দফতরে ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
দফতর থেকে অর্থলগ্নি সংস্থার এক আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার ফালাকাটার খগেনহাট গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ধূপগুড়ির ভট্টাচার্য পাড়ার বাসিন্দা মৃত ওই যুবকের নাম প্রসেনজিৎ ভট্টাচার্য (২৫)। ধূপগুড়িতে তিনি দিদির বাড়ি থেকে বিবিএ কোর্স করার পাশাপাশি সংস্থায় দফতরের ম্যানেজার হিসাবে কাজ করতেন। তাঁর পকেট থেকে এক সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ তিনি না লিখলেও তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন লিখেছেন। ফালাকাটার আইসি ধ্রুব প্রধান বলেন, “সুইসাইড নোটে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু লেখা নেই। ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছি। অপটিমাম বলদেব প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থাটি খগেনহাট গ্রামে দেড় বছর আগে আগে এক দোতলা বাড়ি ভাড়া করে দফতরে খুলেছিল। মোটা অঙ্কের সুদ দেবার নাম করে বাজার থেকে টাকা তোলা হত বলে অভিযোগ।” বাসিন্দারা জানান, সারদা গোষ্ঠীর কাণ্ডের পর সংস্থা বন্ধ করা না হলেও আমানতকারীদের টাকা ফেরত দেওয়া বন্ধ করে দিয়েছিল। বেকার যুবকেরা সংস্থায় এজেন্টের কাজ করতেন। তাঁরা আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য চাপে পড়ে যান। রোজই সংস্থায় আমানতকারীরা ভিড় করতে থাকেন।
|
শিশুশ্রম বিরোধী দিবস পালিত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস দিবস পালন করল জেলা আইএনটিইউসি। বুধবার হিলকার্ট রোডে সংগঠনের কার্যালয়ে তা পালন করা হয়। বার করা হয় প্রচার র্যালি। শিশুদের জন্য ছিল বসে আঁকো প্রতিযোগিতা। বিকালে উদ্যোক্তাদের তরফে সেমিনারের আয়োজন করা করা হয়েছিল।
|
জয়ী সূর্য সেন অ্যাকাডেমি |
আলিপুরদুয়ার ভেটারেন্স ক্লাবের দ্বিতীয় বর্ষ ফুটবল টুর্নামেন্টে বুধবার সূর্যসেন ফুটবল অ্যাকাডেমি সেন্ট জোশেফ স্কুলকে ৩-১ গোলে হারিয়েছে। প্রথম দিনের ম্যাচটি আলিপুদুয়ারের সূর্যনগর মাঠে হয়। অলিপুরদুয়ার ভেটারেন্স ক্লাবের সহ সম্পাদক প্রসেনজিৎ দে জানান, এক মাসব্যাপী টুর্নামেন্ট চলবে। ১৪টি টিম লিগ কাম নক-আউট পর্যায়ে খেলবে। |