টুকরো খবর
‘শ্লীলতাহানি’, গ্রেফতার ১
পরপর দু’ দিন ‘নির্যাতনে’র স্বীকার হলেন সিউড়ি থানা এলাকার একটি গ্রামের দুই মেয়ে। গত মঙ্গলবার টিউশন পড়ে সিউড়ি থেকে ফেরার সময়ে অষ্টম শ্রেণিতে পড়া ছোট বোনকে গ্রামের এক যুবক শ্লীলতাহানি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। থানায় সেই অভিযোগ জানানোর পরের দিনই বাড়িতে একা পেয়ে তারই দিদির উপরে আরও তিন যুবক চড়াও হয় বলে অভিযোগ। তারা ওই তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। অভিযুক্তদের ধরতে এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে শেখ জামাল নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুই তরুণীর বাবার অভিযোগ, “টিউশন থেকে ফেরার পথে শেখ বাপি নামে গ্রামেরই এক যুবক আমার ছোট মেয়েকে জোর করে পীরতলার দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে কোনও রকমে বাড়ি ফিরে মাকে সব জানায়। পরের দিন বড় মেয়েকে একা পেয়ে বাপির ঘনিষ্ঠ, গ্রামেরই শেখ কুদ্দুস, শেখ আলাই ও শেখ রুস্তম বাড়িতে চড়াও হয়। বড় মেয়ে তাদের হাত থেকে নিজেকে কোনও রকমে বাঁচাতে পেরেছে।” তবে থানায় জানালেও অভিযোগকারীরা বিষয়টি গ্রামেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন। শেখ কুদ্দুসের বাবা বছর সত্তরের শেখ জামালের বিরুদ্ধে ঘটনায় মদত দেওয়া ও পরিবারের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ এনেছে ওই পরিবারটি। যদিও ধৃত শেখ জামালের অবশ্য দাবি, “পুরো ঘটনাটাই মিথ্যা। অভিযোগেরও কোনও ভিত্তি নেই।” তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা জানিয়েছেন।

সংগঠনের সভাপতি দাবি করে বিতর্কে জড়ালেন শিক্ষক
পঞ্চায়েত ভোটের আগে নিজেকে তৃণমূলের শিক্ষক সংগঠনের বীরভূম জেলা কমিটির আহ্বায়ক/ সভাপতি হিসেবে দাবি করে প্যাড ছাপিয়ে বিতর্কে জড়ালেন বোলপুরের একটি স্কুলের শিক্ষক। সংগঠনের রাজ্য সভাপতি দিব্যেন্দু
মুখোপাধ্যায়ের দাবি, “বাস্তবে কোনও জেলাতে সংগঠনের এখনও কমিটি গঠন হয়নি। কয়েকটি জেলাতে আহ্বায়ক রয়েছে মাত্র।” প্যাডে উল্লেখ রয়েছে, কাল রবিবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সংগঠনের বীরভূম জেলা শাখার উদ্যোগে একটি শিক্ষা কনভেনশনের আয়োজন করা হয়েছে বলে সংগঠনের প্যাডে লিখেছেন শিক্ষক প্রলয় নায়েক। এই চিঠি পেয়ে সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, “এই জেলাতে সংগঠনের আহ্বায়ক বা সভাপতি কাউকেই করা হইনি। অথচ প্রলয়বাবু নিজের খেয়াল খুশি মতো প্যাডে ও চিঠিতে আহ্বায়ক/ সভাপতি লিখেছেন।” সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা বিশ্বভারতীর শিক্ষাসত্রের শিক্ষক গৌতম সাহার কথায়, “এই জেলায় এখনও পর্যন্ত আমাদের শিক্ষক সংগঠনের কোন আহ্বায়ক বা সভাপতি নেই। ওই চিঠির বিষয়টি রাজ্য সভাপতিকে জানিয়েছি।” এ ব্যাপারে প্রলয়বাবু নিজেকে আহ্বায়ক হিসেবে দাবি করে বলেন, “ওই চিঠি যাঁরা বিতরণ করেছেন, তাঁদের উচিত ছিল সভাপতি শব্দ কেটে দেওয়া। ওই শব্দ না কাটায় ভুল হয়েছে।” রাজ্য সভাপতি দিব্যেন্দুবাবু বলেন, “প্রলয়বাবুকে কনভেনশন বাতিল করতে বলা হয়েছে। শাস্তির বিষয়টিও ভোটের পর আলোচনা করা হবে।”

ট্রেনে সমস্যা
যান্ত্রিক গোলযোগের জন্য গুয়াহাটিগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রামপুরহাট স্টেশন থেকে দু’ ঘণ্টা দেরিতে ছাড়ল। শুক্রবার সকালে নির্ধারিত সময় সূচি মেনে ১০টা ৪৭ মিনিটে ট্রেনটি পৌঁছেছিল। তারপরেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। রেল পুলিশের রামপুরহাট ফাঁড়ির ইনচার্জ বিকাশ মুখোপাধ্যায় বলেন, “ট্রেনটির ৩ নম্বর কামরায় অতিরিক্ত মাল ছিল। যার জন্য গাড়ি চলার সময় কামরার তলা থেকে ধোঁওয়া বের হচ্ছিল। পরে রেলকর্মীরা কামরা থেকে মাল খালাস করেন। ট্রেনটি রওনা দেয়।”

পথ অবরোধ
রাস্তা সংস্কারের নামে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। ফলে তারাপীঠে আসা পর্যটক থেকে সাধারণ মানুষ নাকাল হচ্ছেন। এর প্রতিবাদে শুক্রবার সকালে রামপুরহাট-সাঁইথিয়া রাস্তার উপরে রামপুরহাটের আটলা মোড় সংলগ্ন এলাকায় প্রায় ১ ঘণ্টা অবরোধ করেন কবিচন্দ্রপুর ও তারাপীঠ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্যরা। রামপুরহাট থানা ও তারাপীঠ ফাঁড়ির পুলিশ মহকুমাশাসকের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার পরে অবরোধ তুলে নেন তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.