টুকরো খবর
লগ্নি টাকা ফেরত চেয়ে বিক্ষোভ
টাকা ফেরত চেয়ে এক বেসরকারি অর্থলগ্নি সংস্থার কর্তার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন একদল এজেন্ট ও আমানতকারী। চণ্ডীপুর বাজারে সোমবার সকালে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চণ্ডীপুর থানার জালপাই পঞ্চায়েতের কোড়খালি গ্রামের সিপিএম সমর্থক নারায়ণ সামন্ত ‘বেসিল ইন্টারন্যাশনাল’ নামে একটি অর্থলগ্নি সংস্থার পদস্থ কর্তা হিসেবে ওড়িশার ভদ্রকে কাজ করেন। তাঁর বউমা বর্তমানে সিপিএমের পঞ্চায়েত সদস্যা। ছেলে প্রদীপ সামন্ত এবার পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় পঞ্চায়েত আসনে সিপিএম প্রার্থী। এ দিন ভদ্রক থেকে আসা প্রায় ২০ জন এজেন্ট ও আমানতকারী চণ্ডীপুর বাজারে তাঁর বাড়ির সামনে টাকা ফেরত চেয়ে বিক্ষোভ শুরু করলে স্থানীয় বাসিন্দারাও তাতে সামিল হন। চণ্ডীপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণবাবুর সঙ্গে ফোনে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে, সিপিএমের চণ্ডীপুর জোনাল কমিটির সম্পাদক মঙ্গলেন্দু প্রধান মেনে নেন নারায়ণবাবু অর্থলগ্নি সংস্থার হয়ে কাজ করতেন। মঙ্গলেন্দুবাবুর অভিযোগ, “নারায়ণবাবুর ছেলে প্রদীপ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তৃণমূল নানা ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তাতে সফল না হয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে বলেই আমাদের অনুমান।” তৃণমূলের চণ্ডীপুর ব্লক সাধারণ সম্পাদক শান্তনু বেরা অবশ্য সিপিএমের অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই।”

মাছ ব্যবসায়ী খুনে আতঙ্কের পরিবেশ দিঘায়
মাছ ব্যবসায়ী খুনের ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে দিঘা মোহনায়। রবিবার ভোররাতে ওড়িশার মাছ ব্যবসায়ী হেমন্ত মহাপাত্রকে খুন করা হয়েছিল যেখানে, সেখান থেকে দিঘা উপকূল থানার দূরত্ব মাত্র একশো মিটার। স্থানীয় মৎস্য ব্যবসায়ী তপন মাইতি বলেন, “থানার এত কাছে ঘটনাটা ঘটল, অথচ পুলিশ টেরও পেল না। পুলিশ আছে কেন?” মাছ ব্যবসায়ীদের অভিযোগ, উপকূল থানা থেকে মোহনাতে রাতে নজরদারির কোনও ব্যবস্থা নেই। পুলিশ মাঝে-মধ্যে রাতে টহল দিলেও তা মূলত দিঘা-কলকাতা সড়কপথের মধ্যেই সীমাবদ্ধ থাকে। দিঘা মোহনাতে নিয়মিত পুলিশের নৈশ টহলদারি ও পুলিশ পিকেট বসানোর দাবিতে আজ, মঙ্গলবার দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলার পুলিশ সুপার সুকেশ জৈনের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে সংস্থার চেয়ারম্যান প্রণবকুমার কর জানিয়েছেন। এ দিকে, ওই ব্যবসায়ীর মৃতদেহ ময়না-তদন্তের জন্য রবিবার রাতে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ মৃতের ভাই সুশান্ত মহাপাত্র ও ম্যানেজার প্রদীপ দ্বিবেদীকে আটক করে এখনও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশের একটি দল ওড়িশার বালেশ্বরে রওনা দিয়েছে।

পুরনো খবর:

বিধি ভঙ্গের মামলায় আদালতে শিশির
নির্বাচনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের মামলায় সোমবার তমলুক আদালতে হাজির হলেন প্রাক্তন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী তথা কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। এ দিন তমলুক মহকুমা আদালতের ফার্স্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শর্মিষ্ঠা ঘোষের এজলাসে হাজির হন তিনি। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালের লোকসভা নির্বাচনের কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন শিশিরবাবু। ওই লোকসভা কেন্দ্রের অর্ন্তগত চণ্ডীপুর বিধানসভা এলাকায় শিশিরবাবুর বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের একটি অভিযোগ দায়ের করেছিলেন চণ্ডীপুরের ব্লক নির্বাচনী আধিকারিক।

দোকানে অভিযান
অবৈধ ভাবে মোবাইলে গান ডাউনলোড রুখতে অভিযান চালাল পুলিশ। সোমবার হলদিয়া থানায় ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির (আইএমআই) আধিকারিক দেবীদাস মুখোপাধ্যায় রানিচকে ‘শামিম মোবাইল’ নামে একটি দোকানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিকেলে ওই দোকানে তল্লাশি চালায় পুলিশ। ততক্ষণে দোকানদার শেখ সাফিক আলি পালিয়েছেন। দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় একটি ল্যাপটপ, একটি এলসিডি, মাউস, কি-বোর্ড, বেশ কিছু কার্ড-রিডার ও মেমরি কার্ড। উল্লেখ্য, গত ১৩ মার্চ হলদিয়ার দুর্গাচকের ‘আকাশগঙ্গা’ শপিং কমপ্লেক্সে একই ভাবে একটি মোবাইল ও ইলেকট্রনিক্সের দোকানে হানা দিয়ে দোকানদারকে গ্রেফতার করেছিল পুলিশ।

স্মারকলিপি
কলেজে ভর্তির ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশ করা, বেতন না বাড়ানো, জেলার উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রত্যেককে স্নাতক স্তরে পড়াশোনার ব্যবস্থা করা-সহ নানা দাবি জানিয়ে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিল এসএফআই-এর পূর্ব মেদিনীপুর জেলা কমিটি। সোমবার সংগঠনের তরফে এক প্রতিনিধিদল পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সাগর সিংহের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি দেন।

প্রার্থীর বাড়ির সামনে ফাটল বোমা
বেলপাহাড়ির চিরুগোড়া গ্রামে ঝাড়খণ্ড পার্টির (নরেন) প্রার্থী চরণকুমার সরেনের বাড়ির সামনে বোমা ফাটিয়ে পালাল দুষ্কৃতীরা। বেলপাহাড়ি ব্লকের ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর আসনে ঝাড়খণ্ড পার্টির (নরেন) প্রার্থী হয়েছেন চরণবাবু। চরণবাবু বলেন, “রবিবার রাতে তখন বাড়ির ভিতরে ছিলাম। আচমকা বাড়ির সামনে বিকট শব্দে পরপর দু’বার বোমা ফাটার শব্দ শুনতে পাই। কিন্তু রাতের অন্ধকারে কাউকেই দেখতে পাইনি। বেলপাহাড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।” খবর পেয়ে সোমবার সকালে চিরুগোড়া গ্রামে যান ঝাড়খণ্ড পার্টির (নরেন) নেত্রী চুনিবালা হাঁসদা।

ছাত্রনেতা স্মরণে
মাওবাদীদের হাতে নিহত ছাত্রনেতা অভিজিৎ মাহাতোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করল এসএফআইয়ের ঝাড়গ্রাম শহর জোনাল কমিটি। সোমবার বিকেলে ঝাড়গ্রাম শহরে এসএফআইয়ের সাংগঠনিক কার্যালয়ে নিহত ছাত্রনেতার প্রতিকৃতিতে মাল্যার্পণ করেন সংগঠনের জেলা কমিটির সদস্য সুমিতা পাঠক, সৌতম মাহাতো প্রমুখ। ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অভিজিৎকে ২০০৯ সালের ১৭ জুন সকালে গুলি করে খুন করেছিল মাওবাদীরা।

ইঞ্জেকশনে খুনের চেষ্টা
সম্প্রতি এড়িয়ে যাচ্ছিলেন প্রেমিকা। তাই বিষ ইঞ্জেকশন দিয়ে তাঁকে খুনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় তমলুকের বল্লুক গ্রামে ঘটনাটি ঘটে। অসুস্থ ওই মহিলা তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নারায়ণ পাঁজা। বাড়ি স্থানীয় সোয়াদিঘি গ্রামে। সোমবার তাঁকে তমলুক মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।

সভা মন্ত্রীর
একই দিনে জেলার পাঁচটি ব্লকে দলের ত্রি-স্তর পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে সভা করল তৃণমূল। সভা হল সবং, পিংলা, খড়্গপুর- ২, গড়বেতা-১ এবং গড়বেতা-৩ ব্লকে। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ প্রমুখ। আগামী ২ জুলাই জেলায় পঞ্চায়েত নির্বাচন। হাতে আর বেশি সময় নেই। আগে মেদিনীপুরে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নিয়ে সভা হয়েছে। তবে গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা সেখানে ছিলেন না। জেলা তৃণমূলের সভাপতি দীনেনবাবু বলেন, “ব্লকস্তরে প্রার্থীদের নিয়ে সভা হচ্ছে। কী ভাবে প্রচার চলবে, তা নিয়েই আলোচনা হচ্ছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.