এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তৃণমূলের এক পঞ্চায়েত প্রার্থীর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে বর্ধমানের কাটোয়ায় আলমপুর এলাকা থেকে তাঁকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম সুভাষ সাহা। বাড়ি কাটোয়া ১ ব্লকের বরমপুর গ্রামে। তাঁর স্ত্রী অসীমা সাহা স্থানীয় আলমপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হয়েছেন।
পুলিশ জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বলে ওই মহিলা কাটোয়া থানায় অভিযোগ করেছেন। মহিলার স্বামী হুগলির বলাগড়ে একটি মিষ্টির দোকানে কাজ করেন। তিনি বরমপুরে পাঁচ বছরের সন্তান নিয়ে থাকেন। অবসর সময়ে বিড়ি বাধার কাজ করেন তিনি। ওই মহিলার স্বামীর অভিযোগ, “অভিযুক্ত আমার স্ত্রীকে কাকিমা বলে ডাকত। বুধবার সন্ধ্যায় আমার স্ত্রী বাড়িতে বসে বিড়ির পাতা কাটছিল। সেই সময় সুভাষ ‘কাকিমা কাকিমা’ বলে বাড়ির ভিতর ঢোকে এবং জল খেতে চায়। আমার স্ত্রী কলতলায় জল আনতে গেলে সুভাষ অশালীন আচরণ করে। তিনি চিৎকার করলে সুভাষ পালিয়ে যায়।” মহিলা পুলিশকে জানিয়েছেন, ঘটনার কথা কাউকে বললে তাঁকে দেখে নেওয়ার হুমকিও দেয় সুভাষ। শুক্রবার সন্ধ্যায় মহিলার স্বামী গ্রামে ফিরলে তিনি তাঁকে এই ঘটনার কথা জানান। শনিবার সকালে ওই মহিলা কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার রাতে বরমপুর গ্রাম থেকে পুলিশ সুভাষকে গ্রেফতার করে। কাটোয়ার তৃণমূল নেতা অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের প্রার্থীর স্বামীকে কংগ্রেস মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে। ওই আসনে হেরে যাবে বলে কংগ্রেস এ কাজ করেছে।” বর্ধমান জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা বলেন, “অপরাধীকে আড়াল করে তৃণমূল রাজ্যে নারী নির্যাতন বাড়তে সাহায্য করছে। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। এক জন মহিলা কি সম্ভ্রম খুইয়ে মিথ্যা অভিযোগ করবেন?” |