গ্রীষ্মের দাপট উত্তরে, প্রচার রাতে, স্কুলে ছুটি
তীব্র দাবদাহে উত্তরবঙ্গের সমতলের বিস্তীর্ণ এলাকার জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। সেখানে শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি। বালুরঘাট, কোচবিহার, মালদহ সহ উত্তরবঙ্গের প্রায় সব শহরেরই এদিন সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৩৭ ডিগ্রির আশেপাশে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে যায়।
তাপমাত্রা অসহ্য হয়ে ওঠায় দিনের বেলায় ভোটের প্রচার অনেক দলই বন্ধ রাখছে। গরমে খুদে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়তে পারে, এই আশঙ্কায় শিলিগুড়ি মহকুমার সব প্রাথমিক স্কুল বৃহস্পতিবার ছুটি দেওয়া হয়েছে। দাবদাহ না-কমলে ছুটি বাড়ানো হবে বলে জানিয়েছেন শিলিগুড়ির প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সমর চক্রবর্তী। ইসলামপুরে আইনজীবীরা প্রবল দাবদাহে আদালতে কাজকর্ম করা যাচ্ছে না জানিয়ে কর্মবিরতি শুরু করেছেন।
দক্ষিণ দিনাজপুরে গরমের কারণে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রচারের সময়সীমা সন্ধ্যা ৬ টার জায়গায় বাড়িয়ে রাত ১০ টা অবধি বাড়িয়ে দিয়েছে বিএসএফ। প্রশাসনিক সূত্রের খবর, সীমান্ত এলাকায় সন্ধ্যার পরে মিটিং-মিছিল করতে দেয় না বিএসএফ। কিন্তু, গরমের কারণে সূর্যাস্তের আগে প্রচার করা যাচ্ছে না, এ কথা জানিয়ে রাজনৈতিক দলগুলি জেলা প্রশাসনের কাছে উদ্বেগ জানায়। প্রশাসনের তরফে বিএসএফের সঙ্গে কথা বলা হয়। এর পরেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়।
গরম থেকে বাঁচতে ছাতা নিয়ে চা বাগানে কাজ করছেন শ্রমিকেরা। বীরপাড়ার ডিমডিমা চা বাগানে।
হঠাৎ এমন দাবদাহের কারণ কি? কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিম শাখা সূত্রের খবর, প্রায় এক সপ্তাহ আগে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের টানে জলীয় বাষ্প ভরা মেঘ দক্ষিণবঙ্গের আকাশে চলে গিয়েছে। আবাহাওয়া দফতরের বক্তব্য, সে কারণেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গে তীব্র দাবদাহ চলছে। আর তাতেই কাহিল হয়ে পড়েছেন উত্তরের স্কুল পড়ুয়া থেকে পঞ্চায়েত ভোট প্রার্থীরা, সকলেই। উত্তরবঙ্গের তাপমাত্রা টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গকেও।
কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিমের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, “উত্তরবঙ্গে বর্ষা আগেই ঢুকে পড়লেও, এই এলাকায় কোনও ঘুর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা তৈরি না হওয়ায় মৌসুমী বায়ু ছড়িয়ে পড়তে পারছে না। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জন্য উত্তরবঙ্গ থেকে জলীয় বাস্প এবং মেঘ দক্ষিণবঙ্গে চলে যাচ্ছে। আপাতত যে পুর্বাভাস রয়েছে, তাতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।”
পঞ্চায়েত ভোট পর্বে মৌসুমী বায়ু কার্যত রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠেছে বলে মনে করছেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি মোহন বসু। তিনি বলেন, “আমাদের কর্মীদের লড়তে হচ্ছে আবহাওয়ার সঙ্গেও। চড়া রোদে প্রচার চালাতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তবে এই লড়াইও আমরা জিতব।”
গরমে দিনের প্রচার চালাতে সমস্যা হচ্ছে, সন্ধ্যার পরেও সমস্যা তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুরে। জেলার ৮টি ব্লকের মধ্যে ৬টিই সীমান্তবর্তী। প্রায় ২৭২ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে সীমান্ত। আইনত সন্ধ্যা ৬টার পরে সীমান্তে প্রচার চালানো যায় না। সে কারণে সব দলের থেকেই প্রশাসনের কাছে সন্ধ্যাতেও সীমান্তে প্রচার চালানোর আর্জি জানানো হয়। জেলার বামফ্রন্টের আহ্বায়ক মানবেশ চৌধুরী বলেন, “সন্ধ্যার পরে সীমান্ত এলাকায় প্রচার চালানোর অনুমতি চাওয়া হয়েছে।”
বালুরঘাট শহরে দুপুরে সুনসান রাস্তা।
পরিস্থিতি বিবেচনা করে সীমান্তের গ্রামগুলিতে রাতে ভোট প্রচারের অনুমতি দিল প্রশাসন। বালুরঘাটে প্রশাসনিক বৈঠকে পর্যবেক্ষক, বিএসএফ এবং পুলিশ আধিকারিক নিয়ে বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “সীমান্তের গ্রামগুলিতে রাত ১০টা অবধি প্রচারের অনুমতি দেওয়া হয়েছে।”
অন্যদিকে, মালদহে দলের প্রচারের দায়িত্বে রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী তথা তৃণমূল নেতা পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং নারী কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। দুজনে প্রায় একই সুরে বলেন, “অসহ্য গরম। বাইরে প্রচারের কাজ এখনও শুরু হয়নি। আপাতত ঘরোয়া বৈঠক চলছে।” একই অবস্থা কোচবিহারের। জেলার কোচবিহার সদর, তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জে দিনঙর রাস্তাঘাটে লোকজনের সংখ্যা ছিল খুবই কম। এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় প্রার্থীরা।
প্রচন্ড গরম সহ্য করতে না পেরে কর্মবিরতি শুরু করলেন ইসলামপুর মহকুমা আদালতের আইনজীবীরা। আজ, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মহকুমা আদালতের আইনজীবীদের কাজ বন্ধ থাকবে আইনজীবীরা জানিয়েছেন। আদালতের ৭৮ জন আইনজীবী ইসলামপুরের বার অ্যাসোসিয়েশনের কাছে লিখিত ভাবে কর্মবিরতির আবেদন জানান। বুধবার বার অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ ফাজিরুদ্দিন বলেন, “গরমে আইনজীবী-সহ সবারই কাজ করতে অসুবিধে হচ্ছিল। তাই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

—নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.