মৃত্যু চিরকালই মানুষকে বাড়তি গুরুত্ব দান করে, যে আম-বাঙালি ঋতুপর্ণকে দেখে ‘ছ্যা! কী মেয়েলি!’ বলে বছরের পর বছর কদর্য কৌতুকে গড়িয়ে পড়ছিল, সে অবধি এখন তাঁর রূপান্তরকামী সত্তাকে চট করে গাল দিতে পারছে না। তাঁর পাণ্ডিত্যের কথাটাই বেশি করে বলছে। রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন, বিদ্যাসাগরের দয়ার কথা বাঙালি বেশি বলে, সমাজ-ভাঙা তেজের কথা নয়। কিছু দিন প্রাথমিক অস্বস্তিটা কেটে গেলে, আবার বাঙালি সমকামীদের গাল পাড়বে’খন। |