টুকরো খবর
এমএমটিসি শেয়ারে আবেদন দেড় গুণ
রাষ্ট্রায়ত্ত এমএমটিসির শেয়ার বিক্রিতে বিপুল সাড়া পেল কেন্দ্র। বৃহস্পতিবার সংস্থার ৯.৩৩% (সংখ্যার হিসাবেও ৯.৩৩ কোটি) শেয়ার কিনতে দেড় গুণের বেশি আবেদন জমা পড়েছে। যার মোট সংখ্যা প্রায় সাড়ে ১৪ কোটি। শেয়ারের ন্যূনতম দর ৬০ টাকা। বাজারে ইস্যুর দাম ৬০.৮৬ টাকা ধরা হবে বলে ইঙ্গিত। কেন্দ্রের দাবি, এই শেয়ার বেচে ৫৬৮ কোটি টাকা আসবে। তবে এ দিন বাজার খোলার পরেই বিএসই-তে সংস্থার শেয়ার দর প্রায় ১০% পড়ে দাঁড়ায় ১৯০.৩৫ টাকায়। ফলে সারা দিনের জন্য সংস্থার শেয়ার লেনদেন বন্ধ করে দিতে হয়। কোল ইন্ডিয়ার শেয়ার। রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়ার শেয়ার বিলগ্নিকরণে অনড় কেন্দ্র। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট জানান অর্থমন্ত্রী পি চিদম্বরম। মনে করা হচ্ছে, এই শেয়ার বেচে কেন্দ্রের হাতে আসবে প্রায় ২০ হাজার কোটি টাকা। এ দিন অর্থমন্ত্রী জানান, এই শেয়ার বিক্রির ব্যাপারে কর্মীদের আপত্তি নিয়ে ইউনিয়নের সঙ্গে কেন্দ্র কথা বলবে।

বিভ্রম শিল্প বৃদ্ধির পরিসংখ্যান নিয়ে
বিভ্রমের ফেরে শিল্প বৃদ্ধির পরিসংখ্যান। এপ্রিলের জন্য বুধবার প্রকাশিত এই পরিসংখ্যান বৃহস্পতিবারই দু’দফায় সংশোধন করল কেন্দ্র। পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ দফতরের পক্ষ থেকে আজ সকালে এই হার গত কালের ২% থেকে সংশোধন করা হয় ২.২ শতাংশে। বিদ্যুৎ উৎপাদনের হিসাবে ভুল থাকায় ওই সংশোধন বলে জানানো হয়। পরে বিকেলের দিকে ফের এই পরিসংখ্যান সংশোধন করা হলে তা দাঁড়ায় ২.৩%। এ বার শক্তি ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধির হারও সংশোধন করা হয়। জানানো হয়, তা ৪.২%।

নতুন নিয়োগ
গ্যারি কেনেথ টুমে জেট এয়ারওয়েজের নতুন সিইও হচ্ছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.