টুকরো খবর
বাসে কমিশন বন্ধের নির্দেশ
বেসরকারি বাসের চালক-কন্ডাক্টরদের কমিশন প্রথা তিন মাসের মধ্যে বন্ধ করে বেতল প্রথা চালু করার জন্য রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বাস-দুঘর্টনা সংক্রান্ত এক জনস্বার্থ মামলায় এই নির্দেশ দেয়। আবেদনকারীর আইনজীবী বলেন, কমিশনের জন্য বাসের রেষারেষির ফলে অধিকাংশ দুর্ঘটনা ঘটে। ডিভিশন বেঞ্চ বলে, সারা ভারতে কোথাও কমিশন প্রথা নেই। আদালতের নির্দেশ নিয়ে পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, “এটা আমরা বহু দিন ধরে বলার চেষ্টা করছি। আদালতের নির্দেশ মতো ব্যবস্থা নেব।” বাসমালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট্সের নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “অন্য রাজ্যে কমিশন প্রথা না থাকা সত্ত্বেও দুর্ঘটনা ঘটে। আদালতের নির্দেশ মতো সরকার যদি নির্দেশিকা তৈরি করে, তা আমারা মানব।”

পঞ্চায়েতের আগে ভোট নয় সমবায়ে
পঞ্চায়েত ভোট শেষ না-হওয়া পর্যন্ত রাজ্যের কোনও সমবায় সমিতিতে নির্বাচন করা যাবে না বলে বুধবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ৩০ মে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ২ জুন রাজ্যের ৩২৯৯টি সমবায় সমিতির নির্বাচন করতে হবে। কিন্তু রাজ্য সরকার এবং সমবায় নির্বাচন কমিশনের মত, পঞ্চায়েত ভোট শেষ না-হওয়া পর্যন্ত সমবায় সমিতির নির্বাচন করা যাবে না। বিচারপতির নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে সমবায় নির্বাচন কমিশন। এ দিন বিচারপতি গিরীশ গুপ্তের ডিভিশন বেঞ্চে তার শুনানিতে কমিশনের আইনজীবী সৃজন নায়েক জানান, পঞ্চায়েত ভোটে এমনিতেই পুলিশবাহিনীর অভাব রয়েছে। ওই ভোটের দিন ঘোষণা করে বহু কর্মীকে ইতিমধ্যে কাজে লাগানো হয়েছে। অনেক সরকারি অফিসার পঞ্চায়েত ভোটের পর্যবেক্ষক হয়েছেন। তাই ২ জুন বিভিন্ন সমবায়ের নির্বাচন করা যায়নি। এর পরেই ডিভিশন বেঞ্চ বিচারপতি মুখোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দেয়। তারা জানায়, পঞ্চায়েত ভোটের পরে সমবায় নির্বাচন কমিশনার পরবর্তী দিন ঘোষণা না-করা পর্যন্ত রাজ্যের কোনও সমবায়ের নির্বাচন করা যাবে না।

অধ্যাত্মবিজ্ঞান পড়াতে সুপারিশ
প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পাঠ্যক্রমে অধ্যাত্মবিজ্ঞান ও চেতনাবিজ্ঞান অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে একটি কমিটি তৈরির সুপারিশও করেছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে। মামলাটি করেন বিশ্ব বেদিক যোগাশ্রমের অধ্যক্ষ অরুপানন্দ সরস্বতী। এখন পড়ুয়াদের মধ্যে ভাল চাকরি, টাকা রোজগার, পেশাগত উন্নতি ইত্যাদির প্রতি ঝোঁক বেড়েছে। ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ হচ্ছে না। তাই প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত অধ্যাত্মবিজ্ঞান ও চেতনাবিজ্ঞান পড়ানোর ব্যবস্থা করা হোক।

বসুর স্মরণে ডাক টিকিট চেয়ে চিঠি
জ্যোতি বসুর জন্ম-শতবর্ষ উপলক্ষে ডাকটিকিট প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিলেন সিপিএম সাংসদ শ্যামল চক্রবর্তী। কেন্দ্রের ইউপিএ সরকার জ্যোতিবাবুকে ‘ভারত রত্ন’ দেওয়ার জন্য দু’ বার প্রস্তাব দিয়েছিল। সিপিএম রাজ্য নেতৃত্ব তা নাকচ করেন। কিন্তু এখন তাঁরা চান, জ্যোতিবাবুর জন্ম-শতবর্ষে তাঁর ছবি দেওয়া ডাকটিকিট প্রকাশ করা হোক। বুধবার শ্যামলবাবু জানান, তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও ডাক বিভাগের মন্ত্রী কপিল সিব্বলকে ওই আর্জি জানিয়েছেন।

বাড়তি সময়
কর্মরত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা বৃদ্ধির জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হল। তাঁরা ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন বলে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ বুধবার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে। যোগ্যতা বৃদ্ধির জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ জুন। শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে সংসদ তা বাড়িয়ে ৩০ জুন করেছে। ফর্ম মিলবে ওয়েবসাইট twbcros.org-তে।

আরও কত হারানো শৈশব
দেশে মূলস্রোতের শিশুশ্রমিক
৫-৯ বছর: ৮১০০৯৯
১০-১৪ বছর: ৪৯২৮৪১৬
১৫-১৯ বছর: ২০৫৪৬৭৬৬
শ্রমশক্তিতে শিশুশ্রমিকের সংখ্যা
০-১৪ বছর: ১২৬২৬৫০৫
১৫-১৯ বছর: ৩২২৯৭২০৭
সৌজন্য: চাইল্ড রাইটস অ্যান্ড ইউ
দেশে প্রান্তিক শিশুশ্রমিক
৫-৯ বছর: ১০৩০৪২১
১০-১৪ বছর: ৫৮৫৭৫৬৯
১৫-১৯ বছর: ১১৭৫০৪৪১



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.