টুকরো খবর
এফ ওয়ান থেকে সরছেন ওয়েবার
গতির সর্বোচ্চ সরণি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন ফর্মুলা ওয়ানের অস্ট্রেলীয় তারকা মার্ক ওয়েবার। এ দিন সিলভারস্টোন রেসের প্রস্তুতির মধ্যেই অপ্রত্যাশিত ঘোষণাটি করেন ওয়েবার। জানিয়ে দেন এটাই ফর্মুলা ওয়ানে তাঁর শেষ বছর। পরের বছর থেকে তিনি পোর্শে কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। নামবেন এফআইএ-র ওয়ার্ল্ড এনডিওরেন্স রেসিং এবং লে মানস রেসিং-এর মতো স্পোর্টস কার রেসিং ইভেন্টে। নিজের ওয়েবসাইটে এই কথা জানিয়েছেন ওয়েবার। ছত্রিশ বছরের অস্ট্রেলীয় চালক ফর্মুলা ওয়ানে রেড বুল দলে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেলের সঙ্গী। ২০০২-এ মিনার্ডি দলের হয়ে ফর্মুলা ওয়ানে প্রথম নামেন। তার পর থেকে জিতেছেন ন’টি গ্রাঁ প্রি। গত তিন বছর রেড বুলকে চ্যাম্পিয়ন করার পিছনেও ভেটেলের সঙ্গে তাঁরও একটা বড় ভূমিকা ছিল। কিন্তু গত বছরের শেষের দিকেই শোনা যাচ্ছিল দলের মধ্যে ভেটেলের প্রাধান্য বাড়া নিয়ে ওয়েবার বেশ অখুশি। চলতি মরসুমে দুই চালকের মধ্যে দূরত্ব আরও বেড়েছে। মালয়েশীয় গ্রাঁ প্রি-তে দলীয় নির্দেশ অমান্য করে ভেটেল রেসের প্রায় শেষ মুহূর্তে ওয়েবারকে ওভারটেক করে নিজে জিতে যান। যা নিয়ে দুই চালকের মধ্যে মুখ দেখাদেখি প্রায় বন্ধ হতে বসেছিল। দলের তরফে ভেটেলকে ভর্ৎসনা করা হলেও বিষয়টা দু’জনের মধ্যে তিক্ততা তৈরি করে দেয়। ওয়েবারের ফর্মুলা ওয়ান ছাড়ার সিদ্ধান্তের পিছনে ওই ঘটনা অনুঘটকের কাজ করে থাকতে পারে বলে কেউ কেউ মনে করছেন। একই সঙ্গে পরের বছর রেড বুল-এ ভেটেলের নতুন সঙ্গী কে হতে পারে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বর্ষার মাঠে মুখ থুবড়ে পড়েছে নার্সারি লিগ
ফুটবলার তৈরির আঁতুড়ঘরেই অন্ধকার! আইএফএ-র নার্সারি লিগ শুরু হয়েছিল প্রতিভাবান ফুটবলার তুলে আনার জন্য। কিন্তু খুদে ফুটবলারদের যে-মাঠে খেলতে নামানো হচ্ছে তা খেলারই অযোগ্য। গোড়ালি ডুবে যাওয়া কাদা ও জল সেখানে। বড় চোট হতে পারে। বৃহস্পতিবারই যেমন এ রকম মাঠে খেলতে বাধ্য করা হল মোহনবাগানকে। মাইকেল নগরের মাঠের হাল দেখে প্রতিবাদ জানিয়েছিল মোহনবাগান। প্রতিবাদপত্র দিতে চেয়েছিল। কিন্তু রেফারি তাও খেলা বাতিল করেননি। নিতে চাননি অভিযোগপত্রও। উল্টে বলা হয় আই এফ এ-তে চিঠি জমা দিতে। আই এফ এ-তে এসে মোহনবাগান জুনিয়র দলের কোচ অমিয় ঘোষ দেখেন, সেখানে কেউই নেই। “ আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়কে ফোন করেছিলাম। উনি রেফারিদের সঙ্গে কথা বলতে বলেন। কিন্তু রেফারির কাছে প্রতিবাদ করে কোনও লাভ হয়নি।” বললেন অমিয়বাবু। শেষ পর্যন্ত ম্যাচ খেলতে বাধ্য হয় বাগান। কার্তিক মণ্ডলের গোলে ১-০ জেতেও। এ দিকে মোহনবাগান গতবারের সহযোগী স্পনসর একটি চিট-ফান্ড কোম্পানির বিরুদ্ধে মামলা রুজু করেছেন। তাঁদের দাবি, ওই চিট ফান্ড মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করে মোহনবাগানের বকেয়া টাকা যেন মিটিয়ে দেওয়া হয়। ইয়ুথ ডেভলপমেন্টের জন্য সল্টলেকের আইবি পার্কে একটি জমিও ভাড়ার ভিত্তিতে নিল মোহনবাগান। জুনিয়র দলের জন্য।

ইস্টবেঙ্গেলের চিঠি
ইউনাইটেড স্পোর্টসের গত বারের মিডিও তুলুঙ্গাকে নেওয়ার আগে নবাব ভট্টাচার্যকে চিঠি দিল ইস্টবেঙ্গল। ক্লাব-জোটের সিদ্ধান্তের কথা মাথায় রেখেই ইউনাইটডে স্পোর্টসের কর্তাদের কাছে সম্মতি চেয়েছে তারা। ইস্টবেঙ্গলের অন্যতম কর্তা দেবব্রত সরকার বললেন, “তুলুঙ্গা ইস্টবেঙ্গেলে খেলার জন্য আবেদন করেছে। ওকে নিলে ইউনাইটেডের আপত্তি আছে কি না, সেটা জানতেই চিঠি দিয়েছি।” ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য অবশ্য জানিয়ে দিয়েছেন, “তুলুঙ্গা ফ্রি ফুটবলার। ওকে নেওয়ার জন্য আলাদা করে সম্মতি নেওয়ার দরকার নেই।” প্রাক্তন ফুটবলার দীপঙ্কর রায়ও ইস্টবেঙ্গলে খেলে অবসর নিতে চান। সে জন্য চিঠি দিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের কাছে অনুরোধ জানিয়েছেন।

জেলার সেরারা
২০১২-১৩ সালে অনূর্ধ্ব-১৪ সেরা জেলা ক্রিকেটার হল হাওড়া জেলা ক্রীড়া সংস্থার সুমিত সিংহ। অনূর্ধ্ব-১৬-তে সেরা হল হুগলির চন্দন কুমার সিংহ। আর অনূর্ধ্ব-১৯ সেরা জেলা ক্রিকেটার হলেন আকাশদীপ ঘোষ। সেরা সাব ডিভিশন সাব জুনিয়ার ক্রিকেটার নদীয়ার দ্বৈপায়ন দত্ত।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.