টুকরো খবর |
ওপারা পাচ্ছেন জার্নেল ট্রফি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইউনাইটেড স্পোর্টসের বেলো রাজাক ও চার্চিল ব্রাদার্সের বিলাল-কে টপকে আই লিগের সেরা ডিফেন্ডারের পুরস্কার জিতে নিলেন ইস্টবেঙ্গলের উগা ওপারা। প্রসঙ্গত, গত মরসুমে মাত্র ১৮ গোল খেয়েছিল ইস্টবেঙ্গল। গোল খাওয়ার বিচারে যা আই লিগের অন্যান্য দলের তুলনায় সর্বনিম্ন। ওপারার সঙ্গে ইউনাইটেডের র্যান্টি মার্টিন্সও বর্ষসেরার পুরস্কার পাচ্ছেন। আই লিগের বিভিন্ন দলের কোচ ও অধিনায়কের ভোটে হয় এই নির্বাচন। কিন্তু বিস্ময়ের ব্যাপার, ওকোলি ওডাফা লড়াইয়েই ছিলেন না। সেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন ইউনাইটেড স্পোর্টসের এই নাইজিরিয়ান গোলমেশিন। ২৫ ম্যাচে ২৭ গোল করে চিডি ও মোগা-কে পিছনে ফেলে দেন তিনি। আই লিগের সেরা মিডফিল্ডার খেতাব জয়ী চার্চিলের লেনি রডরিগেস। সেরা গোলকিপার হলেন যে বঙ্গসন্তান, সেই সন্দীপ নন্দী অবশ্য গত মরসুমে খেলেছিলেন গোয়ার ক্লাব চার্চিলে। ওপারা পাচ্ছেন জার্নেল সিংহ নামাঙ্কিত ট্রফি। সেরা কোচের ট্রফি কে পাবেন তা ঠিক হবে জুলাইয়ে ফেডারেশনের কার্যকরি কমিটির সভায়। আই লিগ চ্যাম্পিয়ন দলের কোচই পেয়ে থাকেন এই সম্মান। কিন্তু সুভাষ ভৌমিক যেহেতু দলের টিডি ছিলেন, তাই সেরা কোচ বাছা বেশ কঠিন কাজ। অনেকে পুণের কোচ ডেরেক পেরিরার নাম বলছেন। দলের অবনমন বাঁচানো করিম বেঞ্চারিফার নামও উঠছে। করিম আবার ৮ জুলাই থেকে মুম্বইয়ে প্রো লাইসেন্স কোর্সের পরীক্ষায় বসার আবেদন করেছেন। ভারতীয় দলের কোচ কোভারম্যান্স বা টিডি রব বান তাঁকে নির্বাচন করবেন কি না, তা নিয়ে অবশ্য সন্দেহ আছে। ফেডারেশন চায়, ভারতীয়রাই এই পরীক্ষায় বসুন। আর্মান্দো কোলাসো-সহ জনা তিরিশ কোচ আবেদন করেছেন। বিদেশি শুধু করিম। শনিবার দু’দিনের জন্য কলকাতায় আসার কথা করিমের। টিম নিয়ে কর্তাদের সঙ্গে আলোচনার পাশাপাশি প্রো লাইসেন্স নিয়েও তিনি কথা বলবেন ফেডারেশন কর্তাদের সঙ্গে।
|
আইসিসি বৈঠকে শ্রীনি কি না, জানেন না ডালমিয়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আইসিসি-র বৈঠকে নারায়ণ শ্রীনিবাসনের উপস্থিতি নিয়ে নতুন ধোঁয়াশা তৈরি হয়ে গেল। ধোঁয়াশা তৈরি হল বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার বক্তব্যে। শুক্রবার সিএবি-র বিশেষ সাধারণ সভার শেষে ডালমিয়া সাফ জানিয়ে দিলেন, শ্রীনিবাসন আইসিসি বৈঠকে থাকবেন কি না, এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই। মোটামুটি ধরেই নেওয়া হচ্ছিল, আইসিসি-র বিভিন্ন বৈঠকে বোর্ডের দুই মহাকর্তাকে দেখা যাবে। ডালমিয়া যেমন থাকবেন, তেমনই দেখা যাবে অপসারিত বোর্ড প্রেসিডেন্টকেও। ডালমিয়া আবার এ দিন বলে দেন, “শ্রীনিবাসন আইসিসি বৈঠকে যাচ্ছেন কি না, সে ব্যাপারে আমি কিছু জানি না। কে কে বৈঠকে থাকবে, সে সবও জানি না। জানি যে, আমি তিনটে বৈঠকে থাকছি। আর বোর্ড সচিব একটায়।” তবে শ্রীনিবাসনের থাকার কথা ফিনান্স কমিটির বৈঠকে। সে বৈঠকে কে থাকতে পারেন, তা নিয়ে ডালমিয়া কোনও ইঙ্গিত দেননি। আইসিসি-র বোর্ডের বৈঠক ছাড়াও, আইডিআই এবং বার্ষিক সম্মেলনে উপস্থিত থাকছেন ডালমিয়া। বোর্ড সচিব সঞ্জয় পটেল থাকছেন ওয়ার্কিং কমিটির বৈঠকে। ডিআরএস নিয়ে বৈঠকে ভারতের মনোভাব কী হবে, সেটাও পরিষ্কার করে জানাননি ডালমিয়া। বলেছেন, “অনেকগুলো ব্যাপার আছে। সে সব নিয়ে বসতে হবে। ওখানে যাই আগে।”
|
বিশ্ব যুব অ্যাথলেটিক্সে জেলার দুই প্রতিযোগী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিশ্ব যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপে মূল ক্যাম্পে যোগ দেওয়ার ডাক পেয়েছে বর্ধমানের দু’জন অ্যাথলিট। তাঁরা হলেন সৌম্যদীপ সাহা ও শুচিস্মিতা রায়। প্রথম জন ১০০ মিটার ও পরের জন ১০০ ও ২০০ মিটারের দৌড়বাজ। এই সর্বভারতীয় ক্যাম্প শুরু হচ্ছে কেরলের ত্রিবান্দ্রামে। চলবে ১৪ অগাষ্ট পর্যন্ত। নির্বাচিত হলে ওই দু’জন ভারতীয় দলে সুযোগ পাবেন বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক্স সচিব সুভাষ সাহা। এ দিকে গোলাহাট ইউথ ক্লাব আয়োজিত আমন্ত্রণমূলক ক্রিকেটে জয়ী হয়েছে হুগলির পাণ্ডুয়া একাদশ। ফাইনালে তারা বর্ধমানের মেমারি একাদশকে দু’রানে হারিয়েছে। প্রতিযোগিতায় সেরা বিজয়ী দলের শেখ ওসমান।
|
লি-হেশ দুই অর্ধে |
উইম্বলডন ডাবলসে একমাত্র খাঁটি ভারতীয় জুটি পূরব রাজা-দ্বিবীজ শরণ গ্র্যান্ড স্ল্যাম আবির্ভাবে মার্কিন-জার্মান জুড়ি নিকোলাস-সিমনকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডেই পড়বেন মহেশ ভূপতি-জুলিয়ান নোয়েলের সামনে। মহেশদের প্রথম রাউন্ড মেয়ার-রামোসের আর্জেন্তিনীয়-স্প্যানিশ জুটির বিরুদ্ধে। এই অর্ধেই আছেন রোহন বোপান্না-ভাসেলিন। বোপান্নাদের প্রথম ম্যাচ অভিজ্ঞ নিয়েমিনেন-তুরসুনভ জুড়ির বিপক্ষে। অন্য অর্ধে লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক আছেন। লি-দের জুটি ইতালীয়-ইজরায়েলি জুড়ি ব্রাসিয়ালি-এরলিচের বিরুদ্ধে প্রথম রাউন্ড খেলবেন। মেয়েদের ডাবলসে সানিয়া মির্জা-লিজেল হুবারের অভিযান শুরু ভোরাকোভা-জাকোপালাভার বিরুদ্ধে।
|
ডিকি রত্নাগরের জীবনাবসান |
বিখ্যাত ক্রীড়া সাংবাদিক, লেখক এবং ধারাভাষ্যকার ডিকি রত্নাগর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮২। প্রায় ৫০ বছরের কেরিয়ারে ডিকি রত্নাগর ৩০০ টেস্ট কভার করেছেন। কর্মজীবনের গোড়ার দিকে ভারতে এক ইংরেজি দৈনিকে সাংবাদিকতা করার পর তিনি লন্ডনে চলে গিয়েছিলেন। বিলেতে ক্রিকেট ছাড়াও, স্কোয়াশ এবং ব্যাডমিন্টন কভার করেছেন। তাঁর মৃত্যুতে বিষেণ সিংহ বেদী টুইট করেছেন, “বিরাট ক্রিকেট লিখিয়ে/ধারাভাষ্যকার লন্ডনে মারা গেলেন। রেখে গেলেন সমৃদ্ধ পার্সি সংস্কৃতি আর ক্রিকেটের দুর্দান্ত কিছু মুহূর্ত, তোমার আত্মার শান্তি পাক ডিকি বয়।”
|
ভারত জিতল |
বিশ্ব হকি সংস্থার ওয়ার্ল্ড লিগ রাউন্ড থ্রি টুর্নামেন্টে শেষ পর্যন্ত জয় পেল ভারত। আকাশদীপ সিংহ, ভি আর রঘুনাথ, এস ভি সুনীল, অধিনায়ক সর্দার সিংহ এবং মনদীপ সিংহের জোড়া গোলে ভারত ৬-২ হারাল ফ্রান্সকে। এই জয়ের সুবাদে পঞ্চম-ষষ্ঠ স্থানের প্লে অফে খেলবেন সর্দাররা। প্রতিপক্ষ স্পেন।
|
হারের হ্যাটট্রিক |
তাইল্যান্ড ওপেন এবং ইন্দোনেশিয়া সুপার সিরিজের পর অপ্রত্যাশিত হারে সিঙ্গাপুর ওপেন অভিযানও থেমে গেল সাইনা নেহওয়ালের। কোয়ার্টার ফাইনালে স্থানীয় প্লেয়ার লিনদায়েনি ফানেত্রি থামিয়ে দেন ভারতীয় তারকাকে। প্রথম গেম জিতেও এক ঘণ্টার কম সময়ে বিশ্বের চার নম্বর সাইনা হারেন ২১-১৭, ১৩-২১, ১৩-২১।
|
সৌম্যজিৎরা শেষ আটে |
জাপান ওপেন টিটি-তে ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সৌম্যজিৎ ঘোষ এবং হরমিত সিংহ জুড়ি। ইওকোহামায় পাঁচ গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতীয় নজির গড়ে শেষ আটে যাওয়া নিশ্চিত করেন সৌম্যজিৎরা। তবে সিঙ্গলসে সৌম্যজিৎ ব্যর্থ হন। যদিও আর এক ভারতীয় প্লেয়ার শরথ কমল সিঙ্গলসের শেষ ষোলোয় গিয়েছেন। সেমিফাইনালে উঠতে সৌম্যজিৎদের জাপানি জুটিকে হারাতে হবে।
|
মার্সিডিজকে ভর্ৎসনা |
নিয়ম ভেঙে মে মাসে চাকা পরীক্ষা করায় তিরস্কৃত হল মাসির্ডিজ দল। ফর্মুলা ওয়ানে চলতি মরসুমের গাড়ি নিয়ে নতুন চাকা পরীক্ষা করা আইন বিরুদ্ধ। এ ব্যাপারে রেড বুল ও ফেরারি অভিযোগ জানানোয় মার্সিডিজ এবং ফর্মুলা ওয়ানের চাকা সরবরাহকারি পিরেলি কোম্পানিকে ট্রাইব্যুনালে ডেকেছিল এফআইএ। সব পক্ষের বক্তব্য শোনার পর পিরেলিকেও কড়া ভাষায় ভর্ৎসনা করে ট্রাইব্যুনাল।
|
কড়া হচ্ছে সিএবি |
শুক্রবার সিএবি-র বিশেষ সাধারণ সভায় দু’টো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল।
এক) আসন্ন মরসুম থেকে প্রথম ডিভিশনে তিন জনের বেশি ভিন রাজ্যের ক্রিকেটার খেলানো যাবে না। রেজিস্ট্রেশন করানো যাবে চার জনের। আর দ্বিতীয় ডিভিশনে এক জনও ভিন রাজ্যের ক্রিকেটার খেলানো যাবে না।
দুই) ইডেনে আইপিএল সেভেন-এর সময় স্থানীয় ক্রিকেটকে বন্ধ রাখা হবে না। বৈঠকে উপস্থিত সদস্যদের কথা অনুযায়ী, খোদ ডালমিয়া নাকি জানিয়েছেন যে তিনি এ ব্যাপারে সচেষ্ট হবেন।
|
দিলশানের চোট |
পায়ের পেশির চোটে ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার ওপেনার তিলকরত্নে দিলশান। তাঁকে চার থেকে ছ’সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
|
কালীঘাট ১২৭-৩ |
এ এন ঘোষ ট্রফির ফাইনালের প্রথম দিন কালীঘাট ২৩ ওভারে এক উইকেটে ১২৭ রান তুলল। সায়নশেখর মন্ডল ৭০ রানে অপরাজিত। |
|