কেন্দ্রের হবু স্বরাষ্ট্রসচিব আজ মমতার মুখোমুখি |
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসার অন স্পেশ্যাল ডিউটি তথা হবু স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী আজ, শুক্রবার ফের কলকাতায় আসছেন। এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাকরণে তাঁর দেখা হওয়ার কথা। সাত দিন আগেই রাজ্যে এসেছিলেন অনিল। তবে সে-বার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। প্রথমে রাজ্যপাল, পরে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করে তিনি ফিরে গিয়েছিলেন দিল্লিতে। আজ সকালে বিমানবন্দর থেকে নেমে তিনি যাবেন বিএসএফের অফিসে। সেখানে এডিজি (বিএসএফ) বংশীধর শর্মার সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানেই ডেকে নেওয়া হয়েছে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি-কে। রাজ্যের পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী পাওয়ার বিষয়টি নিয়ে আজই মামলা উঠছে সুপ্রিম কোর্টে। এই অবস্থায় কেন্দ্রের হবু স্বরাষ্ট্রসচিবের কলকাতা সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
|
বেসু-র উপাচার্য খুঁজতে কমিটি |
শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বেসু)-র উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করল রাজ্য সরকার। ওই কমিটিতে আছেন কানপুর আইআইটি-র চেয়ারম্যান এম আনন্দকৃষ্ণন, অ্যাটমিক এনার্জি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এবং সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সের অধাপক ও অর্থনীতিবিদ সুগত মারজিৎ। সার্চ কমিটির চেয়ারম্যান হিসেবে আনন্দকৃষ্ণনের নাম সুপারিশ করেছেন বেসু-র আচার্য তথা রাজ্যপাল এম কে নারায়ণন। বেসু অবশ্য শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার সুগত মারজিতের নাম সুপারিশ করেছে। ৩১ অগস্ট বেসু-র উপাচার্য অজয় রায়ের মেয়াদ শেষ হচ্ছে।
|
তরুণ অধ্যাপকদের গবেষণার কাজে উৎসাহ দেওয়ার জন্য বিশেষ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করছে উচ্চশিক্ষা সংসদ। বৃহস্পতিবার বেঙ্গল চেম্বারে এক আলোচনাসভায় জানান সংসদের চেয়ারম্যান সুগত মারজিৎ। পরে বলেন, “অধ্যাপকদের গবেষণায় আগ্রহ ফেরাতেই এই পরিকল্পনা।” আলোচনাসভায় সুগতবাবু জানান, বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য আগ্রহ কমছে। এই প্রবণতা লক্ষ করা যাচ্ছে গোটা দেশেই।
|
বিজ্ঞপ্তি ফাঁস নিয়ে তদন্ত |
সচিব, সহ-সচিব, উপসচিব-সহ আধিকারিকদের জন্য নির্দেশ সংবলিত বিজ্ঞপ্তি কী ভাবে সংবাদমাধ্যমের কাছে পৌঁছল, তার তদন্ত করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ-সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায় সম্প্রতি একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি জারি করে জানান, সংসদের উপসচিব, সহ-সচিবদের শিক্ষা ও প্রশাসনিক কাজকর্ম সংক্রান্ত ফাইল সচিবের কাছে না-পাঠিয়ে সরাসরি তাঁর কাছে পাঠাতে হবে। প্রাক্তন সংসদ-কর্তারা মনে করেন, ওই বিজ্ঞপ্তি অপমানজনক। মুক্তিনাথবাবু অবশ্য বৃহস্পতিবার বলেন, “আইন অনুযায়ী সভাপতিই সংসদের মুখপাত্র। কিন্তু তা না-মেনে বাইরের লোকের কাছে কেউ কেউ মুখ খুলেছেন। কিছু অপ্রীতিকর পরিস্থিতিও তৈরি হয়েছে। তাই এই বিজ্ঞপ্তি।”
|
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে যে-সব পরীক্ষার্থী পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন জানিয়েছিলেন, কাল, শনিবার তাঁদের ফল বেরোবে। ওই দিন বিকেল ৪টের পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে ফল দেখা যাবে বলে জানান সংসদ-সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায়। প্রায় ৭০ হাজার পরীক্ষার্থী পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন করেছেন। ২৩ থেকে ২৫ জুনের মধ্যে পুনর্মূল্যায়ন ও স্ক্রুটিনির ফল বেরোনোর কথা ছিল। মুক্তিবাবু বৃহস্পতিবার বলেন, “এত বেশি পড়ুয়া আবেদন জানিয়েছেন যে, ঘোষিত দিনের মধ্যে ফল প্রকাশ করা যায়নি।” পুনর্মূল্যায়ন বা স্ক্রুটিনিতে যাঁদের নম্বর বদলাবে, তাঁরা ৩ জুলাই থেকে নিজেদের স্কুলে পুরনো মার্কশিট ও শংসাপত্র ফেরত দিয়ে নতুন মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। যাঁরা স্কুল মারফত পুনর্মূল্যায়ন, স্ক্রুটিনির আবেদন করেছেন, তাঁদের ফল পরে বেরোবে বলে জানিয়েছে সংসদ।
|
একাদশ শ্রেণির যে-সব বই এখনও বেরোয়নি, সেগুলি ১০ জুলাইয়ের মধ্যে পড়ুয়াদের হাতে পৌঁছবেই বলে ফের আশ্বাস দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায়। গত সোমবার একাদশের ক্লাস শুরু হয়েছে। কিন্তু বাংলা, ইংরেজি-সহ আটটি বিষয়ের বই ছাপা হয়নি। এ বার একাদশ-দ্বাদশে নতুন পাঠ্যক্রম চালু হয়েছে। কিন্তু বই নিয়ে সংশয় কাটেনি। বৃহস্পতিবার সংসদ-সভাপতি অবশ্য বলেন, “১০ জুলাইয়ের মধ্যে সব বই ছেপে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব সংসদের। বিভ্রান্তির কারণ নেই।” শিক্ষক-শিক্ষিকারা জানান, পুরনো পাঠ্যক্রমের যে-সব পাঠ্য নতুন পাঠ্যক্রমেও রয়েছে, আপাতত সেগুলিই পড়ানো হচ্ছে।
|
বিচারাধীন পাঁচ মাওবাদী বন্দির জামিনের আবেদন বৃহস্পতিবার ফের খারিজ করে দিয়েছে আলিপুর আদালত। ২০১০-এর জুনে গোয়েন্দাদের হাতে ধরা পড়েন মধুসূদন মণ্ডল, শচীন ঘোষাল, সিদ্ধার্থ মণ্ডল-সহ পাঁচ মাওবাদী নেতা। এ দিন অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে শুনানি শুরু হয়। পরবর্তী শুনানি ১ জুলাই।
|