দুষ্কৃতী খুন শ্রীরামপুরে
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
মদের বোতল ভেঙে পেটে ঢুকিয়ে এক দুষ্কৃতীকে খুন করল অন্য দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব রেলের শ্রীরামপুর স্টেশনের জিআরপি ব্যারাকের পিছনেই। পুলিশ জানায়, নিহতের নাম সুজিত দাস ওরফে গুণ্ডা (৩৮)। সে শ্রীরামপুরে নেতাজি সুভাষ অ্যাভেনিউয়ে থাকত। তার নামে পুলিশের খাতায় ডাকাতি-সহ নানা অভিযোগ রয়েছে। বহু বার জেলও খেটেছে। তদন্তকারীদের দাবি, বড়কা নামে এক দুষ্কৃতীর সঙ্গে গুণ্ডার বন্ধুত্ব ছিল। শনিবার রাতে বরকা-সহ ৩ দুষ্কৃতীর সঙ্গে বসে মদ খাচ্ছিল সে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, সে সময়ে বড়কার সঙ্গে গুণ্ডার বচসা হয়। তখনই এক জন বোতল ভেঙে গুণ্ডার পেটে ঢুকিয়ে দেয়। তিন জন পালায়। পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই যুবককে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মারা যায় গুণ্ডা। দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
বাগনানে খাঁজুটি স্প্লেনডিড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আটদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী হল বাঁশবেড়িয়া রিক্রিয়েশন ক্লাব। ফাইনালটি হয় রবিবার বিকেলে, আয়োজক ক্লাবের মাঠে। তারা নির্ধারিত সময়ে ২-১ গোলে পরাস্ত করে উলুবেড়িয়ার সনাতন স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের পক্ষে গোল দু’টি করেন সত্য পাল ও দীপ্তিময় ঘোষ। সনাতন স্পোর্টিং ক্লাবের পক্ষে একটি গোল শোধ দেন উত্তম দেবনাথ। ফাইনালের সেরা নির্বাচিত হয়েছেন দীপ্তিময় ঘোষ। প্রতিযোগিতার সেরা সনাতন স্পোর্টিং ক্লাবের সাহেব জাটী।
|
পঞ্চম শ্রেণির একটি ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। হাওড়ার সাঁতরাগাছি থানার বাকসাড়া বাজার এলাকায়। ধৃতের নাম তাপস পাল। স্কুল থেকে ফেরার পথে বুধ ও শুক্রবার ওই ছাত্রীকে সাইকেলে তুলে নেয় মাছ ব্যবসায়ী তাপস। তার পরে রাস্তার পাশের ঝোপে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হলে জনতা থানায় বিক্ষোভ দেখায়। |