শিলিগুড়ির মাটিগাড়ায় কংগ্রেস এবং সিপিএম ছেড়ে বেশ কিছু কর্মী-সমর্থক তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি করল তৃণমূল। রবিবার মাটিগাড়ার পাথরঘাটা বাজার এলাকায় তৃণমূলের সভাতে তারা যোগ দান করে বলে জানানো হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ কৃষ্ণ পাল বলেন, “পাথরঘাটা এলাকার কংগ্রেস নেতা খগেশ্বর রায়ের নেতৃত্বে অনেক কংগ্রেস কর্মী-সমর্থক এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন। পরিরামজোত এলাকার কংগ্রেস এবং সিপিএম থেকেও অনেকে এসেছেন।” কংগ্রেস এবং সিপিএমের তরফে অবশ্য জানানো হয়েছে তাদের দল ছেড়ে কেউ গিয়েছেন বলে তাদের জানা নেই। জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জীবন মজুমদার জানান, খগেশ্বর রায় নামে পাথরঘাটা এলাকায় তাদের কোনও নেতা নেই। এ দিন রাজ্য সরকারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে মাটিগাড়ার পাথরঘাটা এলাকায় সভা করে তৃণমূল।
|
সড়ক দুর্ঘটনায় এক সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন সিপিএমের গ্রাম পঞ্চায়েত প্রার্থীও। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে মেটেলির গরুমারা জাতীয় উদ্যানের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে। সিপিএম প্রার্থী রঞ্জিৎ রায় ও তাঁর প্রতিবেশী সিপিএম কর্মী নিরঞ্জন রায় বাইকে মালবাজার থেকে চাপাডাঙা গ্রাম পঞ্চায়েতের সারিপাকড়িতে ফিরছিলেন। উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাঁদের ধাক্কা মারে। জলপাইগুড়ি হাসপাতালে নিরঞ্জন রায় (৪৮) মারা যান। রঞ্জিৎ রায় চিকিৎসাধীন।
|
রবিবার নিউ আলিপুরদুয়ারে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শহরের ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর দিবাকর পাল। তাঁর সঙ্গেই দল ছাড়লেন বেশ কিছু কর্মী সমর্থক। এ দিন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, “শহরের ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিবাকর পাল সহ কয়েকশো কংগ্রেস কর্মী এ দিন এক সভায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন।” ২০০৩ সালে দিবাকরবাবু কংগ্রেসের টিকিটে ওই এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হন। প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার বলেন, “কারও হয়তো মনে হয়েছে, যে এ বার তিনি এই ওয়ার্ড থেকে কংগ্রসের টিকিট পাবেন না। তাই দল ছেড়েছেন।”
|
বাজ পড়ে আহত ৫ জন। শনিবার রাতে মালবাজার শহরের প্রমোদনগর কলোনিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা স্বপন রায়ের বাড়িতে বাজ পড়ে বিদ্যুতের তারে আগুন ধরে যায়। সেই আগুনে স্বপনবাবুর পরিবারের ৪ জন ও তাঁর ভাড়াটের পরিবারের ৮ বছরের শিশু জখম হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের মালবাজার মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
|
ট্রাকের ধাক্কায় গুড়িয়ে গেল একটি দোকান। রবিবার সকাল সাড়ে ৭ টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নৌকাঘাটে তৃতীয় মহানন্দা সেতু সংলগ্ন এলাকায়। দোকানে ওই সময় কেউ না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে ট্রাকের চালক এই ঘটনায় জখম হয়েছেন। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ ট্রাকটিকে আটক করেছে। সকালে তাঁদের মিষ্টির দোকানটি খুলে কোনও কাজে বাইরে গিয়েছিলেন দোকানের মালিক মনোজ ঠাকুর। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তা ছাড়িয়ে ঢুকে পড়ে দোকানে।
|
এই শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ চালু হচ্ছে শিলিগুড়ির চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দিরে। স্কুল কর্তৃপক্ষ জানান, এর জন্য প্রয়োজনীয় অনুমতি চলে এসেছে। ছাত্র ছাত্রীরা বিজ্ঞান বিভাগের কয়েকটি বিষয় নিয়ে পড়তে পারবে। গণিত, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন এবং ভূগোল নিয়ে পড়াশুনার সুযোগ মিলবে। প্রধান শিক্ষক বিশ্বনাথ দত্ত বলেন, “আমাদের পরিকাঠামো তৈরি।”
|
শিশুশ্রম বিরোধী দিবস পালন করল রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল সোসাইটি। রবিবার পানিট্যাঙ্কি এলকার ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এ দিন আনুষ্ঠানিক ভাবে দিনটি পালন করা হয়। ক্যুইজ-সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়। |