টুকরো খবর
রেলশহরে ধৃত ভুয়ো রেলপুলিশ
নকল রেল পুলিশকে গ্রেফতার করল খড়্গপুরের রেল পুলিশ। বৃ্হস্পতিবার খড়্গুপর স্টেশনে দু’জনের মধ্যে ঝামেলা হচ্ছে সেখানে হাজির হয় রেল পুলিশ। তখন নকল রেল পুলিশ নিজেকে রেল পুলিশ বলে পরিচয় দেওয়ার পর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পরিচয়পত্র দেখেই রেল পুলিশের সন্দেহ হয়। নথি পরীক্ষার পর দেখা যায় বিশাল পুরী নামে চণ্ডীগড়ের ওই বাসিন্দা নকল রেল পুলিশ। পরিচয়পত্রটিও জাল। তার কাছ থেকে রেল পুলিশ একটি টুপি ও রিভলবার রাখার চামড়ার খাপও উদ্ধার করেছে। অন্য দিকে, এ দিনই মহম্মদ নুর আলম নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেফতার করে রেলপুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর দু’য়েক আগেও রেলেরই প্যান্ট্রি কারে কাজ করতেন নূর আলম। পরে চাকরি ছেড়ে দিলেও তিনি পোশাক জমা দেয়নি। রেলপুলিশ জানিয়েছে, ওই পোশাক পরেই ট্রেনে চড়ে ঘুরে বেড়াত নূর। ফলে রেলের কর্মী হিসাবে যাত্রীরা বিশ্বাসও করতেন। সেই সুযোগে যাত্রীদের নানা জিনিস চুরি করত ওই ব্যক্তি।

জলমগ্ন এলাকা ঘুরলেন ডিএম
বৃষ্টি মাথায় বাড়ি ফেরা।
ক’দিন আগে জেলায় অতিবৃষ্টি হয়। নদী ছাপিয়ে বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়ে। জলমগ্ন হয়ে পড়ে মেদিনীপুর সদর ব্লকের পাথরার কিছু এলাকাও। এলাকার উপর দিয়েই চলে গিয়েছে কলাইচণ্ডী খাল। সেই খালের উপর একটি সেতু রয়েছে। একদিকে হাতিহল্কা। অন্যদিকে পাথরা। অতিবৃষ্টির জেরে সেতুটির একাংশও ক্ষতিগ্রস্ত হয়। ফলে, স্থানীয় মানুষ সমস্যায় পড়েন। যাতায়াতের ক্ষেত্রে অসুবিধের সৃষ্টি হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনি প্রমুখ। পাথরায় গিয়ে তাঁরা সেতুটির অবস্থা খতিয়ে দেখেন। স্থানীয়রাও তাঁদের সমস্যার কথা জানান। ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলাশাসক। তাঁর কথায়, “অ্যাপ্রোচ রোডের একদিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্যা সমাধানে পদক্ষেপ করা হচ্ছে।”

শালপাতার থালা তৈরির প্রশিক্ষণ
মহিলা স্বসহায়ক দলগুলোকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হল বৃহস্পতিবার থেকে। এদিন মেদিনীপুর সদর ব্লকের মণিদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকার একটি মহিলা স্বসহায়ক দলকে প্রশিক্ষণ দেওয়া হয়। যে দল শালপাতার থালা তৈরি করবে। শিবিরে গিয়েছিলেন জেলার লিড ডিস্ট্রিক্ট ব্যাঙ্ক ম্যানেজার (এলডিএম) সমরেন্দ্র সন্নিগ্রাহী, নাবার্ডের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (ডিডিএম) অমিত দাস প্রমুখ। পশ্চিম মেদিনীপুরে এখনও পর্যন্ত সবমিলিয়ে ৫১০টি মহিলা স্বসহায়ক দল তৈরি হয়েছে। এরমধ্যে ৯১টি দল ব্যাঙ্ক থেকে ঋণও পেয়েছে। গত মাসেই জেলার প্রতিনিধি দল তিনটি ব্লকে গিয়ে মহিলা স্বসহায়ক দলগুলোর কাজকর্ম খতিয়ে দেখে। এদিন বিকেলে বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিদের নিয়েও মেদিনীপুরে এক বৈঠক হয়। যে বৈঠকে মহিলা স্বসহায়ক দলগুলোর কাজকর্ম নিয়ে আলোচনা হয়। কী ভাবে আরও বেশি সংখ্যক দলকে ঋণ দেওয়া যায়, তা দেখা হয়। আপাতত, পশ্চিম মেদিনীপুরে ১ হাজার মহিলা স্বসহায়ক দল তৈরি করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

কোর কমিটি
তৃণমূল প্রভাবিত সব কমী সংগঠনকে একছাতার তলায় আনতে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ‘ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, পশ্চিমবঙ্গ’ তৈরি হয়। গত মাসে এই সংগঠনের জেলা কোর কমিটি গঠন হয়েছে। আহ্বায়ক হয়েছেন অরুণকান্তি প্রতিহার। এ বার মহকুমাস্তরেও কোর কমিটি গঠন হল। অরুণবাবু জানান, ৭ জুন ঘাটাল, ৮ জুন খড়্গপুর, ৯ জুন ঝাড়গ্রাম মহকুমা কোর কমিটি গঠন হয়েছিল। বৃহস্পতিবার মেদিনীপুর সদর মহকুমা কোর কমিটি গঠন হয়। সঙ্গে জেলার ২৯টি ব্লকের কোর কমিটিও গঠন হয়েছে।

নারী নির্যাতনের প্রতিবাদে অবস্থান
নারী নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসূচী করল নারী নিগ্রহ প্রতিরোধ কমিটি। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে এই কর্মসূচী হয়। উপস্থিত ছিলেন কমিটির কার্যকরী সভাপতি জ্ঞানেন্দ্রনাথ ভুঁইয়া, সহ- সভাপতি দীপক বসু প্রমুখ। বারাসাত, নদীয়ায় ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ জানানো হয় এই কর্মসূচি থেকে। কমিটির বক্তব্য, রাজ্য নারী নিগ্রহের ঘটনায় শীর্ষস্থানে রয়েছে। এটা উদ্বেগের। রাজ্য সরকারের চূড়ান্ত অমানবিক মনোভাব এবং সেই সঙ্গে পুলিশ- প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলেই রাজ্যে নারী নিগ্রহ ক্রমাগত বেড়ে চলেছে। এমন ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছে কমিটি।

কিশোরের অপমৃত্যু
এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল বৃহস্পতিবার। ঘটনাটি ঘটেছে খড়্গপুর টাউন থানা এলাকার ইন্দাতে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিতয় ওই কিশোরের বয়স বছর চোদ্দো। এ দিন সকালে একটি কুয়োর মধ্যে তার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। কী ভাবে ওই কিশোর কুয়োয় পড়ল, কিশোরের পরিচয়ই বা কী তা খতিয়ে দেখছে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.