পরীক্ষায় টুকলিতে বাধা পেয়ে তারকেশ্বর ডিগ্রি কলেজের এক শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্র নিজের মিথ্যা পরিচয় দিয়েছিল। জেলা টিএমসিপি-র দাবি, ওই ঘটনায় হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুমিত সরকার জড়িত নন।
হুগলি জেলা টিএমসিপি সভাপতি শুভজিৎ সাউ বলেন, “যে ছাত্র নকল করে ধরা পড়ে শিক্ষককে মারধর করেছে, তার নাম শেখ মনিরুল ইসলাম। সে আমাদের কর্মী। সে নিজেকে আড়ালে রাখতে আমাদের সংগঠনের নেতা সুমিত সরকার বলে নিজেকে পরিচয় দিয়েছিল। এটা অত্যন্ত গর্হিত কাজ। সুমিত তারকেশ্বরের কলেজের অধ্যক্ষকে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। আমরা তদন্ত করে মনিরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
প্রহৃত শিক্ষক অর্ণব বসুও বলেন, “শেখ মনিরুল ইসলাম নামের একটি ছাত্রই গোটা ঘটনা ঘটায়। আমি পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষকে বিস্তারিত ভাবে সব জানিয়েছি।” তারকেশ্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমলকান্ত হাটি বুধবার রাতেই পুলিশ-প্রশাসনে বিষয়টি জানান। অমলকান্তবাবু বলেন, “শুধু শিক্ষককে হেনস্থা মারধর করা নয়, ছাত্রটি আমাদের তাঁর পরিচয় সম্বন্ধে আগাগোড়া বিভ্রন্ত করে গিয়েছে। তার নামই সে ভুল বলে। পরে কলেজের নথিপত্র ঘেঁটে আমরা বিষয়টি জানি।”
বৃহস্পতিবারই ওই ঘটনায় রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ দিন কামারকুণ্ডু জিআরপি থানায় করা এফআইআরে প্রহৃত শিক্ষক অর্ণব বসু পুলিশকে জানিয়েছেন, তাঁর উপর মোট দু’দফায় আক্রমণ চালান হয়। একবার হরিপালে এবং অন্য বার নালিকূলে। শুধু মারধর করাই নয়, ওই ছাত্রেরা তাঁর চশমা পর্যন্ত ভেঙে দেয়। এই বিষয়ে রেল পুলিশের এক পদস্থ কর্তা বলেন,“আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে বিষয়টি প্রমাণিত হলে ব্যবস্থা নেবে পুলিশ।” পুরো বিষয়টি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ দিকে তৃণমূল ছাত্র পরিষদ সূত্রের খবর, শুধু শিক্ষককে মারধর কারাই নয়, নিজেকে আড়াল করতে মনিরুল তারকেশ্বর কলেজ কর্তৃপক্ষ এবং নিজের সংগঠনের নেতাদের আগাগোড়া বিভ্রান্ত করে গিয়েছেন।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের পরীক্ষায় হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়ের পড়ুয়াদের আসন পড়েছে তারকেশ্বর ডিগ্রি কলেজে। বুধবার ছিল শারীরশিক্ষার পরীক্ষা। এক ছাত্র নকল করায় অর্ণববাবু শাস্তি হিসেবে দশ মিনিটের জন্য তাঁর খাতা কেড়ে নেন।
সেই আক্রোশেই ওই ছাত্রের নেতৃত্বে বেশ কিছু ছাত্র হরিপাল স্টেশনে ট্রেনে উঠে অর্ণববাবুকে মারধর করে বলে অভিযোগ। সহযাত্রীরা রুখে দাঁড়ালে হামলাকারীরা ট্রেন থেকে পালায়। |