে মালবাজার ব্লকের ডামডিমে জনসভা করেন সিপিএমের রাজ্যকমিটি সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। তিনিও রাজ্য সরকারের কনা সমালোচনা করেন।

গর্তে গাড়ি, যানজট
দীপঙ্কর ঘটকের তোলা ছবি।
বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ৩১ডি জাতীয় সড়কের ময়নাগুড়ি-শিলিগুড়ি রাস্তার ময়নাগুড়ি রোড এলাকায় পণ্যবাহী একটি গাড়ি বিকল হয়ে গেলে রাতভর তীব্র যানজটের সৃষ্টি হয়। শুক্রবার সকালে শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি যেতে ঘণ্টা পাঁচেক সময় লাগে। দুপুরের দিকে পাম্প চালিয়ে গর্তের জল তুলে ফেলে ক্রেনের সাহায্যে গাড়িটি সরানোর পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.