টুকরো খবর
অযোধ্যায় যাচ্ছেন মোদী, যাবেন রামলালাতেও
নিজে তিনি বলবেন উন্নয়নের কথা। বিকাশের কথা। আর দল ও সঙ্ঘ তাঁকে সামনে রেখে ফের হিন্দুত্বের ধ্বজা তুলেই সংহত করবে হিন্দু ভোট। নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরপ্রদেশে এটাই বিজেপি-র প্রচার কৌশল হবে বলে ইঙ্গিত মিলেছিল দলীয় সূত্রে। বাস্তবে কিন্তু হিন্দুত্বের প্রচার থেকে নিজেকে মোটেই দূরে রাখছেন না মোদী। আগামী বুধ বা শুক্রবার তিনি অযোধ্যা যাচ্ছেন। যাবেন রামলালার অস্থায়ী মন্দিরেও। সোমবার বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা এ কথা জানিয়ে বলেছেন, “অযোধ্যার মাটি থেকে ভোটার ও দলের সমর্থকদের উদ্দেশে বার্তা দেবেন মোদী। আগামী নির্বাচনে যা খুবই গুরুত্বপর্ণ হতে চলেছে।” গোটা হিন্দি বলয়ে মোদীকে এখনও হিন্দুত্বের মুখ বলেই মনে করে দল ও সঙ্ঘ। ফলে শুধু দলের রাজনৈতিক কর্মসূচিতেই সীমিত থাকবে না মোদীর সফর। তিনি দেখা করবেন রাম জন্মভূমি ন্যাস ট্রাস্টের মহন্ত নৃত্যগোপাল দাসের সঙ্গেও। বিতর্কিত কাঠামো ধ্বংসের পরে এই প্রথম রামলালায় পা রাখবেন মোদী। ১৯৯৮ সালে অযোধ্যা গিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে। সে বার বিতর্কিত স্থলে যাননি মোদী। এ বার যখন যাবেন, আডবাণী তাঁর ঠিক উল্টো মেরুতে। দলীয় পদ থেকে তাঁর ইস্তফার চাপ ও নীতীশের এনডিএ ত্যাগ, এই সবই মোদী সম্পর্কে আপত্তির কারণে। কিন্তু ভিএইচপি এবং সহযোগী সংগঠনগুলি তাঁকে প্রধানমন্ত্রীর পদে চাইছে প্রকাশ্যেই। মঙ্গলবার মোদী দিল্লিতে আসছেন। কথা বলবেন রাজনাথ সিংহের সঙ্গে। আডবাণীর সঙ্গে তিনি দেখা করেন কি না তা নিয়ে রাজধানীতে শুরু হয়েছে জল্পনা। দিল্লি থেকে মোদী জম্মুতে যাবেন দলের জেল ভরোতে। সেখান থেকে অযোধ্যা। হাওয়া তুলতে রামদেব মঙ্গলবারই পৌঁছে যাচ্ছেন আযোধ্যায়। সম্প্রতি যোগগুরুর সঙ্গে বৈঠকে বসে ভিএইচপি সিদ্ধান্ত নিয়েছে, লোকসভার ভোটকে সামনে রেখে তারা নতুন করে আন্দোলনে ঝাঁপাবে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে। তারও জমি তৈরি করবে মোদীর এই অযোধ্যা-যাত্রা।

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা
অমরনাথ যাত্রায় বিঘ্ন ঘটাতে হামলা চালাতে পারে জঙ্গিরা। সোমবার এ কথা জানিয়েছেন সেনার নর্দার্ন কম্যান্ডের প্রধান জেনারেল কে টি পরনায়েক। পরনায়েক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। তবে ওই জঙ্গিরা কারা, কী ভাবে তারা হামলা চালাবে, তা এখনও জানা যায়নি। অমরনাথ যাত্রীদের সুরক্ষার জন্য সেনা, সিআরপি ও জম্মু-কাশ্মীর পুলিশ একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন তিনি। পরনায়েক জানিয়েছেন, অমরনাথ যাত্রার সময়ে নিরাপত্তার দায়িত্ব সিআরপি ও পুলিশের। অমরনাথ গুহার নিরাপত্তার দায়িত্বে আছে সেনাবাহিনী। তবে সব দিকেই নজর রাখেন সেনা গোয়েন্দারা। জঙ্গি হানার সম্ভাবনা নিয়ে সংযুক্ত কম্যান্ডের বৈঠকে আলোচনা হয়েছে।

অগুস্তা শুনানিতে থাকবে সিবিআই
অগুস্তা ওয়েস্টল্যান্ড মামলায় হাজির থাকতে ইতালি যাচ্ছেন সিবিআইয়ের এক অফিসার। ওই মামলায় হাজির থাকবেন প্রতিরক্ষা মন্ত্রকের একটি দল। অগুস্তা ওয়েস্টল্যান্ড ভারতে হেলিকপ্টার বিক্রির চুক্তির সময়ে ঘুষ দিয়েছিল বলে অভিযোগ। এই মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগী, তাঁর তিন ভাই ও আরও ন’জনের। অগুস্তা ইতালীয় সংস্থা ফিনমেকানিকার অধীন। ওই মামলায় ১৯ জুন থেকে মিলানে বিচার হবে ফিনমেকানিকার প্রাক্তন প্রধান জিউসেপ্পে ওরসির। তথ্য সংগ্রহে সেখানে থাকতে চায় সিবিআই।

কুপিয়ে খুন, গ্রেফতার ৩
এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। জখম আরও একজন। রবিবার রাতে ধুবুরির আরকে মিশন রোডে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, হতের নাম অভিজিত্‌ রবিদাস (২৩)। ধৃতদের নাম মনোজ দাস, দীপঙ্কর চট্টোপাধ্যায় এবং ভানু মোদক। রাতে নেশার আসর থেকে অভিজিত্‌কে দেখে তারা হামলা চালায়। নিহতের সঙ্গে থাকা বিট্টু রায়কেও ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে।

বাক্স-বন্দি দেহ
তালা লাগানো একটি বাক্স। ভিতরে গলা-পচা এক মহিলার দেহ। মুখে অ্যাসিড দেওয়ায় শনাক্ত করা যাচ্ছিল না মৃতার মুখ। ট্রেনের মধ্যে থেকে উদ্ধার হয় ওই বাক্স। সোমবার সকালে লালগড়ে ট্রেন পৌঁছলে রেল পুলিশ ওই বাক্সটি উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, মৃতার পরনে ছিল ক্রিম ও কমলা রঙের সালোয়ার।

‘স্কেচ’ প্রকাশ
পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ‘স্কেচ’ প্রকাশ করল পুলিশ। তদন্তকারীরা জানান, ওই ব্যক্তির খবর কেউ দিতে পারলে তাঁকে ৫০ হাজার টাকা ইনাম দেওয়া হবে। গুড়গাঁওয়ের পুলিশ কমিশনার জানান, এক জনই এই অপরাধে জড়িত। শনিবার খাবারের লোভ দেখিয়ে মেয়েটিকে হোটেলের সামনে থেকে অপহরণ করা হয়। পরে তাকে ধর্ষণ করে ফেলে যাওয়া হয় মেট্রো স্টেশনের কাছে।

তেজপুরে বাস দুর্ঘটনায় মৃত ৬
ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ছ’জনের মৃত্যু হয়েছে। আজ বিকালে শোণিতপুর জেলার তেজপুরে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, তেজপুর থেকে ‘বর্ডার রোড অর্গানাইজেশন’-এর কর্মী এবং তাঁদের পরিজনদের নিয়ে একটি বাস ভালুকপুং যাচ্ছিল। চারিদুয়ারের ঘোড়ামারি এলাকায় উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এক মহিলা-সহ বাসে সওয়ার পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। গুয়াহাটিতে একটি গাড়ি খাদে পড়ে ৪ জন গুরুতর আহত হন।

রেল অবরোধ
পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আজ ১২ ঘণ্টা রেল অবরোধের ডাক দিয়েছিল ‘অল কোচ রাজবংশী ছাত্র সংগঠন’ (আক্রাসু)। অবরোধের জেরে রাজধানী এ ক্সপ্রেস, বেঙ্গালুরু এক্সপ্রেস-সহ কয়েকটি ট্রেন আটকে পড়ে। নলবাড়ি, বরপেটা, বিজনি এলাকায় অবরোধের জেরে রঙিয়া ডিভিশনে প্রায় ৭ ঘণ্টা ট্রেন চলাচল থমকে ছিল। ওই সংগঠনের প্রায় ৪ হাজার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ইতালিতে সিবিআই
অগুস্তা ওয়েস্টল্যান্ড মামলায় হাজির থাকতে ইতালি যাচ্ছেন সিবিআইয়ের এক অফিসার। ওই মামলায় হাজির থাকবেন প্রতিরক্ষা মন্ত্রকের একটি দল। অগুস্তা ওয়েস্টল্যান্ড ভারতে হেলিকপ্টার বিক্রির চুক্তির সময়ে ঘুষ দেয় বলে অভিযোগ। এই মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগী, তাঁর তিন ভাই-সহ ন’জনের।

দরবার হল-এ ফের শপথ গ্রহণ
আড়াই দশকেরও বেশি সময় পরে রাষ্ট্রপতি ভবনের দরবার হল-এ ফের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হল। ভারত স্বাধীন হওয়ার পর রাষ্ট্রপতি ভবনের দরবার হল-এ দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন জওহরলাল নেহরু। কিন্তু সেখানে শব্দের প্রতিধ্বনি বেশি হওয়ায় অনুষ্ঠান করা সমস্যা হচ্ছিল। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দরবার হল সংস্কারের উদ্যোগ নেন। তার পর সোমবার ফের সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হল।

প্রথম বার
সোমবার কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে এলেন আলতামাস কবীর। এই প্রথম দেশের কোনও প্রধান বিচারপতি কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে পা রাখলেন।

আত্মসমর্পণ
সোমবার দুপুরে আত্মসমর্পণ করলেন এক মাওবাদী দম্পতি। নাম জগত লেকাম (২৫) ও বিমলা কারাম (২৪)। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বিজাপুর এলাকায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.