আফগানিস্তানের পরিস্থিতি ও ভারত-মার্কিন পরমাণু চুক্তির রূপায়ণ। নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে ২৪ জুনের কৌশলগত আলোচনায় এই দু’টি বিষয় অগ্রাধিকার পেতে চলেছে। আমেরিকার বিদেশসচিবের দায়িত্ব পাওয়ার পরে এই প্রথম ভারত সফরে আসছেন জন কেরি। বিদেশমন্ত্রী সলমন খুরশিদের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ককে সব দিক থেকেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হবে বলে খবর। সরকারি সূত্রের খবর, ভারতের পরমাণু দায়বদ্ধতা বিল নিয়ে মার্কিন কর্তাদের যাবতীয় প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা দেওয়া হবে। এই বিলটির কারণে দু’দেশের মধ্যে পরমাণু চুক্তি হওয়া সত্ত্বেও সে দেশের পরমাণু সংস্থাগুলি ভারতে বিনিয়োগে উৎসাহ দেখাচ্ছে না।
|
ফের আইনি ঝামেলায় জড়ালেন পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসক পারভেজ মুশারফ। বালুচিস্তানের বিদ্রোহী নেতা আকবর বুগতির খুনের ঘটনায় আজ মুশারফকে গ্রেফতার করেছে পুলিশ। স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার পর থেকেই একের পর এক মামলায় জড়িয়ে পড়েছেন মুশারফ। বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে গ্রেফতার করা হয় তাঁকে। এখন ইসলামাবাদের কাছে চাক শাহজাদে নিজের খামারবাড়িতেই গৃহবন্দি আছেন মুশারফ। আজ সেই খামারবাড়িতেই তাঁকে বুগতি মামলায় গ্রেফতার করে বালুচিস্তান পুলিশের একটি দল। প্রাক্তন প্রেসিডেন্টকে দু’ঘণ্টা জেরাও করা হয়।
|
দীর্ঘ ছ’মাস বন্ধ থাকার পর পাকিস্তানের সঙ্গে ভারতের ফের আলোচনা শুরু হতে চলেছে। সরকারি সূত্রে খবর, শীঘ্রই দু’দেশের বাণিজ্য মন্ত্রকের শীর্ষ পর্যায়ের প্রতিনিধির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক বসবে। বাণিজ্যিকভাবে ইসলামাবাদকে বিদ্যুৎ বিক্রি করার কথাও ভাবছে নয়াদিল্লি। আসন্ন বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। |