কাগজ ছাড়া মদ বিক্রি, দুর্গাপুরে গ্রেফতার তিন |
প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বিদেশি মদ বিক্রির অভিযোগে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বাণিজ্যিক বহুতল থেরে একটি মদের দোকানের মালিক ও দুই কর্মীকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের জামিন না মঞ্জুর করে ৮ দিনের পুলিশ হাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মদের দোকানের মালিক হিল্লোল কুমার দে-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বেআইনি মদ বিক্রির অভিযোগ ছিল। বুধবার সেই অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতেই অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক ভাবে প্রায় ২০ বোতল তেমন মদ পাওয়া গিয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি দোকান মালিক। এরপরেই দোকান মালিকের সঙ্গে গ্রেফতার করা হয় দুই কর্মী প্রভাত মণ্ডল এবং গোপাল সৌ মণ্ডলকেও। ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং কপিরাইট আইন ভঙ্গ করার অভিযোগ দায়ের করে পুলিশ। শুক্রবার ধৃতদের আদালতে পাঠানো হয়। বিচারক তাদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার পুলিশ আবগারি দফতরকে সঙ্গে নিয়ে ওই দোকানে তল্লাশি চালিয়েছে। আবগারি দফতরের দুর্গাপুরের ওসি কেএফ ভিড়ডি বলেন, “পুলিশ অভিযান চালিয়েছে। আমাদেরও জানানো হয়। যৌথ তল্লাশি চলছে।” পুলিশের এক আধিকারিক জানান, বিচ্ছিন্ন ভাবে শুধু ওই দোকান থেকেই যে বেআইনিভাবে মদ বিক্রি করা হতো, তেমনটা নাও হতে পারে। কোনও জাল মদ তৈরির চক্রের সঙ্গেও ধৃতেরা জড়িত থাকতে পারে। তাছাড়া বিমানবন্দরে প্রয়োজনীয় আবগারি কর না দিয়েই মদ নিয়ে আসা হতো কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
|
বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূল |
তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠল পাণ্ডবেশ্বরে। নকশাল নেতা হায়দার আলি পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ তাঁরা বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতে গোঁসাইপাড়ার দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখছিলেন। হঠাৎ তৃণমূলের লক্ষ্মণ সিংহ, অজয় ধীবর-সহ একদল সমর্থক তাঁদের উপর চড়াও হয় এবং ব্যাপক বোমাবাজি করে। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে তাঁরা পালিয়ে যায়। এ দিকে তৃণমূলের লক্ষ্মণ সিংহ জানান, তাঁদের প্রার্থীর নাম লেখা দেওয়াল মুছে জোর করে নিজেদের প্রার্থীর নাম লিখছিল। তাঁরা প্রতিবাদ করলে নকশাল নেতা মোহিত কোটালের নেতৃত্বে নকশাল সমর্থকেরা তাঁদের উপর চড়াও হয় এবং বোমাবাজি করে। তাঁরাও পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |