জেলা পরিষদ দখল করছি: অনুব্রত
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ভোটের প্রচারে নলহাটিতে দু’টি জনসভায় গিয়ে কার্যত কংগ্রেস ও সিপিএমকে আক্রমণ করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার দু’টি সভা হয় কাঁটাগড়িয়া ও ভদ্রপুরে। অনুব্রতবাবু বলেন, “সিপিএম ও কংগ্রেস দুটোই মেকি। তাদের ভোট চাওয়ার কোনও অধিকার নেই। ইতিমধ্যে আমরা জেলা পরিষদের ৭টি আসনে জয়ী হয়েছি। ১২২টি পঞ্চায়েত সমিতি ও ৬২৮টি পঞ্চায়েত আসন পেয়েছি। জেলা পরিষদ দখল করছি। পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত দখল করে জেলার উন্নয়ন করব।” |
অস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
সিউড়ির হোসনাবাদ এলাকায় জাতীয় সড়কের ধার থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত শেখ জাভেদকে বৃহস্পতিবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। |
লেভেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বধূর। বৃহস্পতিবার নলহাটিতে ঘটনাটি ঘটে। মৃতার নাম পিঙ্কি গুহ (২৪)। নলহাটি পূর্ববাজার পাড়া এলাকায় তাঁর বাড়ি। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহগামী বর্ধমান-মালদহ প্যাসেঞ্জারের ধাক্কায় গুরুতর জখম হন ওই বধূ। তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে বর্ধমানে নিয়ে যাওয়ার পথে ময়ূরেশ্বর থানার মল্লারপুরের কাছে তাঁর মৃত্যু হয়। সপ্তাহ খানেক আগে ওই একই জায়গায় তাড়াহুড়ে করে সাইকেল নিয়ে রেলগেট পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। |