টুকরো খবর |
খুনের চক্রান্তে তৃণমূল, অভিযোগ নকশালদের
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
তৃণমূলের বিরুদ্ধে দলের নেতাদের খুনের চক্রান্ত করার অভিযোগ তুলেছে সিপিআই (এম-এল)। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ব্লক সিপিআই (এম-এল)-এর সাধারণ সম্পাদক সন্তোষ রানা এ নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, কেন্দা, হরিপুর ও বৈদ্যনাথপুর পঞ্চায়েতের সিপিআই (এম-এল) প্রার্থী শৈলেন ভট্টাচার্য, সাধন দাস ও সাহেবরাজ গোলামকে খুনের চক্রান্ত করছে তৃণমূল। প্রার্থীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোট করার জন্য নিরাপত্তার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। তবে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, পাণ্ডবেশ্বরে তৃণমূলকে আটকাতে সিপিএম, কংগ্রেস ও নকশাল জোট হয়েছে। তার পরেও পায়ের তলায় মাটি নেই বুঝে এসব অভিযোগ আনছে ওরা। পুলিশকে নিরপেক্ষ তদন্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।
|
জেলা পরিষদ প্রার্থীর প্রচারে বাধার নালিশ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তৃণমূলের জেলাপরিষদ প্রার্থীকে নিগ্রহ ও তাঁর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বারুলগ্রামের বাউড়ি পাড়ায়। তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী প্রিয়া সূত্রধর জামুড়িয়া থানায় লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার রাতে দলীয় সমর্থকদের সঙ্গে তিনি প্রচারে বেরিয়েছিলেন। জামুড়িয়ার বারুলগ্রামের বাউড়িপাড়ায় ঢুকতেই সিপিএম সমর্থকেরা তাঁকে বাধা দেন। এমন কি তাঁকে নিগ্রহও করা হয় বলে অভিযোগ। সিপিএমের জামুড়িয়া জোনাল সম্পাদক মনোজ দত্ত জানান, তাঁদের বিরুদ্ধে পরপর মিথ্যা অভিযোগ দায়ের করছে তৃণমূল। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে।
|
বজ্রাঘাতে মৃত্যু কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
বজ্রাঘাতে মৃত্যু হল এক প্রৌঢ়ের। শামসের মণ্ডল (৫৫) নামে ওই ব্যক্তির বাড়ি কালনার নান্দাই পঞ্চায়েতের খড়িনান গ্রামে। বৃহস্পতিবার বিকেলে এক জোড়া মোষ নিয়ে মাঠে চরানোর জন্য বেরোন তিনি। সন্ধ্যের কিছু আগে মেঘ ঘনিয়ে এলে বাড়ির দিকে যাওয়া শুরু করেন তিনি। বাড়ি পৌঁছনোর কিছু আগে বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর। মারা যায় তাঁর সঙ্গে থাকা একটি মোষও।
|
জয়ী কলকাতা
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
মিঠানী ইউসি আয়োজিত ফুটবলে এনইউসিএসিএকে হারিয়ে শুক্রবার জয়ী হল ওয়াইএমসিএ, কলকাতা। |
|