বাস গেল সভায়, নাকাল পরীক্ষার্থীরা
মুখ্যমন্ত্রীর মানবাজারের সভার জন্য বাস তুলে নেওয়ায় শুক্রবার বিপাকে পড়লেন পরীক্ষার্থীদের একাংশ। সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে এ দিন থেকে পাশ কোর্সের পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। ফলে রাস্তায় বেরিয়ে বাস ও অন্য যানবাহণ কম থাকায় কলেজ পৌঁছতে জেরবার হন অনেক পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এ দিন প্রথমার্ধে বাণিজ্য ও দ্বিতীয়ার্ধে কলা বিভাগের পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বেশি সমস্যায় পড়েন মানবাজার, বোরো, বান্দোয়ান, হুড়া প্রভৃতি এলাকার ছাত্রছাত্রীরা। এ দিন সকালে মানবাজার মুসলমান পাড়ার বাসিন্দা পরীক্ষার্থী শেখ কামরুদ্দিন বলেন, “আমার পরীক্ষা কেন্দ্র পুঞ্চার লৌলাড়া রামানন্দ সেন্টিনারি কলেজ। রাস্তায় সাধারণ যাত্রীদের জন্য বাস একেবারেই দেখা যাচ্ছে না। কী ভাবে যে কলেজ যাব বুঝতে পারছি না।” মুখ্যমন্ত্রীর সভা যে ঝাড়বাগদা এলাকায়, সেখানকার বাসিন্দা সুকুমার মাহান্তি বলেন, “ভাইঝির পরীক্ষার আসন পড়েছে লৌলাড়া কলেজে। কিন্তু রাস্তায় যাত্রীবাহী বাস একটাও নেই। মোটরবাইকে চাপিয়ে ভাইঝিকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছি।”
হেঁটেই বাড়ি ফিরছেন পড়ুয়ারা। মানবাজারে প্রদীপ মাহাতোর তোলা ছবি।
জেলা বাস মালিক সমিতির সম্পাদক প্রতিভারঞ্জন সেনগুপ্ত বলেন, “সকাল দিকে কিছু বাস যাত্রী পরিবহণ করেছে। কিন্তু বেলা বাড়ার পরে প্রায় সব গাড়ি সভায় কর্মীদের নিয়ে যেতে চলে গিয়েছে। তবে রাস্তায় অনেক ছোট ভাড়া গাড়ি রয়েছে।” কংগ্রেসের মানবাজার ব্লক সভাপতি শঙ্করীপ্রসাদ মাহাতোর অভিযোগ, “মানভূম কলেজের কাছেই মুখ্যমন্ত্রীর সভা। এতে তো পরীক্ষার্থীদের মনযোগ এমনিতেই বিক্ষিপ্ত হওয়ার কথা। আর পরীক্ষার্থীদের কলেজে পৌঁছতে এ দিন রীতিমতো হয়রাম হতে হয়েছে। তাঁদের কথা কী শাসক দলের নেতারা ভাববেন?” তবে মানভূম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস জানিয়েছেন, কলেজ থেকে সভাস্থল অনেকটা দূরেই। কাজেই পরীক্ষার কাজে কোনও অসুবিধা হয়নি।”
লৌলাড়া রামানন্দ সেন্টিনারি কলেজের অধ্যক্ষ চণ্ডীদাস মুখোপাধ্যায় বলেন, “আমাদের কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ৫৪০ জন। মুখ্যমন্ত্রীর সভার কথা সবাই জানেন। পরীক্ষার্থীরা হয়ত বিকল্প গাড়ির ব্যবস্থা করে পরীক্ষা দিতে এসেছিলেন।” তবে তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন, মানবাজার এলাকার অল্প কিছু বাস নেওয়া হলেও, জেলার অন্যত্র বাস সে ভাবে নেওয়া হয়নি। দলের কর্মীরা অন্য ভাড়া গাড়ি ও সাইকেল, মোটরবাইকে সভায় এসেছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.