টুকরো খবর
যুবককে আত্মহত্যায় ‘প্ররোচনা’
জামাইকে মারধর করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার বিকেলে গোঘাটের ডোমনচক গ্রামে শ্বশুরবাড়ি থেকে লাল্টু বাগ (৩০) নামে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে তিনি মারা যান বলে পুলিশ জানায়। বাড়ি গোঘাটেরই দিঘড়া গ্রামে। পুলিশের কাছে লাল্টুর শ্বশুর শান্তি রায়, শাশুড়ি মনসা রায় ও তিন শ্যালকের বিরুদ্ধে ওই অভিযোগ হয়েছে। অভিযুক্তেরা পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে একটি অনুষ্ঠানের কথা বলে শ্বশুরবাড়ির লোকেরা লাল্টু ও তাঁর স্ত্রী আদুরি বাগকে নিয়ে যান। লাল্টুর মা তাপসী বাগের অভিযোগ, ছেলে-বৌমার মধ্যে মাঝেমধ্যে মনোমালিন্য হত। তখন বৌমা বাপেরবাড়ির লোকজনকে ডাকত। তাঁরা এসে ছেলেকে মারধর করত। এ ক্ষেত্রেও তাই হয়েছে। তাপসীদেবী বলেন, “আমি নিশ্চিত ছেলেকে পিটিয়ে আধমরা করে বিষ খেতে বাধ্য করেছে ওরা।”

সিঙ্গুর কলেজে অনুমতি
সিঙ্গুর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে আজ, শুক্রবার থেকে সমস্ত প্রশাসনিক কাজকর্ম শুরু করা যাবে বলে জানাল বর্ধমান বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের পরিদর্শক দেবকুমার পাঁজা জানিয়েছেন, সিঙ্গুরের কলেজটি সরকারি অনুমোদনপ্রাপ্ত বলে সেখানে ইতিমধ্যেই ৩৯ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর পদ মঞ্জুর হয়েছে। আপাতত সিঙ্গুরের মহামায়া বয়েজ স্কুলের আটটি ঘর নিয়ে কলেজটি চালানো হবে। অনুমোদন মেলায় এখানে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন অধ্যক্ষও। ওই কলেজে আপাতত ইংরেজি, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন বিষয়ে অনার্স পড়ানো হবে। অন্য দিকে, সরকারি অনুমোদন প্রাপ্ত বর্ধমানের রায়নার গোতানের আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়, ভাতারের দাশরথী হাজরা মহাবিদ্যালয় ও কালনার তেহাটা সদানন্দ মহাবিদ্যালয়ে আপাতত পার্টটাইম শিক্ষকেরা শুধু কলা বিভাগের পাস কোর্স পড়াবেন।

বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, নালিশ সিঙ্গুরে
প্রার্থিপদ প্রত্যাহার না করায় সিঙ্গুর-১ পঞ্চায়েতের এক বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। প্রণব দাস নামে ওই বিজেপি প্রার্থীর বাড়ি অপূর্বপুরের মালপাড়ায়। তাঁর অভিযোগ, প্রার্থিপদ প্রত্যাহার না করায় জনা পনেরো তৃণমূল কর্মী-সমর্থক তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়ির সদর দরজা ভেঙে দেয়। বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। চলে হুমকি-কটূক্তি। এ নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানো হয়েছে বিজেপি-র তরফে। অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের পাল্টা দাবি, আদপেই ভাঙচুর করা হয়নি। উল্টে প্রণববাবুই তৃণমূলের লোকজনের কটূক্তি করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ছুরি মেরে চম্পট
চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় এক যুবককে ছুরি মেরে চম্পট দিল দুষ্কৃতী। বৃহস্পতিবার, হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার নন্দলাল মুখার্জি লেনে। পুলিশ জানায়, এ দিন ঘরে তালা দিয়ে তিন তলার ছাদে পায়চারি করছিলেন বাড়ির বড় ছেলে শুভ্রনীল ভট্টাচার্য্য। অভিযোগ, চোর তালা ভেঙে ঢুকে আলমারি থেকে কয়েক ভরি সোনার গয়না চুরি করে। পালাবার সময়ে তাঁকে ছুরি মেরে পালায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.