দু’টি পুরনো মামলায় সিপিএমের এক গ্রাম পঞ্চায়েতের প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জামালপুর থানার নবগ্রাম থেকে অশ্রুকমল বন্দ্যোপাধ্যায় নামে ওই প্রার্থী গ্রেফতার হন।
পুলিশের দাবি, স্থানীয় আঝাপুর গ্রাম পঞ্চায়েতের ওই সিপিএম প্রার্থীর কাছে একটি গুলিভর্তি পাইপগান পাওয়া গিয়েছে। আটক করা হয়েছে তাঁর মোটরবাইকটিও। বুধবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হলে তাঁকে ১৪ জুন পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ওই ব্যক্তির বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর ও ৯ জুন জামালপুর থনায় দু’টি মামলা দায়ের করা হয়েছিল। দলবদ্ধ ভাবে মারপিট, প্রাণনাশের চেষ্টা ইত্যাদি অভিযোগ থাকায় পুলিশ অনেক দিন ধরেই তাঁকে খুঁজছিল।”
ধৃতের স্ত্রী সুমিতা বন্দ্যোপাধ্যায় এ দিন আদালত চত্বরে দাঁড়িয়ে দাবি করেন, “শত হুমকির মুখে নিজের প্রার্থী পদ প্রত্যাহারে রাজি না হওয়ায় এই সাজা পেতে হয়েছে আমার স্বামীকে। ওঁর সঙ্গে কোনও অস্ত্রই ছিল না। পুলিশ-তৃণমূলের আঁতাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।” |
সুমিতাদেবীর অভিযোগ, “কয়েক দিন আগেই আমার মেয়ের বিয়ে হয়। সোমবার দুপুরে আমি ও আমার স্বামী বাড়িতে বসে বিয়েতে পাওয়া উপহার দেখছিলাম। আচমকা ৩০-৩৫ জন দুষ্কৃতী ঢুকে পড়ে। নিজেদের তৃণমূলের লোক বলে দাবি করে আমার স্বামীকে মারধর শুরু করে ওরা। বাধা দিতে গেলে আমার শ্লীলতাহানি করা হয়। কোনও মতে সে দিন উনি বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে বাড়ি ফিরতে গেলে ওই লোকেরাই তাঁকে ফের মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।”
সিপিএমের বর্ধমান জেলা সম্পাদক অমল হালদারের দাবি, “ওই পরিবারটির উপরে দফায়-দফায় অত্যাচার হয়েছে। অশ্রুকমলকে মারধর, তাঁর স্ত্রীর শ্লীলতাহানি, বাড়িতে ঢুকে ভাঙচুরের পরে জামালপুর থানায় গিয়ে মামলা দায়ের করেছিলেন ওঁরা। সেই মামলায় অভিযুক্তেরাই মঙ্গলবার ফের মারধর করে প্রার্থীকে। অথচ পুলিশ গিয়ে প্রার্থীকেই গ্রেফতার করল। তাঁকে মারধরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না!”
জামালপুরের তৃণমূল বিধায়ক উজ্জ্বল প্রামাণিক পাল্টা বলেন, “গত রবিবার সিপিএমের এক দল লোকজন নবগ্রামে আমাদের কয়েক জন নেতার বাড়িতে আক্রমণ করে। কয়েকটি বাড়ি ভাঙচুরও করা হয় সে দিন। অশ্রুকমল ওই হামলাকারীদের দলে ছিলেন। জামালপুরে সিপিএমের সঙ্গে তৃণমূলের যত সংঘর্ষ হয়েছে, তাতে তিনিই তাঁর দলের লোকেদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন। তাই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।” |