চিন ও মার্কিন অর্থনীতি নিয়ে ভিন্ন মত কুমার মঙ্গলম বিড়লার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শুক্রবার শহরে।—নিজস্ব চিত্র |
চিন ও মার্কিন অর্থনীতি নিয়ে প্রচলিত ধারণার উল্টো কথা বললেন আদিত্য বিড়লা গোষ্ঠীর কর্ণধার কুমার মঙ্গলম বিড়লা। নড়বড়ে সময়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা পেতে চার হাজার কোটি ডলারের শিল্প গোষ্ঠীর চেয়ারম্যানকে শুক্রবার আমন্ত্রণ জানিয়েছিল ক্যালকাটা চেম্বার অফ কমার্স। প্রশ্নোত্তরের মাধ্যমে দেশ-বিদেশের আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে সেখানেই তাঁর স্পষ্ট কথা, বিশ্ব বাণিজ্যের মঞ্চে চিন আদৌ গুরুত্বপূর্ণ অংশীদার নয়। তারা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকানুন মানে না। সেখানে সব কিছু স্বচ্ছ্বও নয়। বরং ভারতের আইন লগ্নিকারীদের অনেক বেশি সুরক্ষা দেয়। তবে লগ্নির সহায়ক পরিবেশের জন্য আপাতত ভারতের চেয়ে তিনি কিছুটা এগিয়ে রাখছেন আমেরিকাকে। অনেকে উদ্বিগ্ন হলেও বিড়লার মতে, সেখানের আর্থিক বৃদ্ধির হার বাড়ছে। শেল-গ্যাসের ভাণ্ডার মেলার খবরও শিল্পের পক্ষে আশাব্যঞ্জক। পক্ষান্তরে ভারতের পরিকাঠামো এখনও দুর্বল। তাতে ৮% আর্থিক বৃদ্ধির হার অর্জন করা অসম্ভব। সঙ্গে রয়েছে যথাযথ নীতির অনিশ্চয়তা ও নিয়মের বেড়াজাল। যা আর্থিক উন্নয়নের পথে অন্তরায়। এ রাজ্যে নতুন লগ্নির প্রসঙ্গে তাঁর বক্তব্য, “সুযোগ এলে খুশির সঙ্গেই করব।”
|
কয়লা শিল্পে পৃথক নিয়ন্ত্রক গঠনে সায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিদ্যুৎ শিল্পের দীর্ঘ দিনের দাবি মেনে অবশেষ কয়লা ক্ষেত্রের জন্য স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা গঠনে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মূলত দেশে কয়লা খনির সঠিক ব্যবহার এবং বাজারে কয়লার দাম নির্ধারণের পদ্ধতি স্থির করতেই এই নিয়ন্ত্রক গঠন করা হবে বলে জানিয়েছে তারা। তবে এই সংস্থার হাতে সরাসরি কয়লার দাম ঠিক করার অধিকার থাকছে না। পাশাপাশি, খনি বণ্টনও করতে পারবে না নিয়ন্ত্রক সংস্থাটি। এ বিষয়ে শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম জানান, প্রাথমিক ভাবে প্রশাসনিক নির্দেশের মাধ্যমে এই সংস্থা গঠন করা হবে। দ্রুত এ জন্য বিল পাশ করা নিয়েও আশা প্রকাশ করেন তিনি। সংসদের আগামী অধিবেশনেই বিলটি পেশ করা হবে। এ দিকে, নিয়ন্ত্রক সংস্থা গঠনের বিষয়টিকে স্বাগত জানিয়েছে কয়লা শিল্প। এর ফলে এই শিল্পে আরও লগ্নি আসবে বলে তাদের আশা।
|
দু’বছরে সবচেয়ে নীচে সোনার দাম
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে ফের পড়ল সোনার দর। শুক্রবার কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়াল ২৫,৭৪০ টাকা। নামল গয়নার সোনাও। প্রতি ১০ গ্রামে তার দর হল ২৪,৪২০ টাকা। কমেছে রুপোও। বাজার সূত্রে দাবি, গত ২৩ মাসে (প্রায় দু’বছরে) এত নীচে নামেনি সোনা। বিশেষজ্ঞদের মতে, মার্কিন অর্থনীতি মুখ তুলছে। প্রায় রোজই দাম চড়ছে ডলারের (এ দিন অবশ্য পড়েছে)। তাই লগ্নিকারীরা বিনিয়োগের টাকা সোনা থেকে সরিয়ে নিচ্ছেন শেয়ার বাজার ও ডলারে। যে কারণে পড়ছে সোনা।
|
দুই শিল্পে গ্যাসের দামে ছাড়ের ইঙ্গিত
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিদ্যুৎ ও সার শিল্পের জন্য বর্ধিত প্রাকৃতিক গ্যাসের দামে ছাড়ের ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। বৃহস্পতিবারই ২০১৪-র ১ এপ্রিল থেকে এই গ্যাসের দাম প্রতি ১০ লক্ষ ব্রিটিশ থার্মাল ইউনিটে ৮.৪ ডলারে বেঁধে দিয়েছে কেন্দ্র। এতে বিদ্যুৎ মাসুল, ইউরিয়া সারের দাম বাড়বে বলে আশঙ্কা জানায় সংশ্লিষ্ট মন্ত্রক। তার পরই শুক্রবার এই ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী।
|
ফের দাম বাড়ল পেট্রোলের। শুক্রবার মাঝরাত থেকে কর বাদে লিটারপ্রতি পেট্রোলের দাম বাড়বে ১ টাকা ৮২ পয়সা করে। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে কেন্দ্র। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুষার সেন জানিয়েছেন, “আমরা কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছি। তা না হলে পঞ্চায়েত নির্বাচনের পর বড় মাপের আন্দোলনে নামব।” কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম দাঁড়াল ৭৬ টাকা ৬ পয়সা। |