জাতীয় সড়ক থেকে চোরাই কাঠ ভর্তি ছোট গাড়ি আটক করে বন দফতর। মরাঘাটে। বন কর্মীরা গয়েরকাটা থেকে বীরপাড়া যাবার ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে শাল কাঠ বোঝাই গাড়ি আটক করে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বন কর্মীরা গাড়ির পিছু নেয়। পালাতে গিয়ে কাঠভর্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তেলিপাড়ার কাছে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। বন কর্মীরা গিয়ে ধরার আগেই গাড়ির চালক পালিয়ে যায়। মরাঘাটের রেঞ্জ অফিসার গৌরচন্দ্র দে বলেন, “জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে গিয়ে লাগোয়া এক বাগানে চেরাই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যে গাড়িটিতে কাঠ পাচার করা হচ্ছিল সেটিও চোরাই গাড়ি কি না তা ভাল ভাবে খতিয়ে দেখতে পুলিশকে জানানো হয়েছে।” |
ঘুমন্ত অবস্থায় চোখে সাপের ছোবলে মারা গেলেন এক বধূ। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে ফালাকাটার সাতপুকুরিয়া গ্রামে। ওই মহিলাকে ফালাকাটা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। মৃত ওই গৃহবধূর নাম মালতী দাস (৩০)। মালতী দেবীর দেহটি আলিপুরদুয়ারে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। |