কলকাতায় পেট্রোলের দাম বাড়ল ২.৫০ টাকা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আবার দাম বাড়ল পেট্রোলের। চলতি মাসে দ্বিতীয় বার। এ বার লিটারে ২ টাকা দাম বাড়ানোর কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল। ফলে কর যোগ করে কলকাতায় দাম বাড়ল ২.৫০ টাকা। দাঁড়াল লিটার পিছু ৭৩.৭৯ টাকায়। মধ্যরাত্রি থেকেই তা কার্যকর হয়েছে। ইন্ডিয়ান অয়েলের দাবি, শেষ বার পেট্রোলের দাম বাড়ানোর পর থেকে ডলারের তুলনায় টাকার দাম পড়েছে অনেকটাই। আর এই পতনের জেরে বেড়েছে দেশে তেল আমদানির খরচ। পাশাপাশি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দামও বেড়েছে গত কয়েক দিনে। সেই কারণেই পেট্রোলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। যদিও, এ দিন ডিজেলের দাম বাড়ায়নি তারা। এর আগে চলতি বছরে মোট পাঁচ বার এই দাম বাড়িয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ভর্তুকিতে ডিজেল বিক্রির ক্ষতির অঙ্ক যত দিন না-মেটে তত দিন এই দাম বাড়াতে এর আগেই সায় দিয়েছে কেন্দ্র। ইন্ডিয়ান অয়েলের দাবি, টাকার দামের টানা পতন তাদের ক্ষতিকে আরও বাড়িয়েছে। যে কারণে এখন লিটার পিছু ক্ষতির অঙ্ক ৪.৮৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৬.৩১ টাকা। আগামী দিনেও টাকার দর এবং বিশ্ব বাজারে তেলের দামের উপর নজর রাখা হবে। সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা।
|
পুরনো গাড়ি বদলের কর্মসূচি মারুতি-সুজুকির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পুরনো বদলে নতুন। নয়া গাড়ি বেচতে পুরনো গাড়ি বদলের ডাক দিল মারুতি-সুজুকি। এ জন্য বাড়তি সুবিধা মিলবে এক মাস। এত দিন ধরে এ ধরনের কর্মসূচি এই প্রথম বলে সংস্থা সূত্রের খবর। পাশাপাশি, কলকাতায় ইএম বাইপাস সংলগ্ন গীতাঞ্জলি স্টেডিয়ামে আজ ১৬ জুন পর্যন্ত চলবে দু’দিনের মেগা-কার্নিভাল। সেখানে সংস্থার হাতফেরতা গাড়ি বিক্রির শাখা ট্রু- ভ্যালুর ডিলাররা হাজির থাকবেন। নতুন গাড়ি বিক্রি তলানিতে। কার্যত গাড্ডায় বসে যাওয়া ব্যবসাকে টেনে তুলতে কসুর নেই সংস্থাগুলির। মারুতির হাতিয়ার আপাতত মাসব্যাপী গাড়ি বদলের কর্মসূচি। সংস্থার কর্তা ময়াঙ্ক পারেখ জানান, হাতফেরতা গাড়ির ব্যবসার মাধ্যমে নতুন গাড়ির বিক্রি বাড়ানো পরিকল্পনার মূল উদ্দেশ্য। ‘ট্রু-ভ্যালু’-তে মারুতি-সহ যে-কোনও ব্র্যান্ডের পুরনো গাড়ি বদলে নতুন মারুতি গাড়ি কেনার সুযোগ পাবেন ক্রেতারা। ফলে পুরনো ক্রেতা ধরে রাখার পাশাপাশি যাঁদের অন্য সংস্থার গাড়ি রয়েছে, তাঁদেরও নতুন মারুতি গাড়ি বিক্রির সুযোগ আসবে সংস্থার কাছে। শুধুমাত্র পুরনো মারুতির মালিকের সংখ্যাই প্রায় পাঁচ লক্ষ।
|
তিন মাস বন্ধ জাতীয় উদ্যান
সংবাদসংস্থা • মালবাজার |
আজ, রবিবার থেকে তিন মাসের জন্য ডুয়ার্সের সব জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশ বন্ধ হয়ে গেল। বর্ষায় প্রতি বছর ১৬ জুন থেকে তিন মাসের জন্য জাতীয় উদ্যানগুলি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হওয়ার আগের দিন, অর্থাৎ শনিবার গরুমারায় পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মত। |