এম এম টি সির ৯.৩৩ শতাংশ শেয়ার বাজারে আসছে আজ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রাষ্ট্রায়ত্ত সংস্থা এমএমটিসি-র ৯.৩৩% শেয়ার বাজারে ছাড়া হচ্ছে আগামী কাল। শেয়ার পিছু ন্যূনতম দাম ৬০ টাকা। এর থেকে কেন্দ্র প্রায় ৬০০ কোটি টাকা পাবে বলে আশা করছে। এখন সংস্থার ৯৯.৩৩% শেয়ার কেন্দ্রের হাতে। এ বছর রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ খাতে ৪০ হাজার কোটি টাকা তোলাই লক্ষ্য কেন্দ্রের।
|
মালদহ ও মুর্শিদাবাদের আম যাতে দিল্লি তথা উত্তর ভারতের বাজার ধরতে পারে তাই তৎপর হল রাজ্য সরকার। গত বারের মতো এ বারও দিল্লিতে আম উৎসব শুরু করেছে পশ্চিমবঙ্গ। মঙ্গলবার দিল্লি হাটে উৎসবের সূচনা করেন দিল্লিতে নিযুক্ত রাজ্যের রেসিডেন্ট কমিশনার ভাস্কর খুলবে। ৩০ জুন পর্যন্ত চলবে ওই উৎসব। হিমসাগর, ল্যাংড়া, লক্ষ্মণভোগের পাশাপাশি চম্পা, আনারস, মোলায়েমজামের মতো তুলনামূলক ভাবে কম পরিচিত আমও রয়েছে।
|
চলতি সপ্তাহে খোলা বাজার থেকে ভারতী এয়ারটেলের ১৮ লক্ষেরও বেশি শেয়ার ৫০ কোটি টাকায় কিনল মূল সংস্থা ভারতী টেলিকম। এবং মালিকানা নিয়ে গেল ৪৫.৮১ শতাংশে। |