সিপিএমের এক জেলা পরিষদের প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় পাত্রসায়রের পটশপুরের ঘটনা। সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অমিয় পাত্রের অভিযোগ, “জেলা পরিষদের ৪৪ নম্বর (পাত্রসায়র উত্তর) কেন্দ্রে দলের প্রার্থী সাধন বাগদিকে তৃণমূলের দুষ্কৃতীরা বেধড়ক পিটিয়েছেন।” খবর পেয়ে পুলিশ গিয়ে সাধনবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তৃণমূলের পাত্রসায়র ব্লক সভাপতি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। অন্য দিকে, প্রচার সেরে বাড়ি ফেরার পথে সিপিএমের পঞ্চায়েতের প্রার্থী এক মহিলার উপর লাঠি, বাঁশ নিয়ে হামলার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। রবিবার রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর ব্লকের এই ঘটনায় ছয় কংগ্রেস সমর্থকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। লাঠির আঘাতে ফতেমা বিবি নামে মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের ওই প্রার্থীর মাথা ফেটে যায়। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিপিএমের আনা অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।
|
উত্তরাখণ্ডের জল কলকাতা ভাসাতে পারে কি না, তা নিয়ে নদী বিশেষজ্ঞরা এখনও কোনও মতামত দেননি। তবুও সতর্ক হল রাজ্য সরকার। বিপর্যয় মোকাবিলার জন্য টাস্ক ফোর্স তৈরি করল সেচ দফতর। সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সোমবার মহাকরণে বলেন, “আমরা তৈরি। উত্তরাখণ্ডের ভয়াবহ পরিস্থিতির পরে অনেকেই উদ্বেগে ছিলেন। যদি এখানে মেঘ-ভাঙা জল নেমে আসে, তা হলে কী অবস্থা হবে?” তাঁর বক্তব্য: “আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। আগে থেকেই টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। আমাদের চিন্তা, ফরাক্কায় জল বাড়লে কী হবে। কারণ, ফরাক্কা বাঁধে এই সময়ে জলের উচ্চতা থাকে ১২ মিটার। তা এ বার বেড়ে হয়েছে ১৬ মিটার। সেখানে ২২ মিটার উচ্চতা পর্যন্ত জল ধরে রাখা এবং ছাড়ার ব্যবস্থা কী ভাবে করা যাবে, তা নিয়ে আলোচনা করছে টাস্ক ফোর্স।”
|
একাদশ-দ্বাদশ শ্রেণির যে-সব বই এখনও ছাপা হয়নি, সেগুলি ১০ জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে বলে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায়। ছাপার বরাত নিয়ে গোলমালে বাংলা, ইংরেজি-সহ বেশ কিছু বিষয়ের বই ছাপা হয়নি। অথচ সংসদের নির্দেশে সোমবারের মধ্যে সব স্কুলেই ক্লাস শুরু হয়ে গিয়েছে। |