কুড়মালি পরম্পরায় রবীন্দ্র-স্মরণ
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
অরণ্যসুন্দরী মহাসঙ্ঘ সভাঘরে রবীন্দ্র স্মরণ।—নিজস্ব চিত্র। |
কুড়মালি পরম্পরার আলোকে রবীন্দ্রনাথশীর্ষক এক অনুষ্ঠানে বিশ্বকবির সাহিত্য সৃষ্টিকে কুড়মালি ভাষায় ছড়িয়ে দেওয়ার কথা বললেন কুড়মি সমাজের প্রতিনিধি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। রবিবার ঝাড়গ্রামে অরণ্যসুন্দরী মহাসঙ্ঘ সভাঘরে আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল কুড়মালি চিসইআ রাইটার্স অ্যান্ড আর্টিস্টস্ অ্যাসোসিয়েশন। আলোচনায় যোগ দেন অল ইন্ডিয়া কুড়মালি চিসইআ সোসাইটির সম্পাদক জয়ন্ত মাহাতো, সাহিত্যিক ললিতমোহন মাহাতো, নলিনী বেরা, অধ্যাপক গৌতম মাহাতো, শিক্ষাব্রতী সত্যরঞ্জন মাহাতো, ওড়িশা কুড়মালি আখড়ার সম্পাদক শশধর কাডোয়ার প্রমুখ। কুড়মালি ভাষায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন ইন্দ্রাণী মাহাতো, তাপস মাহাতো ও বিজয় মাহাতো। রবীন্দ্রনাথ সম্পর্কে কুড়মালি ভাষায় স্বরচিত কবিতা পাঠ করেন নারায়ণ মাহাতো। ওই সংস্থার উদ্যোগেই ‘আদ্দাস’ (খবর) নামে একটি সংবাদ ও সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন সাহিত্যিক ললিতমোহন মাহাতো। কুড়মি সম্প্রদায়ের মধ্যে রবীন্দ্র সঙ্গীত রবীন্দ্র-সাহিত্যকে জনপ্রিয় করে তুলতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে কুড়মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবি নিয়ে সরব হন সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা।
|
আমার ছেলে নির্দোষ, দাবি আদিত্য পাঞ্চোলির
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
প্রথমে মুখোমুখি হয়েছিলেন দুই মা। এক মা সদ্য মেয়েকে হারিয়েছেন। আর অন্য জনের ছেলে ওই মেয়েরই আত্মহত্যা মামলায় অভিযুক্ত হয়ে এখন জেলে। অবশেষে রবিবার মুখ খুললেন ছেলেটির বাবা, আদিত্য পাঞ্চোলি। মঙ্গলবার জিয়ার মা রাবিয়াদের জুহুর ফ্ল্যাটে গিয়েছিলেন সুরজের মা জারিনা ওয়াহাব। যদিও তাঁদের সাক্ষাৎ-পর্বটা খুব মসৃণ ছিল না। অবশেষে আজ সুরজের বাবা আদিত্য পাঞ্চোলিও মুখ খুললেন। তিনি জানিয়েছেন, তাঁর ছেলে নিদোর্ষ। সুরজ এখন জেলে। আর জেলের এই অভিজ্ঞতা ওঁর মনের জোর বাড়াবে। জিয়া খান মামলায় অভিযুক্ত সুরজ পাঞ্চোলি মুম্বই আদালতে তাঁর জামিনের আবেদন করেছেন। আগামী ২১ জুন সেই শুনানি হবে বলে জানিয়েছে আদালত। আদিত্য পাঞ্চোলি বলেন, “আমি এবং আমার স্ত্রী জারিনা দু’জনেই মনে করি, সুরজ কোনও দোষ করেনি। ও পুরো এর মায়ের স্বভাব পেয়েছে। রেগে গেলে খুব শান্ত হয়ে যায়। এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা সুখকর নয়। তবে আমি নিশ্চিত এই অভিজ্ঞতাই ওকে আরও ভাল মানুষ করে তুলবে।”
পুরনো খবর: আচমকা জিয়াদের ফ্ল্যাটে জারিনা, চোটপাট করে ঘর ছাড়লেন রাবিয়া
|
রবীন্দ্র-স্মরণ
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
সম্প্রতি রবীন্দ্র-নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হল বাগনানের বইমেলা কমিটি ও স্থানীয় ব্লুস্টার ক্লাবের উদ্যোগে। পান কল্যাণ সমিতি প্রাঙ্গনে ওই অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি, সাহিত্য আলোচনার আসর বসে। স্থানীয় কিশলয় প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগেও পালিত হয় রবীন্দ্রজয়ন্তী। |