বারাসত থানার অদূরে মহিলার গয়না ছিনতাই |
ধর্ষণ, খুন, ছিনতাই — বারাসত তার ধারাবাহিকতা বজায় রেখেই চলেছে। আজ সকালে বারাসত থানার অদূরে এক মহিলার কাছ থেকে গলার হার, হাতের বালা, আংটি ও ব্যাগের নগদ টাকা ছিনতাই করে পালাল এক দুষ্কৃতী। মহিলা জানিয়েছেন, এক অপরিচিত যুবক এসে তাঁকে একটি ব্যাঙ্কের ঠিকানা জিজ্ঞেস করে। ঠিকানা বলতে গিয়ে সামান্য অন্যমনস্কতার সুযোগে রিভলবার বার করে তাঁর গয়না লুঠ করে পালায় সে। সে সময় যথেষ্ট জনবহুল ছিল ওই এলাকা। কিন্তু লোকের দৃষ্টি আকর্ষণ করার আগেই সে এলাকা ছেড়ে চম্পট দেয়। ওই মহিলা বারাসত থানায় গিয়ে লিখিত অভিযোগও জানিয়েছেন। এখনও পর্যন্ত ওই দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
|
ঘটনার পর কেটে গিয়েছে ১৪ দিন। নেতা, মন্ত্রী, সাংসদ — অবশেষে খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিও যে কামদুনির ‘রাগ, ক্ষোভ’ প্রশমিত করতে পারেনি তা ভালই বুঝতে পারছে শাসক দল। আজ উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল মহিলা কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি মিছিলের আয়োজনও করা হয় কামদুনিতে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাসে ও গাড়িতে করে তৃণমূল মহিলা কর্মী সমর্থকরা আসেন। কিন্তু লক্ষণীয় বিষয় যে, সেই মিছিলে কোনও গ্রামবাসী পা মেলালেন না। মিছিলে সকলেই ‘বহিরাগত’ ছিলেন, এমনটাই দাবি কামদুনির বাসিন্দাদের। মিছিলের জন্য ২০০-২৫০ জন মহিলা জমা হন কামদুনি মোড়ে। সেখান থেকেই শুরু হয় মিছিল। গলায় বিভিন্ন প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে গ্রামের মধ্যে হাঁটেন তাঁরা। প্রায় ৪৫ মিনিট পর মিছিল শেষ হয় স্কুলের মাঠে। কয়েক জন নেত্রী ধর্ষিতার পরিবারের সঙ্গে কথাও বলেন। তার পর ধীরে ধীরে ফের জমায়েত করে তাঁরা চলে যান।
তবে কী উদ্দেশ্যে এই
মিছিল, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। কারণ, যাঁদের জন্য এই মিছিল, তাঁরা ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। এ ব্যাপারে তৃণমূলের নেত্রীরাও কোনও রকম আলোকপাত করলেন না।
|
বয়স মাত্র ১১। এই বয়সেই বাবা হওয়ার ‘অনুভূতি’ লাভ করল সে। ‘বিস্ময়কর’ ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে। সে নিজেই এ কথা স্বীকার করে ঘটনাটি ব্যাখ্যা করেছে। তার বয়ানে জানা যায়, ৩৬ বছর বয়সী ওই মহিলা (সন্তানের মা) তারই বন্ধুর মা। একদিন স্কুল থেকে ফেরার পথে তাকে মাদক পানীয় খাইয়ে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন মহিলা। পরে দীর্ঘ দিন ধরে একই ভাবে তাদের মধ্যে আরও বহুবার যৌন সম্পর্ক হয়। তার জেরেই এই ‘বিপত্তি’। ঘটনাটি নজরে আসতে নড়েচড়ে বসেছে প্রশাসন। মাস দু’য়েক আগে শিশুটির দায়িত্ব নিয়েছে দ্য চাইল্ড ইয়ুথ অ্যান্ড ফ্যামিলি সার্ভিস। বিষয়টি আদালতের নজরেও আনা হয়েছে। আইন মন্ত্রী জুডিথ কলিন্স জানিয়েছেন, শিশুদের উপর যৌন হেনস্থার ব্যাপারে একটি আইন আনার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। প্রত্যেকটি স্কুলে এ ব্যাপারে সচেতনতা প্রসারেও উদ্যোগ নেওয়া হবে।
|
গত কয়েক দিনের গুমোট গরমের পর আজ স্বস্তির বৃষ্টি পেল কলকাতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয় বজ্র গর্ভ মেঘের জন্যই এই বৃষ্টি। সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও বৃষ্টি শুরু হয় সকাল ১১.৩০ নাগাদ। কিন্তু ঘণ্টা খানেকের লাগাতার বর্ষণের পর কলকাতার চিত্রটা খুব একটা সুখকর হল না। গরম থেকে রেহাই মিললেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমায় যানজটে নাকাল হল শহরবাসী। বিশষত স্কুল ফেরত ছাত্রছাত্রী এতে বিশেষ অসুবিধায় পড়ে। আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্থানীয় ভাবে এই বৃষ্টিপাত হয়েছে। এর ফলে তাপমাত্রাও কিছুটা কমবে। তবে যেখানে বৃষ্টি হয়নি সেখানে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। এরই মধ্যে কলকাতা ও হাওড়ায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। |