টুকরো খবর |
রেল প্রকল্প নিয়ে বন্ধের ডাক বরাকে
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
লামডিং-শিলচর ব্রডগেজ প্রকল্প নিয়ে রেল কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগে ২৪ সেপ্টেম্বর বরাক বন্ধের ডাক দেওয়া হল। আজ করিমগঞ্জে এক সমাবেশে ওই ঘোষণা করেছে ‘লামডিং-শিলচর ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি’। কমিটির তরফে জানানো হয়, একই দাবিতে আগামী তিনমাস বিভিন্ন কর্মসূচিও পালন করা হবে। সংগঠনের আহ্বায়ক অজয় রায় জানান, বরাক উপত্যকা থেকে রাজ্য মন্ত্রিসভায় যে তিনজন প্রতিনিধিত্ব করছেন, তাঁদের একদিন ঘেরাও করা হবে। ঘেরাও হবে উপত্যকার দুই সাংসদও। তা ছাড়া, ব্লক পর্যায়ে ধর্না, রেল অবরোধের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অজয়বাবু জানিয়েছেন, বন্ধের আগে তিনদিন ধরে তিনটি জেলা সদরে রেল লাইন অবরোধ করা হবে। |
থানায় আত্মঘাতী নাবালিকা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
থানার মধ্যে সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করল এক নাবালিকা। শনিবার ঘটনাটি ঘটেছে দিল্লির বিজয় বিহার থানায়। পুলিশ জানিয়েছে ১৬ বছরের এই মেয়েটি বাংলাদেশের নাগরিক। দিল্লিতে বসন্ত কুঞ্জে থাকত মেয়েটি। করত পরিচারিকার কাজ। শুক্রবার সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। শনিবার একটি মেট্রো স্টেশনের কাছে মেয়েটিকে বসে থাকতে দেখে এক পথচারী তাকে বিজয় বিহার থানায় পৌঁছে দেন। থানা থেকে মেয়েটির বাবা-মাকে খবর দেওয়া হয়। মেয়েটিকে থানায় মহিলাদের পোশাক পরিবর্তনের ঘরে রাখা হয়। সেই ঘরেই নাবালিকাটি ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশের দাবি মেয়েটি অবসাদে ভুগছিল। কারণ তার ইচ্ছের বিরুদ্ধে বাড়ির লোক তার বিয়ে ঠিক করেছিল। |
বন্ধ হয়ে গেল ফেসবুক অ্যাকাউন্ট
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
স্থানীয় ট্রেনের কামরায় বছর পঁচিশের পূর্বা ভোগলেকে উত্যক্ত করার চেষ্টা করেছিল এক ব্যক্তি। কিন্তু ভয় না পেয়ে তাকে বেশ উত্তম-মধ্যম শিক্ষা দিয়ে দিয়েছিলেন পূর্বা। সে কথাই ফেসবুকে জানানোর পরে অভিনন্দন বার্তায় ভরে উঠেছিল তাঁর ফেসবুকের পেজ। কিন্তু এই ঘটনার পরেই ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হল তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি। শনিবারের এই ঘটনায় রীতিমতো অবাক হয়েছেন পূর্বা। তিনি বলেন, “ভেবেছিলাম যাঁরা অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানাব। কিন্তু হঠাৎ কোনও কারণ ছাড়াই বন্ধ হয়ে গেল অ্যাকাউন্টটি।” |
দু’টি মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ধুবুরি জেলার চাপর থানার আরেয়ারঝার গ্রামের ৩১ নং জাতীয় সড়কের পাশে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের বয়স আনুমানিক বছর ৩০। শরীরে জামাকাপড় ছিল না। এই দিন ধুবুরির অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত দত্ত জানান দেহ দুটি চালক, খালাসির বলে মনে হচ্ছে। এর পিছনে গাড়ি চুরি চক্রও জড়িত থাকতে পারে। |
|