|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
বিপন্নতার মধ্যেও সৌন্দর্যের ছায়া |
মৃণাল ঘোষ |
পরিত্যক্ত বস্তু বা ধাতব যন্ত্রাংশ, আপাত ভাবে যা অ-নান্দনিক, সে সবের সমন্বয়ে ভাস্কর্য রচনার প্রবণতা আধুনিকতাবাদেরই একটি সমৃদ্ধ পরম্পরা। এই প্রকরণ নিয়ে অ্যাকাডেমিতে সম্প্রতি প্রদর্শনী করলেন টিঙ্কু বন্দ্যোপাধায়। তাঁর রচনাগুলিতে সমাজভাবনা ও প্রতিবাদী চেতনার একটি বিশেষ মাত্রা ছিল। |
|
কাঠ ও ব্রাসের সমন্বয়ে গড়েছেন ‘বসন্ত’। কাঠের সঙ্গে ধাতব যন্ত্রাংশ জুড়ে করেছেন ‘অপেক্ষা’, একটি ছাগলের রূপারোপ। টুকরো টুকরো কাঠ জুড়ে ও এনগ্রেভ করে তৈরি করেছেন ‘উড়ন্ত পাখি’। এ সব রচনায় বিপন্নতার ভিতর থেকে সৌন্দর্যকে বের করে এনেছেন।
|
|
প্রদর্শনী চলছে
সিমা: ‘সামার শো’। অজয়কুমার, রামানন্দ বন্দ্যোপাধ্যায়,
যোগেন চৌধুরী, গণেশ পাইন, জয়শ্রী বর্মণ প্রমুখ ২১ জুলাই পর্যন্ত।
অ্যাকাডেমি:‘বাংলার মাটি’ ৩ পর্যন্ত।
রবীন্দ্রনাথ দাস, ভোলা দে,
তাপস বেরা,
আবির চৌধুরী, ঝুম্পা নন্দী প্রমুখ ৩ জুলাই পর্যন্ত। |
|
|
|
|
|