প্রস্তাবে নারাজ, খুন মহিলা
নিজস্ব সংবাদদাতা • দাঁইহাট |
বিবাহ-বহির্ভূত সম্পর্ক চালিয়ে যেতে না-চাওয়ায় এক মহিলাকে খুনের অভিযোগ উঠল ‘প্রেমিকে’র বিরুদ্ধে। পুলিশ জানায়, নিহতের নাম চঞ্চলা রাজোয়াড় (৪২)। বর্ধমানের দাঁইহাটের চৌধুরীপাড়ার বাসিন্দা। শনিবার সকালে দুই মহিলার সঙ্গে তিনি ভাগীরথীর ধারে মাঠের কাজে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রের খবর, দাঁইহাটের চরপাতাইহাটির কাছে নেপু মণ্ডল নামে এক জন পথ আটকে চঞ্চলাদেবীর হাত ধরে টানাটানি শুরু করে। তিনি যেতে রাজি না হলে সে তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। চঞ্চলাদেবীকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নেপুর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল চঞ্চলাদেবীর। তা জানাজানি হতেই তিনি নেপুকে এড়িয়ে চলছিলেন। পুলিশের অনুমান, সে কারণেই নেপু হামলা চালিয়েছে। নেপু গ্রেফতার না হওয়ায় এ দিন এলাকার লোকজন মৃতদেহ সৎকার না করে দাঁইহাট-মেটিয়ারি ফেরিঘাট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পুলিশ গেলেও রাত পর্যন্ত তাঁদের নিরস্ত করা যায়নি। পুলিশ জানায়, নেপুর খোঁজে তল্লাশি চলছে।
|
ঠিকাশ্রমিকদের দাবি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির ঠিকা শ্রমিককর্মীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শনিবার আইএনটিটিইউসি ও সিটু যৌথভাবে কোম্পানির আসানসোল ডিভিশন অফিসে বিক্ষোভ দেখাল। শ্রমিক সংগঠনের কয়েকশো সদস্য এই কর্মসূচিতে যোগ দেন। ডিভিশনের অফিসারদের ঠাণ্ডা পানীয় খাইয়ে, শঙ্খ বাজিয়ে অভিনব পন্থায় বিক্ষোভ দেখান তাঁরা। আইএনটিটিইউসির মহকুমা কমিটির সম্পাদক নির্মল চট্টোপাধ্যায় ও সিটুর মহকুমা কমিটির সম্পাদক অনির্বাণ মুখোপাধ্যায় যৌথ বিবৃতিতে জানান, কয়েকশো শ্রমিক ন্যূনতম মজুরি পাচ্ছেন না। ইএসআই, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুযোগ দেওয়ার দাবিতে এই আন্দোলন। বিদ্যুৎ বণ্টন কোম্পানির আসানসোলের ডিভিশনাল ইঞ্জিনিয়র মীতেশ দাশগুপ্ত জানান, মঙ্গলবার একটি বিশেষ বৈঠকে দুই শ্রমিক সংগঠনের নেতৃত্বকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
|
যুবকের দেহ উদ্ধার রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পুকুর পাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের নেপালি ধাওরার কাছে। পুলিশ জানায়, মৃতের নাম মিঠু শর্মা (৩০)। বাড়ি স্থানীয় হাটতলার দেবীস্থানে। মৃতের বৌদি আশা শর্মা রানিগঞ্জ থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, কে বা কারা খুন করেছে তা তদন্ত করে পুলিশ খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নিক। পুলিশ জানায়, খুনের মামলা দায়ের হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। |