টুকরো খবর
পেলের সুপারিশ

পেলে মনে করেন, ২০১২ ব্যালন ডি’অর পুরস্কার মেসির আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাওয়া উচিত ছিল। “দক্ষতার দিক থেকে দেখলে মেসি পুরস্কার পাওয়ার যোগ্য। কিন্তু সাফল্যের দিক থেকে দেখলে রোনাল্ডোরই পাওয়া উচিত ছিল ২০১২-এ ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। রিয়াল মাদ্রিদের হয়ে ও লা লিগা জিতেছে। দু’বার আমি এই পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে ছিলাম। দু’বারই ক্রিশ্চিয়ানো জয়ের খুব কাছাকাছি ছিল। কিন্তু মেসি প্রত্যেক বারই এগিয়ে ছিল,” বলেন ফুটবল-সম্রাট।

তিরন্দাজিতে রুপো
এক পয়েন্টের জন্য তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ টু-তে সোনা হাতছাড়া হল ভারতের। কম্পাউন্ড মিক্সড টিম ফাইনালে ভারতের রজত চৌহান এবং মঞ্জুধা সয় ১১১-১১২ হারলেন ইতালির বিশ্ব চ্যাম্পিয়ন জুটি সের্জিও পাজিনি ও মার্সেলা টোনিওলি-র বিরুদ্ধে। তুরস্কে রজত-মঞ্জুধা-র রুপো এই বিশ্বকাপ থেকে ভারতের একমাত্র পদক প্রাপ্তি।

হকিতে হার
বিশ্বকাপ হকির ছাড়পত্র পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে ভারতের। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড থ্রি (সেমিফাইনাল)-এর প্রথম ম্যাচে দুর্বল আয়ার্ল্যান্ডের সঙ্গে ড্র করার পর উদ্যোক্তা নেদারল্যান্ডসের কাছে দ্বিতীয় ম্যাচে নবসের ছেলেরা হারলেন ০-২ গোলে। পুল ‘বি’-তে নিউজিল্যান্ডের সঙ্গে যুগ্ম শীর্ষে ডাচরা। ভারতের দু’ম্যাচে ১ পয়েন্ট।

ডোপের দায়ে
দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন জামাইকান অ্যাথলিট ভেরোনিকা ক্যাম্পবেল ব্রাউন ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন। গত মাসের গোড়ার দিকে জামাইকা আমন্ত্রণী মিটে ক্যাম্পবেলের যে নমুনা নেওয়া হয়েছিল তাতে নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি রয়েছে। তাঁর দুটি নমুনাই ‘পজিটিভ’ বলে নিশ্চিত করেছে জামাইকা মিডিয়া। জামাইকা মিডিয়া জানাচ্ছে, এই কেলেঙ্কারির পর ৩১ বছর বয়সি অ্যাথলিট বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিটে নামবেন না।

সাইনার বিদায়
তাইল্যান্ড ওপেনের পর তাঁর পয়া টুর্নামেন্ট ইন্দোনেশিয়ান ওপেন সুপার সিরিজেও ব্যর্থ সাইনা নেহওয়াল। গত চার বছরে এই টুর্নামেন্টের তিন বারের চ্যাম্পিয়ন সাইনা এ বার সেমিফাইনালে ২১-১২, ১৩-২১, ১৪-২১ হেরে গেলেন জার্মানির জুলিয়েন শেঙ্কের কাছে। যাঁর বিরুদ্ধে শেষ তিন বার জেতার পাশাপাশি মোট সাক্ষাতেও ৮-৩ এগিয়ে ছিলেন হায়দরাবাদি তারকা। কিন্তু এ দিন সেই দাপট ধরে রাখতে পারেননি বিশ্বের দু’নম্বর সাইনা। ভারতীয় তারকা প্রথম গেম জেতার পরেও জুলিয়েনের আক্রমণাত্মক নেট প্লে-র সামনে পরের দু’গেমে পিছিয়ে যেতে শুরু করেন। আর ম্যাচে ফিরে আসতে পারেননি সাইনা।

ওয়ার্নার-গেট
ডেভিড ওয়ার্নার বিতর্ক থেকে বের হতে বিশেষজ্ঞদের সাহায্য নেবে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুট-কে ঘুষি মারার জন্য নির্বাসিত এই ওপেনার এবং ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা পাঁচ সতীর্থের কড়া সমালোচনা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া-র চিফ এক্সিকিউটিভ জেমস সাদারল্যান্ড। “সমাধানের পথ খুঁজতে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলব, পেশাদারদেরও সাহায্য নেব,” বলেন সাদারল্যান্ড। ওয়াকিবহাল মহলের আশঙ্কা, ওয়ার্নার বারবার বিতর্কে জড়িয়ে পড়ছেন ‘পানাসক্তি’র জন্য। কর্তারা হয়তো সেই বিষয়েই নিশ্চিত হতে বিশেষজ্ঞদের পরামর্শ নেবে।

অন্য খেলায়
বাগুইআটি স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত বাগুইআটি লিগে চ্যাম্পিয়ন হল জনকল্যাণ সমিতি। তারা ১-০ হারায় রাজারহাট ভ্রাতৃ সংঘকে। গোলদাতা অনিমেষ যাদব।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.