রোমিংয়ে কমছে মোবাইল খরচ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দেশের মধ্যে রোমিং-এ থাকার সময়ে মোবাইলে কথা বলা এবং এসএমএস পাঠানোর খরচ কমছে। রোমিং-এর সময়ে গ্রাহকদের কাছ থেকে যে-চার্জ নেয় টেলি পরিষেবা সংস্থাগুলি, তার ঊর্ধ্বসীমা কমিয়ে দিল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। স্থানীয় কলের ক্ষেত্রে মিনিটে সর্বোচ্চ ১ টাকা ও এসটিডির সর্বোচ্চ ১.৫০ টাকা রোমিং চার্জ নিতে পারবে সংস্থাগুলি। আর ফোন এলে, তাতে কথা বলার খরচ মিনিটে ৭৫ পয়সা। আগামী ১ জুলাই থেকেই নয়া হার চালু হচ্ছে। অন্য দিকে, রোমিংয়ে থাকাকালীন স্থানীয় এসএমএসের সর্বোচ্চ খরচ ১ টাকা আর এসটিডির জন্য ১.৫০ টাকা করা হয়েছে। দু’টি বিশেষ নিখরচার রোমিং প্রকল্প চালু করতেও সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে ট্রাই।
|
বিশ্ব-মন্দার জেরে মে মাসে রফতানি ১.১% কমে হয়েছে ২৪৫১ কোটি ডলার। আমদানি ৬.৯৯% বেড়ে ছুঁয়েছে ৪৪৬৫ কোটি। ফলে পণ্য-পরিষেবা বাণিজ্যে ঘাটতি ৭ মাসে সর্বোচ্চ অঙ্কে পৌঁছে দাঁড়িয়েছে ২০১০ কোটি ডলারে। |