|
|
|
|
হুল্লোড় |
নথ-বাহার |
এই বর্ষার মরসুমে নাকসাজানো এই ছোট্ট অলঙ্কারই আপনার
সাজকে করে
তুলতে পারে অনবদ্য। লিখছেন সুচন্দ্রা ঘটক |
চলচ্চিত্র উৎসব থেকে সিনেমার পরদা, সর্বত্রই ফ্যাশনে ইন নাকের অলঙ্কার। রকমারি নাকছাবি, নথের রমরমা এখন বলিউড-সুন্দরীদের মধ্যে। বিদ্যা বালন, সোনম কপূরের নাকে পোলকির গয়না, তো সোনাক্ষী সিংহের ছবিতে ছোট্ট নাকছাবিআর তাতেই তৈরি আবেদনময় নতুন স্টেটমেন্ট। নাকের ফ্যাশনেই তবে কি এ বার মাতবে ভর বর্ষার পার্টি মরসুম?
গয়নার ডিজাইনার ইনা অহলুওয়ালিয়া জানান, ইতিমধ্যেই বেড়ে গিয়েছে নোলক, নখনি, নথের চাহিদা। সোনা-মুক্তোর কম্বিনেশন থেকে সাহসী অক্সিডাইজড নাকের সাজে বৈচিত্র আনতে ব্যবহার হচ্ছে সবই। বলেন, “সাজে ড্রামা আনতে একটু দেখেশুনে পরে নেওয়া যায় একটা মানানসই নোজ রিং।” |
বিদ্যা বালন |
সোনাক্ষী সিংহ |
সোনম কপূর |
|
মেক-আপ বিশেষজ্ঞ অনিরুদ্ধ চাকলাদার আবার হিরোইনদের অবদান মানতে নারাজ। বলেন, “সব সময়েই নাকের গয়না সাজে অন্য মাত্রা এনে থাকে। তবে স্টেটমেন্ট তৈরি করার মতো আত্মবিশ্বাস থাকলে তবেই নাকছাবি পরা ভাল। না হলে সহজেই নষ্ট হতে পারে সাজটা।” তাঁর মতে, দিদিমার মুক্তো বসানো নথটা শাড়ির সঙ্গে পরে বন্ধুর বিয়েতে গেলে, সাজ মোটেও সেকেলে হবে না। বরং তাতেই হয়ে ওঠা যায় আরও ট্রেন্ডি। তবে নিজের নাকের শেপটা হাইলাইট করার উপযোগী কি না, বুঝতে হবে। |
|
|
|
|
|