ক্যানসারের লক্ষণ চিনতে নয়া যন্ত্র শহরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শরীরে ক্যানসারের সামান্য লক্ষণ দেখা দিলে ‘পেট-সিটি’ মেশিন তা জানিয়ে দেবে। এই মেশিন সাধারণ সিটি মেশিনের তুলনায় স্পষ্ট ও নির্দিষ্ট তথ্য দেবে বলে দাবি করা হচ্ছে। সোমবার বাইপাসের এক হাসপাতালে মেশিনটি-র উদ্বোধন করেন রাজ্যপাল এম কে নারায়ণন। তিনি বলেন, “বহু মানুষ ক্যানসারের শিকার। শরীরে ছড়িয়ে পড়ার আগে রোগ সম্পর্কে জানতে পারলে ও সঠিক চিকিৎসা শুরু হলে রোগীকে বাঁচানো সম্ভব। আশা করি এই মেশিন সেই কাজে সাহায্য করবে।” হাসপাতালের সিইও রূপালি বসু জানিয়েছেন, শুধু ক্যানসার নির্ণয় নয়। শরীরে এই মারণ রোগ কতটা ছড়িয়ে পড়েছে, কেমোথেরাপি-র মতো চিকিৎসা সে ক্ষেত্রে কতটা কার্যকর হবে সবই বলবে এই মেশিন। খরচ পড়বে ১৭ হাজার থেকে ২১ হাজার টাকা। |
সাফল্যের দাবি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা থেকে আমেরিকা নয়। আমেরিকা থেকে ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন এক রোগিণী। সোমবার সাংবাদিক সম্মেলনে তাঁর চিকিৎসককে পাশে নিয়ে সেই রোগিণী মলি রাপুর দাবি করেন, কলকাতায় ক্যানসারের চিকিৎসা করিয়ে তিনি সন্তুষ্ট। চিকিৎসক অরদ্বীপ চট্টোপাধ্যায় জানান, ওই রোগিণীর ডিম্বাশয়ের ক্যানসার ছিল। ‘সোরিয়াম থেরাপি’র মাধ্যমে তাঁর চিকিৎসা হয়েছে। |
পুলিশের উদ্যোগে রক্তদান শিবির হল পাঁশকুড়ায়। সম্প্রতি পাঁশকুড়া থানা প্রাঙ্গণে এই শিবিরে ৬০ জন রক্ত দেন। |