বাড়তি উৎপাদন শুল্ক এড়াতে উদ্যোগী গাড়ি শিল্প
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গাড়ি কেনা ও রক্ষণাবেক্ষণের খরচ ঊর্ধ্বমুখী। এ বারের বাজেটে উৎপাদন শুল্ক বৃদ্ধি পাওয়ায় বড় গাড়ি কেনার খরচ আরও বেড়েছে। ক্রেতা টানতে চড়া উৎপাদন শুল্ক এড়িয়ে তাই চার মিটারের চেয়ে ছোট গাড়ি তৈরির উপরেই জোর দিচ্ছে গাড়ি সংস্থাগুলি। কোয়ান্টোর পরে তাদের নতুন গাড়ি ‘ভেরিটো-ভাইব’ তৈরির ক্ষেত্রেও সেই একই পন্থা নিল মহীন্দ্রা। গাড়ির দৈর্ঘ্য চার মিটারের বেশি হলে বাড়তি উৎপাদন শুল্ক দিতে হয় ক্রেতাকে। সাধারণ ভাবে সেডান গাড়ির উপর সেই সূত্রে বাড়তি শুল্ক চাপে। এমনিতেই গাড়ি বাজারে মন্দার টান। এর উপর বাড়তি শুল্কের জন্য দাম বেশি বলে চাহিদা নিম্নমুখী। বাড়তি শুল্ক থেকে ক্রেতাকে রেহাই দিতে মারুতি-সুজুকি তাদের সুইফট ডিজায়ার-এর দৈর্ঘ্য চার মিটারের কম করেছে। হোন্ডা-ও নতুন গাড়ি অ্যামেজ-এর দৈর্ঘ্য ওই সীমার মধ্যে রেখেছে। ‘ভেরিটো-ভাইব’-এর দৈর্ঘ্যও ওই সীমার মধ্যে রাখল মহীন্দ্রা। যদিও সংস্থার দাবি, নতুন ধরনের ‘কম্প্যাক্ট’ গাড়ি তৈরিই তাদের মূল লক্ষ্য ছিল। কলকাতায় ডিজেলচালিত গাড়িটির দাম (এক্স-শো-রুম) পড়বে ৫.৭৯ লক্ষ থেকে ৬.৬৮ লক্ষ টাকার মধ্যে। সংস্থার সিনিয়র জেনারেল ম্যানেজার (বিপণন) রবীন্দ্র এস সাহানে জানান, এখনই এই গাড়ির পেট্রোল মডেল তৈরির ভাবনা তাঁদের নেই। পেট্রোল-ডিজেলের দামের ফারাক কমলেও এখনও ডিজেল গাড়িই বাজি মহীন্দ্রার। তাঁদের আশা, অদূর ভবিষ্যতেও পেট্রোল-ডিজেলের দামের ফারাক কিছুটা থাকবেই।
|
পর্যটকদের এসি বাস বন্ধ
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
গৌড়, আদিনা, পান্ডুয়ার ঐতিহাসিক সৌধ ঘুরে দেখানোর জন্য রাজ্যের পযর্টন দফতর মালদহে বাতানুকূল বাস চালু করছিল। কয়েক দিন চলার পরই সেই যন্ত্র বিগড়ে যাওয়ায় বাস পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। দেশ-বিদেশের পযর্টকের থেকে মালদহ ট্যুরিস্ট লজের কর্তৃপক্ষ বুকিং বন্ধ করায় অসন্তোষ দেখা দেয়। ক্ষুব্ধ ব্যবসায়ীরা। পযর্টনমন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “যে বাসটি চালু করা হয়েছিল তার বাতানুকুল যন্ত্র খারাপ হওয়ায় গৌড় ,আদিনায় বাস পরিষেবা বন্ধ। কলকাতা থেকে নতুন বাস এনে ফের পযর্টকদের জন্য পরিষেবা চালু হবে।” বিধায়ক কৃষ্ণেন্দু চৌধুরী পযর্টনমন্ত্রী হওয়ার পর আড়াই মাস আগে গৌড়, আদিনা, পান্ডুয়ায় ঐতিহাসিক সৌধ পযর্টকদের দেখানোর জন্য পযর্টন দফতর থেকে একটি বিলাসবহুল বাস চালু করে। গত আড়াই মাসে প্রায় ৩০ দিন এই পরিষেবা চালু থাকার পর পরিষেবা বন্ধ। মাত্র ৪০০ টাকায় পর্যটকদের এ পরিষেবা দেওয়া হত। মালদহ ট্যুরিস্ট লজের ম্যানেজার উমেশ সিংহ বলেন, “বাসের যান্ত্রিক ত্রুটি মেরামতির ব্যবস্থা মালদহে না থাকায় সমস্যা হয়।” পরিষেবা চালু হওয়ার আড়াই মাসের মধ্যে বাস পরিষেবা বন্ধ হয়ে পড়ার পরে জেলার এক হোটেল মালিক বলেন, “পুরোনো বাস দিয়ে এই পরিষেবা চালু হলে যে সমস্যা হবে সেটা পর্যটন দফতরের ভাবা উচিত ছিল।”
|
সংস্থা আইন মেনে চলছে, দাবি অলকেমিস্টের
সংবাদসংস্থা • মুম্বই |
অলকেমিস্ট গোষ্ঠীর পক্ষ থেকে রবিবার দাবি জানানো হয়েছে, তারা আইন মেনেই চলছে। এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে, “অলকেমিস্ট একটি পেশাদারি গোষ্ঠী এবং ৩২ বছরের এই সংস্থা কোনও দিনই লগ্নিকারীদের টাকা ফেরত দিতে দেরি করেনি। প্রতিষ্ঠান, ব্যাঙ্ক বা ব্যক্তিগত লগ্নিকারী, সবাইকেই সময় মতো টাকা ফেরত দিয়েছে তারা। উল্লেখ্য, অলকেমিস্ট গোষ্ঠী সাংসদকে ডি সিংহের মালিকানাধীন। কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম-এ জনসাধারণের কাছ থেকে টাকা তোলার ক্ষেত্রে অলকেমিস্ট ইনফ্রা রিয়্যালটি-র উপর সেবি শুক্রবার যে- নিষেধাজ্ঞা জারি করেছে, তার পরিপ্রেক্ষিতেই এই দাবি। যে ১০০০ কোটি টাকারও বেশি ইতিমধ্যেই তোলা হয়েছে, তা তিন মাসের মধ্যে ফেরত দিতেও বলেছে সেবি। তবে সেবি তার নির্দেশেই জানিয়েছে, অলকেমিস্ট ইনফ্রা-র পক্ষ থেকে সেবি-র কাছে দাবি করা হয়েছে, তারা অলকেমিস্ট গোষ্ঠীর সঙ্গে যুক্ত নয়।
|
সহারা-র ৫২ কোটি টাকার হদিস সেবি-র
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সহারা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করে নগদে এবং লগ্নি বাবদ ৫২ কোটি টাকার খোঁজ পেয়েছে বাজার নিয়ন্ত্রক সেবি। পাশাপাশি, ৪৫০ একরেরও বেশি জমির হদিস পেয়েছে তারা। লগ্নিকারীদের ২৪ হাজার কোটি টাকা ফেরত দেওয়া সংক্রান্ত মামলায় সেবি সহারার বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং অ্যাকাউন্ট সিল করার নির্দেশ গত ফেব্রুয়ারিতেই দিয়েছে।
|
টাটা পাওয়ার বাজার বাড়াচ্ছে বিদেশে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আরও বেশি করে বিদেশের বাজারে পা রাখতে চায় টাটা পাওয়ার। আগামী পাঁচ-সাত বছরের মধ্যে পশ্চিম এশিয়া-সহ বিভিন্ন অঞ্চলে প্রায় পাঁচ হাজার মোগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে তাদের। পশ্চিম এশিয়া ছাড়াও মায়ানমার, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভুটান, জর্জিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশে বিদ্যুৎ ক্ষেত্রে লগ্নির সম্ভাবনা খতিয়ে দেখছে সংস্থাটি।
|
• শুদ্ধসত্ত ভাদুড়ি কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার
• আঞ্চলিক এগ্জিকিউটিভ ডিরেক্টর (পূর্বাঞ্চল) নিযুক্ত হয়েছেন।
• এস কে রায় ভারতীয় জীবন বিমা নিগম (এলআইসি)-এর চেয়ারম্যান হয়েছেন।
• বিক্রম দাশগুপ্ত দ্য ইন্ডাস অন্ত্রেপ্রেনর (টাই)-এর কলকাতা শাখার নয়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। |