ভোটার ৬৮, প্রার্থী ৩ জন
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
জলপাইগুড়ির পঞ্চায়েত ভোটের জন্য তৈরি নানা ভোটকেন্দ্রের বিবরণনথিতে ভুটিয়া বস্তি সংসদে ভোটার ৬৮ জন। কুমারগ্রামে প্রত্যন্ত ও দুর্গম, চার দিকে জঙ্গল ঘেরা বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভিতর এই গ্রাম। ফাঁসখোয়া ও জয়ন্তী এই দু’টি পাহাড়ি নদী গ্রামটিকে ঘিরে রেখেছে। বর্ষায় দু’টি নদী ফুলেফেঁপে গ্রামকে বিচ্ছিন্ন করে দেয়। মূলত এই দুর্গমতার কারণে গ্রামটিকে আলাদা সংসদ তথা নির্বাচনী ক্ষেত্রের মর্যাদা দেওয়া হয়। জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, “এ কেন্দ্রে সব চেয়ে কম ভোটার রয়েছে। গ্রামটি দুর্গম তাই এসএসবির সাহায্য চাওয়া হয়েছে।” উপরেই পড়ুয়াদের নির্ভর করতে হয়। কুমারগ্রাম বিডিও শিলাদিত্য চক্রবর্তী বলেন, “ওই কেন্দ্রে পঞ্চায়েত প্রার্থী ৩ জন। সিপিএম প্রার্থী নন্দকুমারি রাই। গোর্খা জন মুক্তিমোর্চা সমর্থিত ঝাড়খন্ড মুক্তি মোর্চার অনিতা নেওয়ার ও বিন্দা ছেত্রী তৃণমূলের প্রার্থী হন।” অনিতা ও বিন্দাদেবী স্থানীয় হলেও নন্দকুমারি হাতিপোতা ১২ নম্বর বনবস্তির বাসিন্দা। ছোট্ট গ্রামে ভোটের সভা, মিছিল শুরু হয়েছে। প্রবীণ রাম বাহাদুর মোঙ্গর বললেন, “ভোটে প্রচার হয়। দুর্দশা ঘোচে না। অন্যত্র পুনর্বাসন দেওয়ার দাবি জানালেও কেউই উদ্যোগী নয়।”
|
খারাপ রাস্তায় ক্ষুব্ধ ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
ভাঙাচোরা রাস্তায় প্রায় বিকল হয় ট্রাক। ফলে যানজট নিত্য
সমস্যা। ময়নাগুড়িতে জাতীয় সড়কে তোলা নিজস্ব চিত্র। |
ডুয়ার্স-শিলিগুড়ি সড়কে পণ্য পরিবহণ নিয়ে দুর্ভোগ অব্যাহত। সেবক সেতু কয়েক বছর ধরেই দুর্বল অবস্থায়। সেতুর উপর দিয়ে ১৬ টনের বেশি ওজনের যান চলাচল বন্ধ। ঘুরপথে ওদলাবাড়ি গজলডোবা হয়ে শিলিগুড়ি যে রাস্তা রয়েছে তা বর্তমানে সংস্কারের অভাবে বেহাল। ৪০ কিমির বেশি ঘুরে ময়নাগুড়ি জলপাইগুড়ি দিয়েই একমাত্র ভারী পণ্য আদানপ্রদানের কাজ চলছে। এই ঘুরপথে যাতাযাত করায়, পরিবহণ খরচ অনেকটাই বেড়ে যাওয়ায় বেজায় সমস্যায় পড়ে গিয়েছেন ব্যবসায়ীরা। পথ সংস্কার চেয়ে সেচ মন্ত্রীর কাছেও নানা মহল থেকে আবেদন জানানো হয়েছে। তিস্তা সেচ প্রকল্পের প্রধান বাস্তুকার গৌতম দত্ত বলেন, “এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে।”
|
বাইক চুরিতে ধৃত দুই ছাত্র
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাইক চুরি করে পালানোর সময় দুই স্কুল ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে কালিম্পঙের অদূরে তিস্তা এলাকায়। পুলিশ জানায়, ধৃত দুজন আসিফ গুরুঙ্গ এবং ইসমাইল রাইকে রবিবার কালিম্পং আদালতে তোলা হলে তাদের ৪ দিনের পুলিশি হেফাজতে রাখার অনুমতি দেয় আদালত। দু’জনেই কালিম্পঙের একটি স্কুলের ছাত্র। আসিফের বাড়ি লাভা। ইসমাইল কুমাইয়ের বাসিন্দা। শনিবার রাত ১১টা নাগাদ কালিম্পঙের চিববস্তির বাসিন্দা অরুণ প্রধানের মোটর বাইকটি বাড়ির সামনে থেকে চুরি হয়। রাতে থানায় অভিযোগ জানালে, কালিম্পং থানা থেকে সমস্ত থানায় সতর্ক করে দেওয়া হয়। রাত দেড়টা নাগাদ তিস্তা সেতুর কাছে বাইক সমেত পুলিশের হাতে ধরা পড়ে ওই দুই ছাত্র তারা। কী কারণে তারা চুরি করেছিল, কোন চক্রে জড়িত কি না পুলিশ দেখছে।
|
ফব প্রার্থীর স্বামীকে অপহরণ, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • সিতাই |
মনোনয়ন প্রত্যাহারে রাজি না-হওয়ায় ফরওয়ার্ড ব্লকের এক প্রার্থীর স্বামীকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বাইক বাহিনীর নামে। শুক্রবার রাতে সিতাইয়ের আদাবাড়িঘাটের ঘটনা। এ ব্যাপারে প্রার্থীর পরিবারের তরফে শনিবার পুলিশে লিখিত অভিযোগ করা হয়। তৃণমূলের তরফে দাবি করা হয় মিথ্যা মামলা সাজাতে ওই ব্যক্তি আত্মগোপন করে আছেন। পুলিশ জানায়, যাকে অপহরণের অভিযোগ সেই ব্যক্তির নাম আফজল মিঁয়া। স্ত্রী হাসিনা বিবি সিতাই-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী।
|
দুর্ঘটনায় মৃত্যু শিক্ষকের
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
নিয়ন্ত্রণ হারিয়ে বাইক গাছে ধাক্কা মারায় আরোহী এক স্কুল শিক্ষকের মৃত্যু হল। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির দেবনগর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম অজিতচন্দ্র রায় (৩১)। এ দিন দুপুরে জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখে বাইকে করে ফিরছিলেন ফিরছিলেন। দেবনগর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি গাছের সঙ্গে ধাক্কা মারে। তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অজিতবাবুর বাড়ি তেলিপাড়া এলাকায়।
|
পরীক্ষায় কৃতী বালুরঘাটের অভিজিৎ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস (আইইএস) পরীক্ষায় সফল হয়ে রাজ্যের সম্ভাব্য প্রথম হওয়ার কৃতিত্ব অর্জন করলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ছাত্র অভিজিৎ দাস। গত বছর ১৫ থেকে ১৭ জুন দেশের ইউপিএসসির সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসেন তিনি। গত বৃহস্পতিবার বিকালে ওয়েবসাইটে ফল প্রকাশের পর দেখা যায় দেশের ১০৪ জন নির্বাচিতের মধ্যে বালুরঘাটের অভিজিতের স্থান রয়েছে ৩৪ নম্বরে। বালুরঘাটের বেলতলা পার্কের দাস পরিবারে ছিল খুশির হাওয়া। |