টুকরো খবর
ইচ্ছেমতো ভোট চেয়েছিল রাজ্য: রাণাঘাটে দীপা
পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রানাঘাটের পান্থপাড়ায় পঞ্চায়েত ভোটের ব্যাপারে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি। তিনি বলেন, “সরকার নিজের সুবিধামত ভোট করে পঞ্চায়েতের দখল নিতে চেয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন তা মানেনি। তাতেই সংঘাত বেধেছে। রাজ্যের উচিত ভোট-প্রশ্নে কমিশনের সঙ্গে আপস করা।” তাঁর অভিযোগ, বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়ে বাধা দিয়েছে তৃণমূল। অনেক জায়গায় চমকে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র তুলতে বাধ্য করেছে শাসকদল। রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন প্রসঙ্গে কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, “রাজ্যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। আর প্রতিবাদ করলেই মুখ্যমন্ত্রী মাওবাদী তকমা দিচ্ছেন। সাংবাদিকদের অসম্মান করা হচ্ছে। এ যেন বাম জমানার ছায়া।” কংগ্রেসের সাহায্য নিয়ে ২০০৯ এর লোকসভা ভোটে লোকসভায় তৃণমূল আসন এক থেকে বেড়ে ১৯ হয়। কংগ্রেস ছাড়া তৃণমূল শক্তিহীন। ২০১৪ সালের নির্বাচনে তৃণমূল আবার এক সাংসদের দলে পরিনত হবে বলে মন্তব্য করেন কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি।

ব্যারেজে ধৃত দুই দুষ্কৃতী
ফরাক্কা ব্যারেজের নিরাপত্তা বেষ্টনীর ভিতরে ধাওয়া করে দু’টি নাইন এমএম পিস্তল ও ৪টি গুলি সহ দুই যুবককে বুধবার রাতে গ্রেফতার করল সিআইএসএফ-এর জওয়ানরা। পাঁচ জন পালিয়েছে। আটক করা হয়েছে একটি গাড়ি ও ৫টি শাবল। ধৃত প্রশান্ত মণ্ডল ও শ্যামল মণ্ডল মালদহের বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা। সিআইএসএফ ধৃতদের ফরাক্কা থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পলাতকদের হদিশ পাওয়ার চেষ্টা করছে। ব্যারেজ চত্বর দিনরাত নিরাপত্তায় মোড়া থাকে। তা সত্ত্বেও কীভাবে ওই দুষ্কৃতীরা ঢুকল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিআইএসএফ-এর কম্যান্ডান্ট আরকে বৈশ্য বলেন, “বুধবার গভীর রাতে জনা কয়েক জওয়ান ব্যারেজের লকগেট এলাকায় টহল দিচ্ছিলেন। তখন একটি গাড়ি আচমকা ব্যারেজ এলাকায় ঢুকে পড়ে। তাড়া করে গাড়িটি ধরে ফেলেন জওয়ানরা। গাড়িতে সাত জন থাকলেও পাঁচ জন পালিয়ে যায়। বাকি দু’জনকে অস্ত্র সহ পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কী উদ্দেশ্যে দুষ্কৃতীরা গাড়ি নিয়ে ঢুকেছিল তা স্পষ্ট নয়।”

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক প্রৌঢ়ের। নাম সরোজ বিশ্বাস (৬৫)। বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জ বাজার এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ওই বৃদ্ধকে বারবার ডাকা সত্ত্বেও কোনও সাড়া মিলছিল না। প্রতিবেশী ও পরিবারের লোকেরা তাঁর ঘরের দরজা ভাঙে। উদ্ধার করা হয় দেহটি। পুলিশ জানায় পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন সরোজবাবু।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.