টুকরো খবর |
থানায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রাইভেট ট্যাক্সি চালকদের সঙ্গে সরকারি পারমিট পাওয়া গাড়ির চালকদের বচসায় রবিবার রাতে উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি জংশন এলাকায়। ঘটনায় কংগ্রেস অনুমোদিত ট্যাক্সি স্ট্যান্ড ড্রাইভার্স অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের দু’জনকে গ্রেফতার করার প্রতিবাদে সোমবার প্রধান নগর থানায় বিক্ষোভ দেখায় তারা। টাউন কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় ঝাঁ জানান, ধৃতরা কংগ্রেস নিয়ন্ত্রিত শিলিগুড়ি-কাকঁরভিটা ট্যাক্সি স্ট্যান্ড ড্রাইভারস্ অ্যান্ড ওনার্স ইউনিটের সদস্য। তাঁর অভিযোগ, “রবিবার রাতে আচমকা ট্যাঙ্কি চালকদের সংগঠনের সাধারণ সম্পাদক বীরচন্দ শর্মার ওপর চড়াও হয় তৃণমূল মদতপুষ্ট কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী। তাঁর গলায় থাকা সোনার চেন, টাকা ছিনিয়ে নেয় তারা। ওই ঘটনায় তৃণমূল জড়িত। জংশন স্টেশন মোড় এলাকায় আমাদের দলীয় অফিসে থাকা পতাকা এবং শহীদ বেদি ভেঙে দিয়েছে তারা। অথচ পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করে আমাদের লোকদের ধরেছে।” ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে পুলিশের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিয়েছে কংগ্রেস। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এবিষয়ে দার্জিলিং জেলা তৃণমূলের মহাসচিব কৃষ্ণ পাল বলেন, “রাজনৈতিক সুবিধে পাওয়ার জন্য এই সমস্ত কাজগুলি করছে কংগ্রেস।” আইএনটিটিইউসি-এর কোর কমিটির সদস্য প্রদীপ দে জানান, অভিযোগ সঠিক নয়। যারা এসব বলছে তাঁরাই এলাকায় তোলা তোলে। প্রধাননগর থানার আই সি রাজীব ভট্টাচার্য বলেন, “ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ঠিক নয়।”
|
আটক নথি, আসবাবপত্র
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির কলেজ পাড়ায় অর্থলগ্নি সংস্থার অফিস থেকে সোমবার নানা নথি ও আসবাব বাজেয়াপ্ত করেছে পুলিশ। অফিস বন্ধের পরে, একাংশ আমানতকারী অফিস থেকে কিছু আসবাব সরানোর চেষ্টা করে বলে অভিযোগ। এখনও লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি। এদিন বেলা ১টা নাগাদ ওই সংস্থার কয়েকজন আমানতকারী অফিসের এসে টাকা ফেরত চাওয়ার পর তাদের সঙ্গে বচসা শুরু হয়, তার পরেই অফিসটি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। বেশ কিছু দিন ধরে কলেজ পাড়ায় বহুতল একটি ফ্ল্যাটের দোতলা ভাড়া নিয়ে অফিস চালাচ্ছিল সংস্থাটি। এ দিন পুলিশ অফিসের নানা নথি ও অন্য আসবাব দু’টি ভ্যানে তুলে থানায় নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
|
শান্তিমিছিল
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
গ্রাম পঞ্চায়েতের অশান্তি ঠেকাতে বাগানে কাজ বন্ধ করে শান্তি মিছিল করল কংগ্রেস। সোমবার ডুয়ার্সের নাগরাকাটা থানার চেংমারি চা বাগানে কর্মবিরতি পালিত হয়। কংগ্রেসের নাগরাকাটা ব্লক সভাপতি অমরনাথ ঝা’র দাবি, “বাগানের শ্রমিকরা সকলেই কংগ্রেস সমর্থক। তৃণমূল একই পরিবার থেকে এবার দুই জনকে প্রার্থী করেছে। এতে বাগানে অশান্তি হতে পারে। তাই শান্তি মিছিল করা হয়েছে।” তৃণমূলের নাগরাকাটা ব্লক কংগ্রেস সভাপতি অসিতাভ বসু বলেন, “কংগ্রেস নেতারা গণতন্ত্রে বিশ্বাস করছেন না বলেই আমরা প্রার্থী দেওয়ার বিরোধিতা করছেন।”
|
যুবক গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
বধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার শামুকতলা থানার জবকদমপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম মোকসিদুল হক। তার বাড়ি ওই গ্রামে। ধৃত যুবক ওই বধূর স্বামীর সঙ্গে ভিন রাজ্যে দিন মজুরির কাজ করেন। সপ্তাহ দুয়েক আগে তারা গ্রামে ফিরেছেন। রবিবার বধূকে বাড়িতে একা পেয়ে তিনি ধষর্ণ করেন বলে অভিযোগ। স্বামী বাড়িতে ফেরায় ওই বধূ সব জানানোর পর এ দিন পুলিশে অভিযোগ করা হয়। এর পরেই মোকসিদুলকে ধরে পুলিশ।
|
মনোনয়ন প্রত্যাহার
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
প্রার্থী পদ প্রত্যাহার করলেন ডোগে টোটো। আরএসপি’র হয়ে মনোনয়ন জমা দিলেও সোমবার তিনি তা তুলে নেন। এ দিন তিনি আরএসপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বলে তৃণমূলের বীরপাড়া-মাদারিহাট ব্লক সভাপতি পঙ্কজ দাস দাবি করেন। টোটোপাড়া-বল্লালগুড়ি পঞ্চায়েতের ১৪/৪১ নম্বর অংশের প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দিয়ে তিনি কেন তা প্রত্যাহার করলেন সেই বিষয়ে কিছু জানেন না আরএসপি জোনাল সম্পাদক জ্ঞানেন দাস। তবে এ ব্যাপারে ডোগে টোটোর কোনও বক্তব্য পাওয়া যায়নি।
|
স্মারকলিপি পেশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিক্ষক প্রশিক্ষণ নেই এমন শিক্ষক-শিক্ষিকাদের অবিলম্বে প্রশিক্ষণের ব্যবস্থার দাবি জানাল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি। সোমবার স্কুল পরিদর্শ (মাধ্যমিক)-এর দফতরে ওই দাবিতে স্মারকলিপি দেয় তারা। শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি পেনশন পেতে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের যাতে হয়রান হতে না হয় ওই দাবিও জানানো হয়।
|
ডুবে মৃত্যু বালকের |
নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল একটি বালকের। সোমবার সকালে শিলিগুড়ির মহাকালপল্লিতে মহানন্দা নদীতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম প্রদীপ মণ্ডল (১০)। তার বাড়ি মহাকালপল্লি এলাকাতেই। সে এলাকারই একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। প্রদীপের বাবা ইন্দ্র মণ্ডল জানিয়েছেন, প্রদীপ সকালে বাড়ি থেকে বেরিয়েছিল। তবে বাড়ির পাশে নদীতে স্নান করতে গিয়েছিল জানতাম না। পরে এলাকার লোকজনের কাছ থেকে ওর ডুবে যাওয়ার খবর পাই। ভক্তিনগর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। |
|