ছাদ ভেঙে জখম কিশোরী
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ছাদের একাংশ ভেঙে পড়ায় জখম হল বছর তেরোর এক কিশোরী। মানসী বার্নোয়াল নামে ওই কিশোরীকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ জামুড়িয়ার ছাতিমডাঙা এলাকায় ঘটনাটি ঘটে। ওই কিশোরীর বাবা সুরেশ বার্নোয়াল জানান, ২০১১ সালে ওই এলাকায় ধস নেমেছিল। তাতে শ’খানেক বাড়িতে ফাটল ধরে, বেশ কয়েকটি বাড়ি ভেঙেও যায়। পরে ইসিএল কর্তৃপক্ষ তাঁদের অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে। ইসিএলের দেওয়া সেই ঘরেরই ছাদের একাংশ এ দিন ভেঙে পড়ে বলে জানান তিনি।
|
দুর্ঘটনায় যুবক মৃত
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম অনুপ ঠাকুর (৩৫)। রবিবার ৬০ নম্বর জাতীয় সড়কে রানিগঞ্জের মেজিয়া ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। তাঁর দুই সঙ্গীকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত সোয়া ৯টা নাগাদ একটি স্কুটিতে ওই তিন জন রানিগঞ্জে বাড়ি ফিরছিলেন। আচমকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।
|
উত্তরাখণ্ডের কেদারনাথ-সহ বিস্তীর্ণ এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ে মৃত এবং ক্ষতিগ্রস্তদের জন্য শান্তি প্রার্থনা করে একটি মিছিল হয়ে গেল জামুড়িয়ায়। রবিবার ওই মিছিল নিঘা কোলিয়ারি এলাকা পরিক্রমা করে।
|
দুর্গাপুর
ফুটবল প্রতিযোগিতা। অআকখ মাঠ। বিকেল ৪টে।
অন্ডাল
ফুটবল প্রতিযোগিতা। উখড়া ফুটবল মাঠ। বিকেল ৩টে। |