টুকরো খবর |
এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা ব্যর্থ
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর |
অনেক চেষ্টার পরে এটিএমের অনেকটা ভেঙে ফেলেও টাকা বের করতে না পেরে ফিরে গেল দুষ্কৃতীরা। রবিবার রাতে চন্দননগরের জ্যোতির মোড়ের কাছে জি টি রোডের ধারে থাকা একটি বেসরকারি ব্যাঙ্কের ওই এটিএমে হামলা চালানো হয়। সোমবার বিকেল পর্যন্ত কোনও দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে এক গ্রাহক ওই এটিএম থেকে টাকা তুলতে গিয়ে দেখেন যন্ত্রটি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। দুষ্কৃতীরা তথ্যপ্রমাণ লোপাটের জন্য গোপন ক্যামেরাটিও ভাঙলেও টাকার জায়গাটি ভাঙতে পারেনি। ওই গ্রাহক আশপাশের দোকানদার এবং স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান। |
ভাঙচুর হওয়া এটিএম। ছবি: তাপস ঘোষ। |
পুলিশ তদন্তে আসে। পুলিশের পক্ষ থেকে ওই ব্যাঙ্কের স্থানীয় শাখায় খবর দেওয়া হয়। ব্যাঙ্কের আধিকারিকরাও ঘটনাস্থলে আসেন। এটিএমে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। তদন্তের স্বার্থে এটিএম বন্ধ করে দেয় পুলিশ।
চন্দননগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবানি তিওয়ারি বলেন,“ ব্যাঙ্ক কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছেন। দুষ্কতীরা রাতের অন্ধকারে নির্জনতার সুযোগে এই কাজ করেছে। তবে, টাকা নিতে পারেনি। তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”
|
পঞ্চায়েত থেকে ফাইল লোপাটের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • চন্ডীতলা |
পঞ্চায়েতের ফাইল লোপাটের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল চন্ডীতলা-১ নং ব্লকের শিয়াখালা পঞ্চায়েতে। ঘটনাটি ঘটে সোমবার সকালে। যদিও এই বিষয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তৃণমূলের অভিযোগ, এ দিন সকালে শিয়াখালা পঞ্চায়েতে সিপিএমের কিছু কর্মী পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা করছিল। গ্রামবাসীরা গিয়ে ডাকাডাকির পর ভিতরে থাকা লোকেরা জানায় আজ অফিস বন্ধ। উত্তেজনা বাড়তে থাকায় ঘটনাস্থলে পৌঁছান চন্ডীতলা-১ ব্লকের বিডিও পৃথ্বীশ কুমার সামন্ত। আসে চন্ডীতলা থানার পুলিশ। শিয়াখালা পঞ্চায়েতের প্রধান সিপিএমের সুরজিৎ মালিক বলেন, “গোলমালের খবর পেয়ে এসে ফাইল ছড়ানো দেখে পুলিশকে জানাই। আমাদের সমস্ত ফাইল কম্পিউটারে রাখা রয়েছে। লোপাট করার কোন প্রশ্নই নেই।” সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে এলাকায় মিছিল বের করা হয়। অন্যদিকে, শুক্রবার রাতে চন্ডীতলার ভগবতীপুরে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগে তিন জন সিপিএম সমর্থককে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
|
শিক্ষকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বাড়ির কাছেই রাস্তায় পড়ে থাকা এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে আরামবাগের ডিহালপাড়া গ্রামের ঘটনা। মৃতের নাম কৃষ্ণদাস নায়েক (৪৭)। তিনি মলয়পুর স্কুলে শিক্ষকতা করতেন। যে জায়গা থেকে দেহটি মেলে, তার পাশেই রেললাইন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রেন কিংবা কোনও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই শিক্ষকের। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
|